kalerkantho


সপ্তম শ্রেণি : সাধারণ বিজ্ঞান

বহু নির্বাচনী প্রশ্ন

জ্যোতি ভূষণ বিশ্বাস, প্রভাষক রাজউক উত্তরা মডেল কলেজ উত্তরা, ঢাকা   

১১ অক্টোবর, ২০১৬ ০০:০০দশম অধ্যায়

বিদ্যুৎ ও চুম্বকের ঘটনা

১।   আধানের ক্ষেত্রে—

     i. সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে     

     ii. বিপরীতধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে 

     iii. বিপরীতধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii             

     খ. i ও iii

     গ. ii ও iii             

     ঘ. i, ii ও iii

২।   প্লাস্টিকের চিরুনি উলের কাপড় দিয়ে ঘষলে চিরুনিটি কী ধরনের আধানপ্রাপ্ত হয়?

     ক. ধনাত্মক             

     খ. ঋণাত্মক

     গ. নিরপেক্ষ

     ঘ. আধানের প্রকৃতি নির্ণয় করা সম্ভব নয়

৩।   চিরুনি ও কাগজের টুকরার ঘর্ষণে ফলে কী রকম বিদ্যুৎ উত্পন্ন হয়?

     ক. চলবিদ্যুৎ            

     খ. জল বিদ্যুৎ

     গ. স্থিরবিদ্যুৎ            

     ঘ. তাপবিদ্যুৎ

৪।   একটি চিরুনিকে পশম দ্বারা ঘষে ছোট ছোট কাগজের সামনে ধরলে—

     i. চিরুনিতে এক ধরনের আধান বিদ্যমান থাকে      

     ii. কাগজের টুকরাগুলোতে চিরুনির ন্যায় একই প্রকার আধানের উদ্ভব ঘটে     

     iii. চিরুনির আধান ও কাগজের আধানের মধ্যে একটি বল ক্রিয়া করে

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii                   

     খ. i ও iii

     গ. ii ও iii             

     ঘ. i, ii ও iii

৫।   কোন পদার্থের মধ্য দিয়ে ইলেকট্রনসমূহ এক পরমাণু হতে অন্য পরমাণুতে অতিসহজেই যাতায়াত করতে পারে?

     ক. নাইট্রোজেন           

     খ. অ্যালুমিনিয়াম

     গ. সিলিকন             

     ঘ. জার্মেনিয়াম

৬।   সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম ইত্যাদি কোন ধরনের পদার্থ?

     ক. সুপরিবাহী           

     খ. অপরিবাহী

     গ. অর্ধপরিবাহী          

     ঘ. অন্তরক

৭।   প্রকৃত পক্ষে পরিবাহীর মধ্য দিয়ে কী প্রবাহিত হয়?

     ক. প্রোটন    খ. নিউট্রন

     গ. ইলেকট্রন  ঘ. পজিট্রন

৮।   বিদ্যুৎ প্রবাহ কোনটি?

     ক. প্রোটনের প্রবাহ        

     খ. ইলেকট্রনের প্রবাহ

     গ. পজিট্রনের প্রবাহ       

     ঘ. নিউট্রনের প্রবাহ

৯।   বিদ্যুৎ প্রবাহিত হয় কোন দিকে?

     ক. ধনাত্মক চার্জ হতে ঋণাত্মক চার্জের দিকে

     খ. ঋণাত্মক চার্জ হতে ধনাত্মক চার্জের দিকে

     গ. উভয় দিকে

     ঘ. ঋণাত্মক চার্জ হতে প্রোটনের দিকে

১০। নিচের কোনটি পরিবাহী?

     ক. সিলভার        খ. কাঠ

     গ. চামড়া               ঘ. শুকনা কাপড়

১১। অপরিবাহী পদার্থকে আহিত করা যায়

     i. ঘষে     

     ii. ইলেকট্রন প্রদানের মাধ্যমে  

     iii. ইলেকট্রন নেওয়ার মাধ্যমে

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii       

খ. i ও iii

     গ. ii ও iii        ঘ. i, ii ও iii

১২। অর্ধপরিবাহী হলো—

     i. সিলিকন               রর. গ্রাফাইট 

     iii. জার্মেনিয়াম

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii                     খ. i ও iii

     গ. ii ও iii        ঘ. i, ii ও iii

১৩। অধিক বিভব প্রয়োগ করা সত্ত্বেও কোন শ্রেণির একটি পদার্থের তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে না?

     ক. প্রথম শ্রেণি           খ. দ্বিতীয় শ্রেণি

     গ. তৃতীয় শ্রেণি      ঘ. চতুর্থ শ্রেণি

১৪। উদ্দীপকের—

     i. প্রথম শ্রেণির পদার্থগুলোতে প্রচুর মুক্ত ইলেকট্রন বিদ্যমান

     ii. তৃতীয় শ্রেণির পদার্থগুলোতে সামান্য তড়িৎ প্রবাহ সৃষ্টি হতে পারে

     iii. চতুর্থ শ্রেণির পদার্থগুলোতে সকলেই তড়িৎ অপরিবাহী

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii       

খ. i ও iii

     গ. ii ও iii             ঘ. i, ii ও iii

১৫। স্থির বিদ্যুতের ক্ষেত্রে কোনটি সত্য?

     ক. একে তড়িৎ প্রবাহ বলা হয়

     খ. সর্বদা স্থির থাকতে চায়

     গ. সমধর্মী স্থির বিদ্যুতের প্রতি আকর্ষিত হয়

     ঘ. পরিবাহী পদার্থের মধ্য দিয়ে গমন করে

 

উত্তরগুলো মিলিয়ে নাও

১. গ ২. ক ৩. গ ৪. খ ৫. খ ৬. গ ৭. গ ৮. খ ৯. ক ১০. ক ১১. ঘ

১২. গ ১৩. খ ১৪. ক ১৫. ঘ


মন্তব্য