kalerkantho


প্রাথমিক শিক্ষা সমাপনী : গণিত

পাঠ প্রস্তুতি

মো. জয়নাল আবেদীন, প্রধান শিক্ষক ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা   

১১ অক্টোবর, ২০১৬ ০০:০০১।   সংক্ষেপে উত্তর দাও।  ১–১০ = ১০

     ক. ভাজ্য ভাজকের ২০ গুণ, ভাজক    হলে, ভাজ্য কত?

উত্তর : ১০

     খ. ২ হালি ডিমের দাম ৭২ টাকা হলে, ২টি ডিমের দাম কত?

উত্তর : ১৮ টাকা

     গ. ৩xক+২ = ১৪ হলে, ক-এর মান কত?

উত্তর : ৪

     ঘ.      কে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করো।

 

     উত্তর : ৭

     ঙ. ০.০০৭x৮ = কত?

     উত্তর : ০.০৫৬

     চ. লাভ ও ক্ষতি কিসের ওপর হিসাব করা হয়? উত্তর : ক্রয়মূল্যের ওপর

     ছ. কেন্দ্র থেকে পরিধির দূরত্বকে কী বলে?

     উত্তর : ব্যাসার্ধ

     জ. কিলোমিটার হেক্টরের কত গুণ?

     উত্তর : ১০ গুণ

     ঝ. বাংলা ক্যালেন্ডারে ১ বছরে কত দিন?

     উত্তর : ৩৬৫ দিন

     ঞ. লেখচিত্র কী?

     উত্তর : চাক্ষুস প্রদর্শনের জন্য রেখার সাহায্যে আঁকা চিত্রকে লেখচিত্র বলে।

২।   রশিদ সাহেবের প্রতি মাসের বেতন ৮৭৬৫ টাকা। প্রতি মাসে তিনি ৩২২৫ টাকা বাড়ি ভাড়া এবং ৪৮৫০ টাকা অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন।

     ক. প্রতি মাসে তাঁর খরচ কত টাকা?  ২

     খ. মাস শেষে তাঁর নিকট কত টাকা অবশিষ্ট থাকবে?  ২

     গ. ১ বছর পর তাঁর কত টাকা সঞ্চয় হবে?  ২

     ঘ. ১২৪০০ টাকা সঞ্চয় করতে তাঁর কত মাস সময় লাগবে?  ২

     অথবা,

     ১২টি জগ ও ২০টি গ্লাসের মূল্য একত্রে ৩৯২০ টাকা। একটি গ্লাসের মূল্য ১৪৫ টাকা।

     ক. ২০টি গ্লাসের মূল্য কত?   ২

     খ. ১২টি জগের মূল কত?    ২

     গ. ৫টি জগ ও ৬টি গ্লাসের মূল্য একত্রে কত?  ২

     ঘ. ১১৯০ টাকায় কয়টি জগ পাওয়া যাবে?   ২

৩।   একজন শিক্ষক ১২টি আপেল ও ৮টি কমলা কিছুসংখ্যক শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দিতে চান।

     ক. ১২ ও ৮ এর গুণনীয়কগুলো লেখো।     ২

     খ. সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দেওয়া যাবে?   ৩

     গ. প্রত্যেক শিক্ষার্থী কয়টি করে আপেল ও কমলা পাবে?     ৩

     অথবা,

     চারটি ঘণ্টা একত্রে বেজে পরে ৫, ৭, ১২ ও ১৫ সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগল।

     ক. ১ম ও ২য় ঘণ্টা বাজার সময়ের গ.সা.গু কত?   ২

     খ. ৩য় ও ৪র্থ ঘণ্টা বাজার সময়কে মৌলিক উত্পাদকে বিশ্লেষণ করো। ২

     গ. কোন ক্ষুদ্রতম সংখ্যা প্রদত্ত প্রত্যেকটি ঘণ্টা বাজার সময় দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? ২

     ঘ. ন্যূনতম কত মিনিট পর ঘণ্টাগুলো পুনরায় একত্রে বাজবে?  ২

৪।   গিতার কাছে    লিটার ও মামুনের কাছে    লিটার জুস আছে।

     ক.     কে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো।  ২

     খ. মামুনের জুসের পরিমাণকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করো।    ২

     গ. গিতা ও মামুনের মোট কত লিটার জুস আছে।         

     ২

     ঘ. কার কাছে কত লিটার জুস বেশি আছে?   ২

     অথবা,

     ১টি ফিতার দৈর্ঘ্য    মিটার ও অপর ফিতার দৈর্ঘ্য   মিটার

     ক. দুইটি ফিতার দৈর্ঘ্য একত্রে কত মিটার?    ৩

     খ. ২য় ফিতার দৈর্ঘ্য থেকে ১ম ফিতাটি কত মিটার বেশি?         ৩

     গ. দুটি ফিতা দ্বারা গঠিত আয়তের ক্ষেত্রফল কত হবে? ৩

৫।   একটি বাক্সে ২০টি আমের মধ্যে ৩টির ওজন যথাক্রমে ৩৩৫ গ্রাম, ৩২০ গ্রাম ও ৩৭১ গ্রাম।

     ক. ৩টি আমের গড় ওজন নির্ণয় করো। ২

     খ. গড় ওজনের ভিত্তিতে ২০টি আমের মোট ওজন নির্ণয় করো। ৩

     ঘ. গড় ওজন ৫ গ্রাম বেশি হলে আমের মোট ওজন কত?    ৩

     অথবা,

     একটি গাভি সপ্তাহের ৭ দিন কী পরিমাণ দুধ দেয় তা নিম্নরূপ :

     ক. প্রদত্ত লিটারের যোগফলকে মি.লি.-এ প্রকাশ করো। ২

     খ. সপ্তাহে গাভিটি প্রতিদিন গড়ে কী পরিমাণ দুধ দেয়? ৩

     গ. ১ লিটার দুধের দাম ৬০ টাকা হলে গাভিটি সপ্তাহে কত টাকার দুধ দেয়?  ৩

৬।   একটি আয়তাকার জমির ক্ষেত্রফল ২৯.৪ বর্গমিটার। এর প্রস্থ ৮.৪ মিটার হলে, দৈর্ঘ্য কত?   ৮

    

     অথবা

     লিংকন ব্যাংক থেকে ৬% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর ১২৭২ টাকা দিল। আসল কত ছিল?     ৮


মন্তব্য