kalerkantho


বহু নির্বাচনী প্রশ্ন

সপ্তম শ্রেণি : সাধারণ বিজ্ঞান

জ্যোতি ভূষণ বিশ্বাস, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, উত্তরা, ঢাকা   

১৯ অক্টোবর, ২০১৬ ০০:০০১।    বায়ুতে শব্দের বেগ কত মিটার/সেকেন্ড?

     ক. ৩৩২               

     খ. ৫৫০

     গ. ১৪৪০              

     ঘ. ৫০০০

২।    শব্দের বেগ—  

     i. বায়ু অপেক্ষা তরলে বেশি   

     ii. সমুদ্রের পানিতে ১৫০০ মিটার/সেকেন্ড

     iii. বায়ুতে ৮১০ মিটার/সেকেন্ড

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii        

     খ. i ও iii

     গ. ii ও iii       

     ঘ. i, ii ও iii

 

     নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :

     কোনো পদার্থের কঠিন অবস্থায় শব্দের বেগ ১০০০ মিটার/সেকেন্ড এবং বাষ্পীয় অবস্থায় শব্দের বেগ ৫০০ মিটার/সেকেন্ড।

৩।    তরল অবস্থায় শব্দের বেগের সম্ভাব্য মান কোনটি?

     ক. ৪০০ মিটার/সেকেন্ড          

     খ. ৮০০ মিটার/সেকেন্ড

     গ. ১২০০ মিটার/সেকেন্ড         

     ঘ. ২০০০ মিটার/সেকেন্ড

৪।    ওই পদার্থের বাষ্পীয় অবস্থায় শব্দের সঞ্চালনের ক্ষেত্রে—

     i. তরঙ্গের বেগ অপর দুই অবস্থার শব্দ সঞ্চালনের তুলনায় বেশি

     ii. সংকোচন ও প্রসারণ সৃষ্টির মাধ্যমে তরঙ্গ অগ্রসর হয়   

     iii. শব্দের বেগ সবচেয়ে কম

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii            

     খ. i ও iii

     গ. ii ও iii       

     ঘ. i, ii ও iii

৫।    কাচ মাধ্যমের শব্দের বেগ কত?

     ক. ৫০০০ থেকে ৭০২৩ মিটার/সেকেন্ড

     খ. ৫০০০ থেকে ৬০০০ মিটার/সেকেন্ড

     গ. ৫০০০ থেকে ৪০০০ মিটার/সেকেন্ড

     ঘ. ৫০০০ থেকে ৩৩০০ মিটার/সেকেন্ড

৬।    কোন পদার্থের মধ্য দিয়ে ইলেকট্রনসমূহ এক পরমাণু থেকে অন্য পরমাণুতে অতিসহজেই যাতায়াত করতে পারে?

     ক. নাইট্রোজেন          

     খ. অ্যালুমিনিয়াম

     গ. সিলিকন             

     ঘ. জার্মেনিয়াম

৭।    সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম ইত্যাদি কোন ধরনের পদার্থ?

     ক. সুপরিবাহী           

     খ. অপরিবাহী

     গ. অর্ধপরিবাহী          

     ঘ. অন্তরক

৮।    নিচের কোনটি পরিবাহী?

     ক. সিলভার        খ. কাঠ

     গ. চামড়া         ঘ. শুকনা কাপড়

৯।    নিউট্রনের চার্জের প্রকৃতি কী?

     ক. ধনাত্মক             

     খ. ঋণাত্মক

     গ. নিরপেক্ষ            

     ঘ. শূন্য

 

উত্তরগুলো মিলিয়ে নাও

১. ক ২. ক ৩. খ ৪. গ ৫. খ  ৬. খ ৭. গ ৮. ক ৯. গ


মন্তব্য