kalerkantho


প্রাথমিক শিক্ষা সমাপনী প্রস্তুতি : বিজ্ঞান

বহু নির্বাচনী প্রশ্ন

দিলারা ইয়াছমীন, সহকারী শিক্ষক আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় মতিঝিল, ঢাকা   

১৫ অক্টোবর, ২০১৬ ০০:০০১।   সুষম খাদ্যের উপাদান কয়টি?

     ক. ৪টি      খ. ৫টি

     গ. ৬টি      ঘ. ৩টি

     উত্তর : ৬টি

২।   খাদ্য থেকে আমরা কোন শক্তি পাচ্ছি?

     ক. তাপশক্তি 

     খ. শব্দশক্তি

     গ. রাসায়নিক শক্তি  

     ঘ. আলোকশক্তি

     উত্তর : তাপশক্তি

৩।   বেশি পরিমাণ খনিজ লবণ পেতে হলে নিচের কোন ধরনের খাবার গ্রহণ করতে হবে?

     ক. ফল ও সবজি          খ. দুধ ও মাখন

     গ. মাছ ও মাংস          ঘ. ভাত ও রুটি

     উত্তর : ফল ও সবজি

৪।   শিশুরা শারীরিক পরিশ্রম ও খেলাধুলায় আগ্রহ হারিয়ে ফেলে কেন?

     ক. শর্করাজাতীয় খাবার বেশি খেলে

     খ. ভিটামিনজাতীয় খাবার বেশি খেলে

     গ. আমিষজাতীয় খাবার বেশি খেলে

     ঘ. অতিরিক্ত বা এক জাতীয় খাবার গ্রহণের ফলে

     উত্তর : অতিরিক্ত বা এক জাতীয় খাবার গ্রহণের ফলে

৩।   জাংক ফুড খাবারের সঙ্গে নিচের কোন স্বাস্থ্যঝুঁকি জড়িত?

     ক. ডায়রিয়া             খ. ডায়াবেটিস

     গ. ইনফ্লুয়েঞ্জা            ঘ. বসন্ত

     উত্তর : ডায়াবেটিস

৪।   তোমার ভাই গুটিবসন্ত রোগে ভুগছে। এ রোগ ছড়িয়ে পড়া রোধের জন্য তোমার মা—

     ক. তাকে পৃথক ঘরে রাখবেন

     খ. আমাদের সঙ্গে তার শোয়ার ব্যবস্থা করবেন

     গ. খাবার একসঙ্গে ভাগাভাগি করে খেতে দেবেন

     ঘ. তেমন কোনো বিশেষ ব্যবস্থা করবেন না

     উত্তর : তাকে পৃথক ঘরে রাখবেন

৫।   নিচের কোন রাসায়নিক পদার্থ খাদ্যের পচনরোধে ব্যবহার করা হয়?

     ক. আয়োডিন 

     খ. ফরমালিন

     গ. ক্যালসিয়াম

     ঘ. কার্বোহাইড্রেট

     উত্তর : ফরমালিন

৬।   আমাদের গৃহীত খাদ্য ভেঙে শক্তি উত্পাদন করতে ভূমিকা রাখে কোনটি?

     ক. অক্সিজেন খ. নাইট্রোজেন

     গ. সালফার  ঘ. ক্লোরিন

     উত্তর : অক্সিজেন

৭।   অতিরিক্ত বা এক জাতীয় খাদ্য গ্রহণের কারণে দেহ—

     ক. সবল হয়       খ. নিঃরোগ হয়

     গ. ভারী হয়       ঘ. কর্মক্ষম

     উত্তর : ভারী হয়

৮।   মরিচ ও হলুদে কোন ভেজাল দ্রব্যটি মেশানো হয়?

     ক. ইটের গুঁড়া

     খ. বিষাক্ত পাউডার

     গ. কৃত্রিম রং

     ঘ. ইটের গুঁড়া ও কৃত্রিম রং

     উত্তর : ইটের গুঁড়া ও কৃত্রিম রং

৯।   আমরা ধান, চাল, গমজাতীয় খাদ্য সংরক্ষণ করব—

     ক. ওষুধ দিয়ে

     খ. ফ্রিজে রেখে

     গ. রোদে শুকিয়ে    

     ঘ. মাটিতে পুঁতে

     উত্তর : রোদে শুকিয়ে


মন্তব্য