kalerkantho


সপ্তম শ্রেণি : সাধারণ বিজ্ঞান

বহু নির্বাচনী প্রশ্ন

জ্যোতি ভূষণ বিশ্বাস, প্রভাষক রাজউক উত্তরা মডেল কলেজ উত্তরা, ঢাকা   

১৮ অক্টোবর, ২০১৬ ০০:০০অষ্টম অধ্যায়

শব্দের কথা

 

 ১।   ধাতব পাত্রে চামচ দিয়ে আঘাত করলে—

     i. শব্দ তৈরি হবে     

     ii. পাত্রের কম্পন সৃষ্টি হবে

     iii. আলোকরশ্মি নির্গত হবে

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii            

     খ. i ও iii

     গ. ii ও iii       

     ঘ. i, ii ও iii

২।    ধাতুর মধ্যে দিয়ে—

     i. শব্দ চলাচল করে    

     ii. তরঙ্গ চলাচল করে

     iii. আলো চলাচল করে

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii              

     খ. i ও iii

     গ. ii ও iii       

     ঘ. i, ii ও iii

৩।    শব্দের বেগ—

     i. ইটে ৫০০০ মিটার/ সেকেন্ড  

     ii. কাচে ৬০০০ মিটার/ সেকেন্ড

            iii. অ্যালুমিনিয়ামের ৬৪২০ মিটার/সেকেন্ড

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii            

     খ. i ও iii

     গ. ii ও iii        

     ঘ. i, ii ও iii

৪।    কোন বস্তু শব্দ তৈরি করে?

     ক. স্থির বস্তু             

     খ. কম্পনশীল বস্তু

     গ. ভাসমান বস্তু          

     ঘ. গতিশীল বস্তু

৫।    শব্দ কোন মাধ্যমে সবচেয়ে দ্রুত চলে?

     ক. কঠিন মাধ্যমে         

     খ. তরল মাধ্যমে

     গ. বায়ু মাধ্যমে          

     ঘ. শূন্য মাধ্যমে

৬।    শব্দ সঞ্চালনে জন্য কোনটি দরকার?

     ক. তাপ               

     খ. মাধ্যম

     গ. চাপ               

     ঘ. আলো

৭।    স্প্রিংয়ের সংকোচন প্রসারণ কী সঞ্চালন করে?

     ক. তাপ               

     খ. শক্তি

     গ. আলো              

     ঘ. কণা

৮।    শব্দের এক স্থানে থেকে অন্য স্থানে গমনকে কী বলে?

     ক. ব্যতিচার            

     খ. অপবর্তন

     গ. সঞ্চালন             

     ঘ. প্রতিফলন

৯।    শব্দ সঞ্চালনের মাধ্যম হতে পারে—

     i. কঠিন     

     ii. তরল     

            iii. বায়বীয়

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii            

     খ. i ও iii

     গ. ii ও iii        

     ঘ. i, ii ও iii

১০।   শব্দ সঞ্চালিত হয়—

     i. শক্তি আকারে

     ii. তরঙ্গ আকারে     

     iii. বিকিরণ আকারে

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii            

     খ. i ও iii

     গ. ii ও iii        

     ঘ. i, ii ও iii

১১।   স্প্রিংয়ের রয়েছে—

     i. সংকোচন ধর্ম

     ii. প্রসারণ ধর্ম

     iii. বিকর্ষণ ধর্ম

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii        

     খ. i ও iii

     গ. ii ও iii        

     ঘ. i, ii ও iii

১২।   শ্রুত শব্দ এক প্রকার—

     i. শক্তি

     ii. তরঙ্গ       

     iii. বিকিরণ

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii             খ. i ও iii

     গ. ii ও iii        ঘ. i, ii ও iii

১৩।   শব্দ সঞ্চালনের জন্য—

     i. বায়ুশূন্য পথ প্রয়োজন

     ii. কম্পনশীল বস্তু প্রয়োজন

     iii. মাধ্যম প্রয়োজন

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii             খ. i ও iii

     গ. ii ও iii        ঘ. i, ii ও iii

১৪।   বায়ুশূন্য মাধ্যমের ভেতর দিয়ে—

     i. শব্দ চলতে পারে না

     ii. শব্দ চলতে পারে

     iii. আলো চলতে পারে

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii            

     খ. i ও iii

     গ. ii ও iii       

     ঘ. i, ii ও iii

১৫।   শব্দ সঞ্চালিত হয়—

     i. শক্তি আকারে

     ii. তরঙ্গ আকারে

     iii. বিকিরণ আকারে

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii              

     খ. i ও iii

     গ. ii ও iii        

     ঘ. i, ii ও iii

 

     নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :

     একটি লম্বা স্প্রিং নিয়ে এর এক প্রান্ত কোনো শক্ত অবলম্বনে সঙ্গে বেঁধে অপর প্রান্তে আঘাত করলে দেখতে পাবে স্প্রিংয়ের সংকোচন ও প্রসারণের ফলে শক্তি সঞ্চালিত হচ্ছে।

১৬।   নিচের কোন প্রকার তরঙ্গটির উদ্দীপকের স্প্রিংয়ের আন্দোলন ন্যায়?

     ক. আলো              

     খ. শব্দ

     গ. বেতার তরঙ্গ          

     ঘ. অনুপ্রস্থ তরঙ্গ

১৭।   স্প্রিংটির আন্দোলন ক্ষেত্রে কোনটি ঘটে?

     ক. সংকোচন ও প্রসারণ ঘটে

     খ. তরঙ্গের দিকে এবং স্পন্দনের দিক ভিন্ন

     গ. অগ্রসর হওয়ার বেগ প্রতি মুহূর্তে পরিবর্তিত হয়

     ঘ. শুধু সংকোচন বা শুধু প্রসারণ ঘটে

১৮। পরিষ্কার পানিতে শব্দের বেগ কত?

     ক. ১৪৩০ মিটার/সেকেন্ড

     খ. ১৪৪০ মিটার/সেকেন্ড    

     গ. ১৪৫০ মিটার/সেকেন্ড         

     ঘ. ১৪৬০ মিটার/সেকেন্ড

১৯।   সমুদ্রের পানিতে শব্দের বেগ কত?

     ক. ১৫০০ মিটার/সেকেন্ড         

     খ. ১৫১০ মিটার/সেকেন্ড    

     গ. ১৫২০ মিটার/সেকেন্ড         

     ঘ. ১৫৩০ মিটার/সেকেন্ড

 

উত্তরগুলো মিলিয়ে নাও

১. ক ২. ক ৩. গ ৪. খ ৫. ক

৬. খ ৭. খ ৮. গ ৯. ঘ ১০. ক

১১. ক ১২. ক ১৩. খ ১৪. গ

 ১৫. ক ১৬. খ ১৭. ক ১৮. খ

 ১৯. ক


মন্তব্য