মো. জয়নাল আবেদীন, প্রধান শিক্ষক ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা
১৮ অক্টোবর, ২০১৬ ০০:০০
প্রদত্ত অনুচ্ছেদটি পড়ে ১ ও ২ নম্বর প্রশ্নের উত্তর দাও :
সে সময় শীতলক্ষ্যা নদীর পারের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে ছিল সুসভ্য মানুষজনের বসবাস। ছিল নগর সভ্যতা। পূর্ব-দক্ষিণ দিক দিয়ে ভৈরবের মেঘনা হয়ে এখানকার ব্যবসা-বাণিজ্য সুদূর জনপদ পর্যন্ত প্রসারিত ছিল। ঐতিহাসিকদের ধারণা, ব্রহ্মপুত্র নদ হয়ে বঙ্গোপসাগরের মধ্য দিয়ে ব্যবসা-বাণিজ্য চলত। দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে সুদূর রোমান সাম্রাজ্য পর্যন্ত ‘উয়ারী-বটেশ্বর’ রাজ্যের যোগাযোগ ছিল। উয়ারী-বটেশ্বরের আশপাশে প্রায় ৫০টি পুরনো জায়গা পাওয়া গেছে। আশপাশে বিভিন্ন গ্রাম যেমন—রাঙ্গারটেক, সোনারুতলা, কেন্দুয়া, মরজাল, টঙ্গী রাজারবাড়ি, মন্দিরভিটা, জানখাঁরটেক, টঙ্গীরটেকে প্রাচীন বসতির চিহ্ন পাওয়া যায়। দুর্গপ্রাচীর, ইটের স্থাপত্য, মুদ্রা, গহনা, ধাতব বস্তু, অস্ত্র থেকে শুরু করে জীবনধারণের যত প্রত্নবস্তু পাওয়া গেছে তা থেকে সহজেই বলা যায়, এখানকার মানুষ যথেষ্ট সভ্য ছিল। এই স্থানের বসতি এলাকাটি সম্ভবত রাজ্যের রাজধানী ছিল। অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমানের ধারণা, এই প্রত্নতত্ত্ব স্থাপত্য অত্যন্ত সমৃদ্ধশালী আর যথাযথ পরিকল্পনায় গড়া। এই সভ্যতা প্রাচীনকালে ‘সোনাগড়া’ নামে বিশ্বজুড়ে পরিচিত ছিল। উয়ারী-বটেশ্বর থেকে আট কিলোমিটার দূরে অবস্থিত শিবপুর উপজেলা। এখানকার মন্দিরভিটায় এক বৌদ্ধ পদ্মমন্দিরও আবিষ্কৃত হয়েছে। জানখাঁরটেকে একটি বৌদ্ধবিহারের সন্ধান ছিল। ক্রমে ক্রমে আরো অনেক আশ্চর্য সব নিদর্শন পাওয়া যেতে পারে এই এলাকা থেকে।
১। সঠিক উত্তরটি লেখো।
(i) সে সময় কোন নদীর পারে বিস্তীর্ণজুড়ে ছিল সুসভ্য মানুষের বসবাস?
ক. আড়িয়াল খাঁ খ. বাখরা নদী
গ. ব্রহ্মপুত্র ঘ. শীতলক্ষ্যা
উত্তর : ঘ
(ii) উয়ারী-বটেশ্বরের সভ্যতা প্রাচীনকালে বিশ্বজুড়ে কী নামে পরিচিত ছিল?
ক. ধান গড়া খ. রুপা গড়া
গ. সোনা গড়া ঘ. সোনামুড়া
উত্তর : গ
(iii) দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে সুদূরের কোন রাজ্য পর্যন্ত উয়ারী-বটেশ্বরের ব্যবসা-বাণিজ্যের প্রসারতা ছিল?
ক. গ্রিক রাজ্য খ. মিসর রাজ্য
গ. রোমান রাজ্য ঘ. সবগুলো
উত্তর : গ
(iv) উয়ারী-বটেশ্বরের আশপাশে পুরনো জায়গা পাওয়া গেছে প্রায়—
ক. ৬০টি খ. ৭০টি
গ. ৮০টি ঘ. ৫০টি
উত্তর : ঘ
(v) উয়ারী বটেশ্বর থেকে শিবপুর উপজেলা অবস্থিত—
ক. ৮ কিলোমিটার দূরত্বে
খ. ৭ কিলোমিটার দূরত্বে
গ. ৬ কিলোমিটার দূরত্বে
ঘ. ৯ কিলোমিটার দূরত্বে
উত্তর : ক
২। প্রদত্ত শব্দগুলোর অর্থ লেখো। উত্তর : প্রসারিত—বিস্তৃত
সাম্রাজ্য—সম্রাটের শাসনে যে রাজ্যসমূহ থাকে
আশ্চর্য—অদ্ভুত
সন্ধান—অন্বেষণ বা খোঁজা
সমৃদ্ধশালী—ঐশ্বর্যশীল সম্পদশালী
প্রশ্ন। নিচে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া হলো। উপযুক্ত শব্দটি বসিয়ে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করো।
ট্রলার : এক প্রকার ছোট জলযান।
উচ্চফলনশীল বীজ : যে বীজ বেশি ফল দেয়।
সমবায় : সবাই মিলে যে সমিতি গঠন করে।
ঋণ : ধার করা বা দেনা করা।
পাওয়ার টিলার : আধুনিক চাষাবাদের যন্ত্র।
ক. — মনোভাব থাকলে সহজে কাজ করা যায়।
উত্তর : সমবায়
খ. — চড়ে অনেক জেলে নদীতে মাছ ধরতে যায়।
উত্তর : ট্রলার
গ. — ব্যবহার করে কৃষকরা সহজে জমি চাষ করতে পারে।
উত্তর : পাওয়ার টিলার
ঘ. কৃষি ব্যাংক থেকে — নেওয়া যায়।
উত্তর : ঋণ
ঙ. — ব্যবহার করে অধিক ফসল পাওয়া যায়।
উত্তর : উচ্চফলনশীল বীজ
৭। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. সমবায় কী? সমবায়ের ফলে কী কী সুবিধা হয়?
