kalerkantho


এসএসসি প্রস্তুতি : হিসাববিজ্ঞান

সৃজনশীল প্রশ্ন

মো. ময়নুল হক , সিনিয়র শিক্ষক, বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা, ঢাকা   

১৬ অক্টোবর, ২০১৬ ০০:০০প্রশ্ন : ১ জানুয়ারি, ২০১৬ তারিখে মিলনের লেনদেন ছিল :

বাড়িঘর-১,৫০,০০০ টাকা, হাতে নগদ-৩,০০০ টাকা, আসবাবপত্র-৩৫,০০০ টাকা, ঋণ-৬,০০০ টাকা, ১০% বিনিয়োগ- ১২,০০০ টাকা।

উক্ত বছর তার প্রাপ্তি ও প্রদানসমূহ :

মিলনের পরিবারের

প্রাপ্তি ও প্রদান হিসাব

৩১ ডিসেম্বর, ২০১৫ ইং তারিখের সমাপ্ত বছরে

 

৩১-১২-১৫ তারিখে বিদ্যুৎ, গ্যাস ও পানির বিল ১৫০ টাকা বকেয়া আছে এবং বিনিয়োগের সুদ ১০০ টাকা পাওনা হয়েছে কিন্তু পাওয়া যায়নি।

(ক) বছর শেষে ডা. মিলনের পারিবারিক মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো।   ২

(খ) ৩১ ডিসেম্বর, ২০১৫ তারিখে ডা. মিলনের আয়-ব্যয় বিবরণী তৈরি করো।      ৪

(গ) পারিবারিক তহবিল ১,৯৪,০০০ টাকা ধরে ৩১ ডিসেম্বর, ২০১৪ তারিখে ডা. মিলনের আর্থিক অবস্থার

বিবরণী প্রস্তুত করো।         ৪

 

উত্তর :

(ক) বছর শেষে ডা. মিলনের পারিবারিক মোট সম্পদের পরিমাণ :

 

(খ)

মিলনের পরিবারের

আয়-ব্যয় বিবরণী

৩১ ডিসেম্বর, ২০১৫ তারিখে সমাপ্ত বছরের জন্য

(গ)

মিলনের পরিবারের

আর্থিক অবস্থার বিবরণী

৩১ ডিসেম্বর, ২০১৫


মন্তব্য