kalerkantho


এসএসসি প্রস্তুতি : হিসাববিজ্ঞান

সৃজনশীল প্রশ্ন

মো. ময়নুল হক, সিনিয়র শিক্ষক,বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা, ঢাকা   

১৭ অক্টোবর, ২০১৬ ০০:০০প্রশ্ন : জনাব শাহেদের ব্যবসায়ের রেওয়ামিল ও অন্যান্য তথ্য নিম্নরূপ :

রেওয়ামিল

৩১ ডিসেম্বর ২০১৫

অন্যান্য তথ্য :

(র) ধারে ক্রয় ৫,০০০ টাকা এবং বিনা মূল্যে পণ্য বিতরণ ২,০০০ টাকা হিসাবভুক্ত হয়নি।

(রর) অবিক্রীত মজুদ পণ্যের ক্রয়মূল্য ১৫,০০০ টাকা, যার বাজারমূল্য ১০% বেশি।

(ররর) বকেয়া পরিবহন খরচ ১,০০০ টাকা এবং অগ্রিম বেতন ২,০০০ টাকা।

(রা) বিবিধ দেনাদারের ২,০০০ টাকা আদায়যোগ্য নয় এবং অবশিষ্ট দেনাদারের ১০% সঞ্চিতি সৃষ্টি করতে হবে।

(ক) নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো।   ২

(খ) উপর্যুক্ত তথ্যের আলোকে সমাপ্ত বছরের মোট মুনাফা নির্ণয় করো।    ৪

(গ) উপর্যুক্ত তথ্যের আলোকে সমাপ্ত বছরের নিট মুনাফা বা নিট ক্ষতির পরিমাণ নির্ণয় করো।        ৪

 

উত্তর :

(ক) নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় : 

                                                 

(খ)

জনাব শাহেদের

বিশদ আয় বিবরণী

৩১ ডিসেম্বর ২০১৫ সালের সমাপ্ত বছরের জন্য

(গ)

জনাব শাহেদের

বিশদ আয় বিবরণী

৩১ ডিসেম্বর ২০১৫ সালের সমাপ্ত বছরের জন্য


মন্তব্য