kalerkantho


একাদশ ও দ্বাদশ শ্রেণি : ভূগোল প্রথম পত্র

বহু নির্বাচনী প্রশ্ন

হাজেরা বেগম, প্রভাষক, আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী   

১৪ অক্টোবর, ২০১৬ ০০:০০১।   ভুপৃষ্ঠের প্লেটের গতির কারণ হিসেবে কয়টি বিষয়কে সম্পৃক্ত করা হয়?

     ক. ৯টি

     খ. ১২টি

     গ. ১০টি    

     ঘ. ৮টি

২।   বিজ্ঞানীদের আবিষ্কৃত উত্তপ্ত বিন্দুর সংখ্যা কত?

     ক. ২০০টি   

     খ. ৫০টি

     গ. ১৫০টি   

     ঘ. ১০০টি

৩।   পৃথিবীর ওপর কয়টি বল কার্যরত রয়েছে?

     ক. ৩টি

     খ. ৫টি

     গ. ৭টি

     ঘ. ২টি

৪।   অ্যাম্পিনোসফিয়ারের উপরিভাগ যেসব পদার্থ দ্বারা গঠিত

     i. পিচ্ছিল মোম

     ii. তৈলাক্ত পদার্থ

     iii. রাসায়নিক পদার্থ

     নিচের কোনটি সঠিক?

     ক. i, ii           

     খ. ii, iii

     গ. i, iii

     ঘ. i, ii ও iii

 

     উদ্দীপকটি পড়ে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :

     ভূপৃষ্ঠ প্রতিনিয়তই পরিবর্তনশীল। বিভিন্ন প্রকার বাহ্যিক প্রাকৃতিক শক্তির প্রভাবে ভূপৃষ্ঠ দীর্ঘ সময়ের ব্যবধানে ব্যাপক পরিবর্তন হয়।

     ভূপৃষ্ঠের ওপর পতিত পানি প্রবাহিত হওয়ার সময় যান্ত্রিক ও রাসায়নিক উপায়ে ভূপৃষ্ঠকে ব্যাপকভাবে ক্ষয় করে।

৫।   ধীর পরিবর্তনকারী কোন নিয়ামকটি তুলে ধরা হয়েছে?

     ক. বায়ুর কার্য

     খ. বৃষ্টির কার্য

     গ. নদীর কার্য

     ঘ. হিমবাহের কার্য

৬।   উক্ত নিয়ামকটি ছাড়া ধীর পরিবর্তনকারী অন্যান্য নিয়ামক হলো—

     i. নদীর  কার্য

     ii. হিমবাহের কার্য

     iii. মাটির কার্য

     নিচের কোনটি সঠিক?

     ক. i, ii           

     খ. i, iii

     গ. ii, iii    

     ঘ. i, ii ও iii

৭।   সর্বপ্রথম ভূমিকম্প পরিমাপ করেন কে?

     ক. চার্লস ডারউইন

     খ. চার্লস ব্যাবেজ

     গ. চার্লস এফ রিকটার

     ঘ. হোমস

৮।   বায়ুমণ্ডলের উপাদানগুলো প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়?

     ক. ৫টি

     খ. ৪টি

     গ. ৩টি

     ঘ. ২টি

 

উত্তর

১. গ ২. ঘ ৩. ঘ ৪. ক ৫. খ  ৬. গ ৭. গ ৮. গ


মন্তব্য