kalerkantho


এইচএসসি : অর্থনীতি দ্বিতীয় পত্র

বহু নির্বাচনী প্রশ্ন

মো. নিজাম খান, সহযোগী অধ্যাপক, আযম খান সরকারি কমার্স কলেজ, খুলনা   

১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০বাংলাদেশের কৃষি

১।     বাংলাদেশ কৃষি ঋণের উৎসগুলোকে কয় ভাগে ভাগ করা যায়?

        ক. ২          খ. ৩

        গ. ৪          ঘ. ৫

২।     হাঁস-মুরগি প্রতিপালনের সর্বাধিক গুরুত্ব কী?

        ক. জনগণের উৎসাহ

        খ. সম্ভাবনাময় কৃষি

        গ. আমিষের অভাব মেটানো ঘ. জীবনযাত্রার মান উন্নয়ন

৩।     Biotechnology শব্দটি প্রথম কে প্রবর্তন করেন?

        ক. Marshall   

        খ. Karl Ereky

        গ. Paul Samuelson

        ঘ. Adam Smith

৪।     চাষাবাদের প্রকৃতি ও আয়তনের দিক থেকে কৃষি খামার কত প্রকার?

        ক. ৩          খ. ২

        গ. ৪          ঘ. ৫

৫।     যুক্তরাষ্ট্রে আদর্শ কৃষি খামারের আয়তন কত?

        ক. ১৫০ একর       খ. ১৩০ একর

        গ. ১৪০ একর       ঘ. ১২০ একর

৬।     বাংলাদেশে কোন ধরনের কৃষিজোতের আধিক্য রয়েছে?

        ক. বৃহদায়তন        খ. মাঝারি আয়তন

        গ. ক্ষুদ্রায়তন         ঘ. বৃহদায়তন ও মাঝারি আয়তনের

৭।     দেশের কত ভাগ জমিতে শুধু ধান উৎপাদিত হয়?

        ক. ৮০ ভাগ    খ. ৭০ ভাগ

        গ. ৫০ ভাগ     ঘ. ৬০ ভাগ

৮।     বাংলাদেশের কৃষিতে পরিবেশদূষণ ঘটছে, কারণ—

        i. বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি

        ii. জলবায়ু পরিবর্তন

        iii. অধিক ভূমিক্ষয়

        নিচের কোনটি সঠিক?

        ক. i ও ii     খ. ii ও iii

        গ. i ও iii    ঘ. i, ii ও iii

৯।     বাংলাদেশের কৃষি কয়টি উপখাতে বিভক্ত?

        ক. ৪টি                খ. ৩টি

        গ. ৮টি                ঘ. ৫টি

১০।   ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের অবদান কত?

        ক. ১২.৭০%        খ. ১৩.৪০%

        গ. ১৯.৪১%        ঘ. ১৬.৩৩%

১১।   টিএসপি, ডিএপি ও এমওপি সারের আমদানির ওপর শতকরা কত ভাগ ভর্তুকি দেওয়া হয়?

        ক. ৫০ ভাগ    খ. ৪০ ভাগ

        গ. ২৫ ভাগ     ঘ. ৩০ ভাগ

১২।   বাংলাদেশে কৃষিপণ্যের বিপণনব্যবস্থা উন্নত হলে—

        i. আধুনিক পদ্ধতির চাষাবাদ কার্যক্রম জোরদার হবে

        ii. বাণিজ্যিক চাষাবাদের প্রসার ঘটবে

        iii. কৃষিপণ্যের বাফার স্টকের পরিমাণ বাড়বে

        নিচের কোনটি সঠিক?

        ক. i ও ii     খ. ii ও iii

        গ. i ও iii     ঘ. i, ii ও iii

১৩।   মাশরুম চাষের জন্য প্রয়োজনীয় উপকরণগুলো নিম্নরূপ—

        i. বাঁশের চালার ঘর

        ii. ছায়াযুক্ত স্থানে কুঁড়েঘর

        iii. বাঁশের তৈরি তাক

        নিচের কোনটি সঠিক?

        ক. i ও ii     খ. ii ও iii

        গ. i ও iii     ঘ. i, ii ও iii

১৪।   মাশরুম চাষের অর্থনৈতিক সুবিধাগুলো নিম্নরূপ—

        i. এটি চাষে সামান্য পুঁজি লাগে

        ii. অতি অল্প সময়ে এটি উৎপাদন করা যায়

        iii. এর বাজার মূল্য অপেক্ষাকৃত বেশি

        নিচের কোনটি সঠিক?

        ক. i ও ii     খ. ii ও iii

        গ. i ও iii     ঘ. i, ii ও iii

১৫।   বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি আমাদের দেশে—

        i. ঋতু পরিক্রমায় প্রবাহ ফেলছে

        ii. ঋতু বৈচিত্র্যের রূপ ক্ষুণ্ন করছে

        iii. শস্য উৎপাদনের পরিমাণ ও মান বিরূপভাবে প্রভাবিত করছে

        নিচের কোনটি সঠিক?

        ক. i ও ii     খ. ii ও iii

        গ. i ও iii    ঘ. i, ii ও iii

 

উত্তরগুলো মিলিয়ে নাও

১. খ ২. গ ৩. খ ৪. খ ৫. ক ৬. গ ৭. ক ৮. ঘ ৯. ক ১০. ক ১১. গ ১২. ক ১৩. ঘ ১৪. ঘ ১৫. কমন্তব্য