kalerkantho


সপ্তম শ্রেণি : সাধারণ বিজ্ঞান

বহু নির্বাচনী প্রশ্ন

জ্যোতি ভূষণ বিশ্বাস, প্রভাষক রাজউক উত্তরা মডেল কলেজ উত্তরা, ঢাকা   

১২ অক্টোবর, ২০১৬ ০০:০০শব্দের কথা

 ১।              কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি?

                   ক. শূন্য মাধ্যম        

                   খ. কঠিন মাধ্যম

                   গ. বায়বীয় মাধ্যম      

                   ঘ. তরল মাধ্যম

২।              বিস্ফোরণের শব্দ শুনতে হলে পৃথিবী থেকে—

                   i. চন্দ্রের দূরত্ব কম হতে হবে

                   ii. পৃথিবী ও চন্দ্রের মাঝে মাধ্যম থাকতে হবে

                   iii. শ্রাব্যতার সীমা ২০ থেকে ২০,০০০ হার্জ হতে হবে

                   নিচের কোনটি সঠিক?

                   ক. i ও ii      

                   খ. i ও iii

                   গ. ii ও iii                

                   ঘ. i, ii ও iii

৩।              উভয় ঘটনা একই সঙ্গে সংঘটিত হয়ে থাকলে কোনটি সর্বশেষে পর্যবেক্ষণ করা যাবে?

                   ক. বন্দুকের গুলি শব্দ    

                   খ. বন্দুকের সৃষ্ট আলো

                   গ. বিস্ফোরণের শব্দ       

                   ঘ. বিস্ফোরণের আলো

৪।               ভেতরের বাতাসে কম্পনের ফলে সুর সৃষ্টি হয় কোন বাদ্যযন্ত্রে?

                   ক. সেতার      খ. একতারা

                   গ. গিটার        ঘ. বাঁশি

৫।              শ্রুতিমধুর শব্দ কোনটি?

                   ক. লোহা কাটার শব্দ    

                   খ. গাড়ির হর্নের শব্দ

                   গ. কুকুরের ঘেউ ঘেউ শব্দ

                   ঘ. বাদ্যযন্ত্রের শব্দ

৬।              বিরক্তিকর শব্দ কোনটি?

                   ক. বাঁশির সুর              

                   খ. গাড়ির হর্নের শব্দ

                   গ. হারমোনিয়ামের শব্দ        

                   ঘ. সুরেলা সংগীত

৭।               সুরহীন শব্দ—

                   i. গোলমেলে

                   ii. শ্রুতিমধুর     

                   iii. বিরক্তিকর

                   নিচের কোনটি সঠিক?

                   ক. i ও ii     

                   খ. i ও iii

                   গ. ii ও iii                

                   ঘ. i, ii ও iii

৮।              শ্রুতিমধুর শব্দ—

                   i. সুরযুক্ত

                   ii. সুরহীন

                   iii. শুনতে ভালো লাগে

                   নিচের কোনটি সঠিক?

                   ক. i ও ii      

                   খ. i ও iii

                   গ. ii ও iii      

                   ঘ. i, ii ও iii

৯।               একটি ধাতব পাত্রে একটি চামচ দিয়ে আঘাত করলে—

                   i. শব্দ তৈরি হবে   

                   ii. পাত্রে কম্পন সৃষ্টি হবে

                   iii. আলোকরশ্মি নির্গত হবে

                   নিচের কোনটি সঠিক?

                   ক. i ও ii     

                   খ. i ও iii

                   গ. ii ও iii          

                   ঘ. i, ii ও iii

                   নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও :

                   রাতুল প্রতিদিন সকালে উঠে হারমোনিয়ামের সংগীতচর্চা করে। অতঃপর নাশতা করে গাড়িতে করে স্কুলের উদ্দেশে                      রওনা দেয়। প্রতিদিন তাদের গাড়ি বাজারের সন্নিকটে এলেই প্রচণ্ড কোলাহলের দরুন তার মাথা ব্যথা শুরু হয়।

১০।             রাতুলের প্রভাতচর্চার শব্দ মস্তিষ্কে যেরূপ অনুভূতির সৃষ্টি করে, অনুরূপ অনুভূতি নিচের কোন প্রকার শব্দ উৎপন্ন                        করে?

                   ক. গাড়ির হর্নের শব্দ

                   খ. বাঁশির সুর

                   গ. রিকশার বেলের টুংটাং শব্দ     

                   ঘ. লোহা কাটার শব্দ

১১।              রাতুলের মাথা ব্যথার কারণ হলো—

                   i. বাদ্যযন্ত্রের তীব্র শ্রুতিকটু শব্দ

                   ii. বাজারে লোকজন হৈচৈ এবং অন্যান্য শ্রুতিকটু শব্দ

                   iii. বাজারের সন্নিকটে সুরহীন শব্দের মাত্রা বেশি

                   নিচের কোনটি সঠিক?

                   ক. i ও ii

                   খ. i ও iii

                   গ. ii ও iii                

                   ঘ. i, ii ও iii

১২।             বস্তুর কোন বৈশিষ্ট্যর কারণে শব্দ তৈরি হয়?

                   ক. গতি            

                   খ. স্থিতি

                   গ. কম্পন           

                   ঘ. প্লবতা

১৩।             নিচের কোনটি শক্তি?

                   ক. পানি            

                   খ. শব্দ

                   গ. লোহা           

                   ঘ. অক্সিজেন

১৪।             যে বস্তু শব্দ তৈরি করে তাকে কী বলে?

                   ক. গ্রাহক           

                   খ. বিবর্ধক

                   গ. উৎস            

                   ঘ. প্রেরক

১৫।             কোনো বস্তুকে আঘাত করলে তা হতে শক্তি উত্পন্ন হয়। এ ক্ষেত্রে

                   i. কম্পন থেমে গেলে শব্দের উৎপাদন বন্ধ হয়ে যাবে

                   ii. উৎপন্ন শব্দের প্রকৃতি বস্তুর ওপর নির্ভর করে না

                   iii. গতিশক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়

                   নিচের কোনটি সঠিক?

                   ক. i ও ii      

                   খ. i ও iii

                   গ. ii ও iii      

                   ঘ. i, ii ও iii

১৬।             লাউড স্পিকার থেকে শব্দ পাওয়ার ক্ষেত্রে—

                   i. বস্তুর কম্পন ছাড়াই সরাসরি বিদ্যুত্শক্তি শব্দশক্তিতে রূপান্তরিত হয়     

                   ii. শব্দশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়

                   iii. উৎপন্ন শব্দ বায়ুমাধ্যমের মধ্যে সঞ্চালিত হয়

                   নিচের কোনটি সঠিক?

                   ক. i ও ii      খ. i ও iii

                   গ. ii ও iii    ঘ. i, ii ও iii

 

উত্তরগুলো মিলিয়ে নাও

১. খ ২. গ ৩. ঘ ৪. ঘ ৫. ঘ ৬. খ ৭. খ ৮. গ ৯. ক ১০. খ ১১. গ

১২. গ ১৩. খ ১৪. গ ১৫. খ ১৬. গমন্তব্য