খ. তিন বন্ধু মিলে কী সিদ্ধান্ত নিয়েছিল এবং তারা কী করল?
গ. সমবায় সমিতি কাকে বলে? তুমি এবং তোমার বন্ধুরা সমবায় করলে কী কী লাভ হবে? ৩টি বাক্যে লেখো।
৮। যুক্তবর্ণ বিভাজন ও বাক্যে প্রয়োগ করো। ২–৫=১০
ত্ন, ঙ্গ, ণ্ড, শ্চ, ন্দ্র
ত+ন, ঙ+গ, ণ+ড, শ+চ, ন+দ (র ফলা)
৯। বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লেখো। ৫
ঝরনা ছোট আর জলপ্রপাত বড় এটুকু যা তফাত ওপর থেকে নিচে জল পতনের ব্যাপারে দুই জায়গায়ই ঘটছে জল যদি নাই পড়ে তাহলে ঝরনাও হবে না জলপ্রপাতও হবে না কিন্তু জল যে নিচে পড়ছে কোথায় যাচ্ছে জলের ধর্ম তো গড়িয়ে যাওয়া ঝরনার জলও গড়াতে গড়াতে ক্রমশ নদী হয়ে যায়
উত্তর : ঝরনা ছোট, আর জলপ্রপাত—বড় এটুকু যা তফাত। ওপর থেকে নিচে জল পতনের ব্যাপারে দুই জায়গায়ই ঘটছে। জল যদি নাই পড়ে, তাহলে ঝরনাও হবে না, জলপ্রপাতও হবে না। কিন্তু জল যে নিচে পড়ছে, কোথায় যাচ্ছে? জলের ধর্ম তো গড়িয়ে যাওয়া ঝরনার জলও গড়াতে গড়াতে ক্রমেই নদী হয়ে যায়।
১০। ক্রিয়াপদের চলিত রূপ লেখো। ৫
ক. জগত্টাকে দেখিবার বাসনা সবার মনে
উত্তর : দেখবার
খ. সিংহ বললেই মনে হইবে আফ্রিকার কথা
উত্তর : হবে
গ. খেলিতে গিয়ে ইমদাদ কত শত আঘাত পায়
উত্তর : খেলতে
ঘ. বদ্ধ ঘরে কেউ থাকিতে চায় না
উত্তর : থাকতে
ঙ. তাহারা নিজ নিজ ভাষায় কথা বলিয়া থাকে
উত্তর : বলে
১১। সমার্থক শব্দ লেখো। ৫
বসুমতী, গজ, গগন, সমীরণ, অনল
উত্তর : পৃথিবী, হাতি, আকাশ, বাতাস, আগুন
১২। কবিতার চরণ সাজিয়ে লেখো এবং কবিতা, কবির নাম ও প্রশ্নের উত্তর দাও। ৬
ক. পুড়ল শহর পুড়ল শ্যামল
গ্রাম যে শত শত।
মরল মানুষ কত।
বর্গি এল খাজনা নিতে,
লড়ে মুক্তি সেনা
হানাদারের সঙ্গে জোরে।
খ. কবিতাংশটুকু কোন কবিতা থেকে নেওয়া হয়েছে। ১
গ. কবিতাংশটুকুর কবি কে? ১
ঘ. যে খাজনা দিতে এসেছে? ২
১৩। তুমি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও। এ জন্য নিচের ফরমটি পূরণ করো। ৫
বৃত্তি পরীক্ষার ফরম
১. শিক্ষার্থীর নাম :
২. পিতার নাম :
৩. মাতার নাম :
৪. শ্রেণি :
৫. রোল নং :
৬. বিদ্যালয়ের নাম :
৭. বর্তমান ঠিকানা :
৮. স্থায়ী ঠিকানা :
১৪। তোমার বড় বোনের বিবাহ উপলক্ষে তিন দিনের ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একখানা দরখাস্ত লেখো। ৫
১৫। রচনা/প্রবন্ধ লেখো। ১০
ক. বাংলাদেশের মুক্তিযুদ্ধ
খ. তোমার প্রিয় বই
গ. একজন বিখ্যাত ব্যক্তি
ঘ. আধুনিক বিজ্ঞান
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের