kalerkantho


একাদশ-দ্বাদশ শ্রেণি : যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র

বহু নির্বাচনী প্রশ্ন

মো. আব্দুল কুদ্দুস, প্রভাষক ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ মোহাম্মদপুর, ঢাকা   

২০ অক্টোবর, ২০১৬ ০০:০০প্রথম অধ্যায়

১।    যিনি শিক্ষকতা করেন তিনিই শিক্ষক—কোন অনুপপত্তি ঘটেছে?

     ক. রূপক

     খ. চক্রক

     গ. দুর্বোধ্য

     ঘ. সহজ

২।    রূপক সংজ্ঞার উদাহরণ কোনটি?

     ক. উট হয় মরুভূমির জাহাজ

     খ. ন্যায় হলো অন্যায়ের বিপরীত

     গ. মানুষ হচ্ছে সভ্য প্রাণী

     ঘ. গরু হয় চতুষ্পদী প্রাণী

৩।    সংজ্ঞার প্রথম ও পঞ্চম নিয়মে মিল আছে—

     ক. অব্যাপক ও অতি ব্যাপক অনুপপত্তিতে

     খ. সদর্থক ও নঞর্থক সংজ্ঞা প্রদানে

     গ. বাহুল্য সংজ্ঞা প্রদানে

     ঘ. আপতিক সংজ্ঞা প্রদানে

     উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :

     মনির মাঠে একটি গরু দেখে গভীর মনোযোগ সহকারে এর ঘাস খাওয়া, রাখালের গরু চরানো, গরুটির রং ইত্যাদি পর্যবেক্ষণ করল। তার বন্ধু শফিক তখন বলল, সত্যিই গরুটি দেখতে সুন্দর।

৪।    মনিরের দেখা বিষয়গুলো ভাষায় প্রকাশ করলে হবে গরুর—

     ক. সংজ্ঞায়ন

     খ. বর্ণনা

     গ. ব্যক্তর্থ

     ঘ. জাত্যর্থ

৫।    মনিরের দেখা প্রাণীটির সঙ্গে শফিকের উপলব্ধির পার্থক্য কী?

     ক. একটির সংজ্ঞায়ন সম্ভব, অন্যটির সম্ভব নয়

     খ. একটিতে জাত্যর্থ এসেছে, অন্যটিতে ব্যক্তর্থ এসেছে

     গ. একটি গরুর সংজ্ঞা, অন্যটি বর্ণনা

     ঘ. উভয়টিতে গরুর প্রয়োজনীয়তার কথা এসেছে

     উদ্দীপকটি পড়ে ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :

     জনাব শহিদ আলো ও অন্ধকার পার্থক্যকরণের জন্য বললেন, আলো হচ্ছে অন্ধকারের অনুপস্থিতি আবার অন্ধকার হচ্ছে আলোর অভাব। এ কথা শুনে তাঁর ছেলে বলল, আলো মানে জ্যোতি।

৬।    শহিদ সাহেবের আলো ও অন্ধকারের সংজ্ঞায় কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?

     ক. রূপক

     খ. বাহুল্য

     গ. নঞর্থক

     ঘ. চক্রক

 

উত্তরগুলো মিলিয়ে নাও

 

১.খ ২. ক ৩. ক ৪. খ ৫. ক ৬. গ


মন্তব্য