kalerkantho


জেএসসি প্রস্তুতি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

জ্ঞানমূলক প্রশ্ন, তাহেরা খানম সহকারী শিক্ষক মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মিরপুর, ঢাকা   

৮ অক্টোবর, ২০১৬ ০০:০০জেএসসি প্রস্তুতি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

বাংলাদেশের মুক্তিযুদ্ধ

১। মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন কে?

উত্তর : মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন কর্নেল এম এ জি ওসমানী।

২। বাংলাদেশের মুক্তিযুদ্ধের কয়টি সেক্টর ছিল?

উত্তর : বাংলাদেশের মুক্তিযুদ্ধের ১১টি সেক্টর ছিল।

৩। কোন কোন এলাকা নিয়ে ১ নম্বর সেক্টর গঠিত হয়েছিল?

উত্তর : চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও ফেনী নদী পর্যন্ত এলাকা নিয়ে ১ নম্বর সেক্টর গঠিত হয়েছিল।

৪। ঢাকা জেলা কোন কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?

উত্তর : ঢাকা জেলা ২ ও ৩ নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল।

৫। সিলেট জেলা কোন কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?

উত্তর : সিলেট জেলা ৪ ও ৫ নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল।

৬। রংপুর জেলা কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?

উত্তর : রংপুর জেলা ৬ নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল।

৭। সমুদ্র উপকূলীয় অঞ্চল কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?

উত্তর : সমুদ্র উপকূলীয় অঞ্চল ১০ নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল।

৮। মুক্তিযুদ্ধের রণাঙ্গনকে কয়টি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল?

উত্তর : মুক্তিযুদ্ধের রণাঙ্গনকে তিনটি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল।

৯। মুক্তিবাহিনী সরকারি পর্যায়ে কয় ভাগে বিভক্ত ছিল?

উত্তর : মুক্তিবাহিনী সরকারি পর্যায়ে দুই ভাগে বিভক্ত ছিল।

১০। মুক্তিযুদ্ধের সময় কাদের নিয়ে নিয়মিত বাহিনী গঠিত হয়েছিল?

উত্তর : মুক্তিযুদ্ধের সময় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ইউনিটগুলোর বাঙালি সৈনিকদের নিয়ে নিয়মিত বাহিনী গঠিত হয়েছিল।

১১। নিয়মিত বাহিনীর সরকারি নাম কী ছিল?

উত্তর : নিয়মিত বাহিনীর সরকারি নাম ছিল এমএফ (মুক্তিফৌজ)।

১২। মুক্তিযুদ্ধের সময় কাদের নিয়ে অনিয়মিত বাহিনী গঠিত হয়েছিল?

উত্তর : মুক্তিযুদ্ধের সময় ছাত্র, যুবক, শ্রমিক, কৃষক ও সকল পর্যায়ের মুক্তিযোদ্ধাকে নিয়ে অনিয়মিত বাহিনী গঠিত হয়েছিল।

১৩। অনিয়মিত বাহিনীর সরকারি নাম কী ছিল?

উত্তর : অনিয়মিত বাহিনীর সরকারি নাম ছিল ‘গণবাহিনী’ বা এফএফ (ফ্রিডম ফাইটার বা মুক্তিযোদ্ধা)।

১৪। কাদেরিয়া বাহিনী কোন অঞ্চলে গড়ে উঠেছিল?

উত্তর : কাদেরিয়া বাহিনী টাঙ্গাইল অঞ্চলে গড়ে উঠেছিল।

১৫। আফসার ব্যাটালিয়ন কোন অঞ্চলে গড়ে উঠেছিল?

উত্তর : আফসার ব্যাটালিয়ন ভালুকা, ময়মনসিংহ অঞ্চলে গড়ে উঠেছিল।

১৬। হেমায়েত বাহিনী কোন অঞ্চলে গড়ে উঠেছিল?

উত্তর : হেমায়েত বাহিনী গোপালগঞ্জ ও বরিশাল অঞ্চলে গড়ে উঠেছিল।

১৭। হালিম বাহিনী কোন অঞ্চলে গড়ে উঠেছিল?

উত্তর : হালিম বাহিনী মানিকগঞ্জ অঞ্চলে গড়ে উঠেছিল।

১৮। আকবর বাহিনী কোন অঞ্চলে গড়ে উঠেছিল?

উত্তর : আকবর বাহিনী মাগুরা অঞ্চলে গড়ে উঠেছিল।

১৯। লতিফ মীর্জা বাহিনী কোন অঞ্চলে গড়ে উঠেছিল?

উত্তর : লতিফ মীর্জা বাহিনী সিরাজগঞ্জ, পাবনা অঞ্চলে গড়ে উঠেছিল।

২০। জিয়া বাহিনী কোন অঞ্চলে গড়ে উঠেছিল?

উত্তর : জিয়া বাহিনী সুন্দরবন অঞ্চলে গড়ে উঠেছিল।

২১। অপারেশন জ্যাকপট কোন অঞ্চলে পরিচালিত হয়েছিল?

উত্তর : অপারেশন জ্যাকপট উপকূলীয় অঞ্চলে পরিচালিত হয়েছিল।

২২। অপারেশন জ্যাকপটের মাধ্যমে চট্টগ্রাম বন্দরে কয়টি জাহাজ ধ্বংস করা হয়েছিল?

উত্তর : অপারেশন জ্যাকপটের মাধ্যমে চট্টগ্রাম বন্দরে ১০টি জাহাজ ধ্বংস করা হয়েছিল।

২৩। অপারেশন জ্যাকপটের মাধ্যমে মংলা বন্দরে কয়টি জাহাজ ধ্বংস করা হয়েছিল?

উত্তর : অপারেশন জ্যাকপটের মাধ্যমে মংলা বন্দরে ৫০টি জাহাজ ধ্বংস করা হয়েছিল।

২৪। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের জনসংখ্যা কত ছিল?

উত্তর : মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের জনসংখ্যা ছিল সাড়ে সাত কোটি।

২৫। শান্তি কমিটি কী ধরনের সংগঠন ছিল?

উত্তর : শান্তি কমিটি ছিল একটি মুক্তিযুদ্ধবিরোধী সংগঠন।

২৬। শান্তি কমিটির সদস্য সংখ্যা কত ছিল?

উত্তর : শান্তি কমিটির সদস্য সংখ্যা ছিল ১৪০।

২৭। কাদের সহায়তায় রাজাকার বাহিনী গড়ে ওঠে?

উত্তর : উগ্র ধর্মান্ধ রাজনৈতিক দলগুলোর সহায়তায় রাজাকার বাহিনী গড়ে ওঠে।

২৮। রাজাকার বাহিনীর প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তর : রাজাকার বাহিনীর প্রতিষ্ঠাতা ছিলেন জামায়াত নেতা মওলানা এ কে এম ইউসুফ।

২৯। আলশামস বাহিনী গঠন করে কারা?

উত্তর : মুসলিম লীগ ও অন্যান্য সাম্প্রদায়িক রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো সম্মিলিতভাবে আলশামস বাহিনী গঠন করে।

৩০। কাদের নিয়ে আলবদর বাহিনী গঠিত হয়?

উত্তর : জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের ছাত্রদের নিয়ে আলবদর বাহিনী গঠিত হয়।

৩১। জেনারেল টিক্কা খানকে সরিয়ে কাকে গভর্নর নিযুক্ত করা হয়?

উত্তর : জেনারেল টিক্কা খানকে সরিয়ে বেসামরিক ব্যক্তি ডা. আবদুল মোতালিব মালিককে গভর্নর নিযুক্ত করা হয়।

৩২। মালিক মন্ত্রিসভা কয় সদস্যবিশিষ্ট ছিল?

উত্তর : মালিক মন্ত্রিসভা ১০ সদস্যবিশিষ্ট ছিল।

৩৩। সমগ্র ইউরোপ প্রবাসীদের আন্দোলন চলে কোন দেশকে কেন্দ্র করে?

উত্তর : সমগ্র ইউরোপ প্রবাসীদের আন্দোলন চলে যুক্তরাজ্যকে কেন্দ্র করে।

৩৪। মুজিবনগর সরকার কাকে বহির্বিশ্বে মুক্তিযুদ্ধের পক্ষে প্রচারণার জন্য দূত নিযুক্ত করে?

উত্তর : মুজিবনগর সরকার বিচারপতি আবু সাঈদ চৌধুরীকে বহির্বিশ্বে মুক্তিযুদ্ধের পক্ষে প্রচারণার জন্য দূত নিযুক্ত করে।

৩৫। বাংলাদেশের প্রথম মিশন স্থাপিত হয় কোথায়?

উত্তর : বাংলাদেশের প্রথম মিশন স্থাপিত হয় কলকাতায়।

৩৬। মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র কোন দেশের পক্ষে ছিল?

উত্তর : মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র পাকিস্তানের পক্ষে ছিল।

৩৭। মুক্তিযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন কাদের পক্ষে ছিল?

উত্তর : মুক্তিযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের পক্ষে ছিল।

৩৮। মুক্তিযুদ্ধের সময় ভারত কাদের পক্ষে ছিল?

উত্তর : মুক্তিযুদ্ধের সময় ভারত বাংলাদেশের পক্ষে ছিল।

৩৯। মুক্তিযুদ্ধের সময় চীন কাদের পক্ষে ছিল?

উত্তর : মুক্তিযুদ্ধের সময় চীন পাকিস্তানের পক্ষে ছিল।

৪০। মুক্তিযুদ্ধের সময় ভারত কত সংখ্যক শরণার্থীকে আশ্রয় দেয়?

উত্তর : মুক্তিযুদ্ধের সময় ভারত এক কোটি শরণার্থীকে আশ্রয় দেয়।

৪১। স্বাধীন বাংলা বেতারকেন্দ্র প্রতিষ্ঠায় কোন দেশ বাংলাদেশকে সহায়তা করে?

উত্তর : স্বাধীন বাংলা বেতারকেন্দ্র প্রতিষ্ঠায় ভারত বাংলাদেশকে সহায়তা করে।

৪২। কত তারিখে ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয়?

উত্তর : ১৯৭১ সালের ৬ ডিসেম্বর ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয়।

৪৩। বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধক্ষেত্রে কতজন ভারতীয় অফিসার ও জওয়ান প্রাণ দেন?

উত্তর : বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধক্ষেত্রে চার হাজার ভারতীয় অফিসার ও জওয়ান প্রাণ দেন।

৪৪। ভারত মহাসাগরে সপ্তম নৌবহর পাঠায় কোন দেশ?

উত্তর : ভারত মহাসাগরে সপ্তম নৌবহর পাঠায় যুক্তরাষ্ট্র।

৪৫। কোন মার্কিন সংগীতশিল্পী বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য অর্থ সংগ্রহে কনসার্টের আয়োজন করেন?

উত্তর : মার্কিন সংগীতশিল্পী জর্জ হ্যারিসন বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য অর্থ সংগ্রহে কনসার্টের আয়োজন করেন।

৪৬। জর্জ হ্যারিসনের কনসার্টের নাম কী?

উত্তর : জর্জ হ্যারিসনের কনসার্টের নাম ‘বাংলাদেশ কনসার্ট’।

৪৭। অপারেশন সার্চলাইট শুরু হয় কত তারিখে?

উত্তর : অপারেশন সার্চলাইট শুরু হয় ১৯৭১ সালের ২৫ মার্চ।

৪৮। সাইমন ড্রিং কে ছিলেন?

উত্তর : সাইমন ড্রিং ছিলেন একজন বিদেশি সাংবাদিক, যিনি পাকিস্তানি বাহিনীর গণহত্যা ও বর্বরতার খবর গণমাধ্যমে ছড়িয়ে দেন।

৪৯। মার্ক টালি কে ছিলেন?

উত্তর : মার্ক টালি ছিলেন বিবিসির সাংবাদিক, যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে খবর প্রচার করেন।

৫০। কত তারিখে বাংলাদেশ ও ভারত সরকার একটি যৌথ কমান্ড গঠন করে?

উত্তর : ২১ নভেম্বর বাংলাদেশ ও ভারত সরকার একটি যৌথ কমান্ড গঠন করে।

৫১। কত তারিখে পাকিস্তানি বিমানবাহিনী ভারতের কয়েকটি বিমান ঘাঁটিতে হামলা চালায়?

উত্তর : ৩ ডিসেম্বর পাকিস্তানি বিমানবাহিনী ভারতের কয়েকটি বিমান ঘাঁটিতে হামলা চালায়।

৫২। কত তারিখে ঢাকায় বিভিন্ন সামরিক অবস্থানের ওপর যৌথ বাহিনী বিমান হামলা চালায়?

উত্তর : ১২ ডিসেম্বর ঢাকায় বিভিন্ন সামরিক অবস্থানের ওপর যৌথ বাহিনী বিমান হামলা চালায়।

৫৩। মুক্তিযুদ্ধে কত লোক প্রাণ দিয়েছেন?

উত্তর : মুক্তিযুদ্ধে ৩০ লাখ লোক প্রাণ দিয়েছেন।

৫৪। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের হাতে নিহত দুজন বুদ্ধিজীবীর নাম লেখো।

উত্তর : মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের হাতে নিহত দুজন বুদ্ধিজীবী হচ্ছেন প্রফেসর গোবিন্দ চন্দ্র দেব ও মুনীর চৌধুরী।

৫৫। বাংলাদেশের সশস্ত্র মুক্তিযুদ্ধ চলে কত মাস?

উত্তর : বাংলাদেশের সশস্ত্র মুক্তিযুদ্ধ চলে ৯ মাস।

৫৬। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরিসমাপ্তি ঘটে কবে?

উত্তর : বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরিসমাপ্তি ঘটে ১৬ ডিসেম্বর, ১৯৭১।

৫৭। যৌথ বাহিনীর কমান্ডার ছিলেন কে?

উত্তর : যৌথ বাহিনীর কমান্ডার ছিলেন জেনারেল নাগরা।

৫৮। মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ কে ছিলেন?

উত্তর :  ক্যাপ্টেন এ কে খন্দকার।


মন্তব্য