kalerkantho


ষষ্ঠ শ্রেণি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

বহু নির্বাচনী প্রশ্ন

শেখ এম মোজাম্মেল হক, প্রভাষক রাজউক উত্তরা মডেল কলেজ উত্তরা, ঢাকা   

৬ অক্টোবর, ২০১৬ ০০:০০১।    তথ্য-উপাত্ত সাময়িকভাবে জমা থাকে—

     i. হার্ডডিস্কে

     ii. র‌্যামে

     iii. পেনড্রাইভে

     নিচের কোনটি সঠিক?

     ক. i 

     খ. ii

     গ. iii

     ঘ. i, ii ও iii

২।    পৃথিবীর এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে তথ্য পাঠানোয় ব্যবহৃত হয়—

     ক. ইন্টারনেট 

     খ. অপটিক্যাল ফাইবার

     গ. মোবাইল ফোন   

     ঘ. স্যাটেলাইট

৩।    স্ক্যানার এক ধরনের—

     ক. ইনপুট ডিভাইস   

     খ. প্রসেসিং ডিভাইস

     গ. মেমরি ডিভাইস   

     ঘ. আউটপুট ডিভাইস

৪।    বড় বড় নকশা ছাপাতে কোনটি ব্যবহৃত হয়?

     ক. প্লটার   

     খ. প্রিন্টার

     গ. মাইক্রোফোন    

     ঘ. স্পিকার

৫।    কোনটি মুক্ত অপারেটিং সিস্টেম?

     ক. উইন্ডোজ 

     খ. লিনাক্স

     গ. ডস

     ঘ. পাওয়ার ওপেন

৬।    সফটওয়্যারকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?

     ক. ২       খ. ৩

     গ. ৪       ঘ. ৫

 

উত্তরগুলো মিলিয়ে নাও

১. খ ২. ঘ ৩. ক ৪. ক

৫. খ ৬. ক 


মন্তব্য