kalerkantho


এইচএসসি : বাংলা প্রথম পত্র

বহু নির্বাচনী প্রশ্ন

মো. সুজাউদ দৌলা, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, উত্তরা, ঢাকা   

১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০প্রবন্ধ : বিড়াল

—বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

 

১।     রাস্তায় মারপিট দেখে পৌরুষত্বের ভয়ে খলিল চোরটিকে এক ঘা বসিয়ে দেয়। খলিলের সঙ্গে ‘বিড়াল’ প্রবন্ধের যার মিল পাওয়া যায়—

        i. প্রসন্ন

        ii. কমলাকান্তের

          iii. ওয়েলিংটন

        নিচের কোনটি সঠিক?

        ক. i           খ. ii

        গ. iii         ঘ. i ও ii

 

নিচের উদ্দীপকটি পড়ে ২ ও ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :

        শোভা খাবার নষ্ট হলে তা সানসেটে দিয়ে রাখে, ক্ষুধার্ত কাক যাতে খেতে পারে।

২।     উদ্দীপকের শোভা ‘বিড়াল’ প্রবন্ধের কোন চরিত্রের বৈপরীত্য প্রকাশ করেছে?

        ক. দরিদ্র ব্যক্তি              খ. ধনী ব্যক্তি

        গ. কৃপণ-ধনী ব্যক্তি         ঘ. সচেতন ব্যক্তি

৩।     ‘বিড়াল’ প্রবন্ধের বিড়ালের মনোভাবের সঙ্গে উদ্দীপকের শোভার মনোভাব যে বিষয়ে বৈপরীত্য প্রকাশ করে—

        i. মমত্ববোধ সম্পন্ন

          ii. ক্ষুধার্তদের প্রতি দয়াপরবশ

        iii. পশু-পাখির প্রতি রুষ্টভাব

        নিচের কোনটি সঠিক?

        ক. i ও ii     খ. i ও iii

        গ. ii ও iii    ঘ. i, ii ও iii

৪।     বখতিয়ার খিলজী বাংলা জয় করেন। এখানে বখতিয়ার খিলজীর সঙ্গে ‘বিড়াল’ প্রবন্ধের কোন চরিত্রের মিল রয়েছে?

        ক. ডিউক            খ. কমলাকান্ত

        গ. নেপোলিয়ন      ঘ. বিচারক

৫।     বাংলা ভাষায় প্রথম শিল্পসম্মত উপন্যাসের রচয়িতা কে?

        ক. দিলওয়ার

        খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

        গ. রবীন্দ্রনাথ ঠাকুর

        ঘ. কাজী নজরুল ইসলাম

       

নিচের উদ্দীপকটি পড়ে ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :

        চামেলী খাবার বেঁচে গেলে তা নর্দমায় ফেলে দেয়। অথচ তার ঘরের কাজের মেয়েটি অর্ধাহারে থাকে।

৬।     উদ্দীপকের ঘরের কাজের মেয়েটি ‘বিড়াল’ প্রবন্ধে কাদের প্রতীক?

        ক. ধনীদের                  খ. দরিদ্রদের

        গ. সমাজপতিদের           ঘ. পণ্ডিত ব্যক্তিদের

৭।     প্রবন্ধানুসারে উদ্দীপকের চামেলীর যে যৌক্তিকতায় দণ্ড হওয়া উচিত—

        i. নির্দয়তার 

        ii. কৃপণতার

          iii. নির্মমতার

        নিচের কোনটি সঠিক?

        ক. i ও ii     খ. i ও iii

        গ. ii ও iii   ঘ. i, ii ও iii

৮।     কে বিড়ালকে মারতে লাঠি তুলেছিলেন?

        ক. নসিরাম বাবু             খ. কমলাকান্ত

        গ. প্রসন্ন                      ঘ. ডিউক

৯।     কমলাকান্ত কার কথা ভাবছিল?

        ক. প্রসন্ন              খ. ওয়েলিংটন

        গ. ডিউক             ঘ. নেপোলিয়ন

১০।   কমলাকান্তের জন্য কে দুধ রেখে গিয়েছিল?

        ক. প্রসন্ন                      খ. ডিউক    

        গ. ওয়েলিংটন               ঘ. মঙ্গলা

 

উত্তরগুলো মিলিয়ে নাও

১. খ ২. গ ৩. ক ৪. গ ৫. খ ৬. খ ৭. ঘ ৮. খ ৯. ঘ ১০. কমন্তব্য