kalerkantho


প্রাথমিক শিক্ষা সমাপনী : বিজ্ঞান

পাঠ প্রস্তুতি

মো. জয়নাল আবেদীন, প্রধান শিক্ষক ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা   

৫ অক্টোবর, ২০১৬ ০০:০০১।   কোন সম্পদটি সীমিত?

     ক. সূর্যের আলো

     খ. কয়লা

     গ. বায়ু

     ঘ. পানি

     উত্তর : কয়লা

২।   সূর্য রশ্মি কোন ধরনের সম্পদ?

     ক. অনবায়নযোগ্য সম্পদ

     খ. প্রাকৃতিক সম্পদ

     গ. কৃত্রিম সম্পদ

     ঘ. বায়ু সম্পদ

     উত্তর : প্রাকৃতিক সম্পদ

৩।   ক্যালকুলেটরে কোন শক্তি ব্যবহার করা হয়?

     ক. সৌরশক্তি

     খ. চুম্বকশক্তি

     গ. তাপশক্তি

     ঘ. আলোকশক্তি

     উত্তর : সৌরশক্তি

৪।   কিসের ফলে মাটি, পানি, বায়ু, গাছপালা ও প্রাণীর ওপর ক্ষতিকর প্রভাব সৃষ্টি হয়?

     ক. বাড়তি খাদ্য

     খ. বস্ত্র উত্পাদন

     গ. বাসস্থান তৈরি

     ঘ. বাড়তি খাদ্য ও বাসস্থান তৈরি

     উত্তর : বাড়তি খাদ্য ও বাসস্থান তৈরি

৫।   দুলাল জমিতে ফসল ফলানোর জন্য মাত্রাতিরিক্ত ইউরিয়া সার প্রয়োগ করছে। এর ফলে কোন উপাদানটি দূষিত হয়?

     ক. মাটি

     খ. গাছপালা

     গ. বায়ু

     ঘ. পরিবেশ

     উত্তর : মাটি

৬।   আমাদের শরীরে সঠিক তাপমাত্রা বজায় রাখে—

     ক. রক্ত কণিকা

     খ. হিমোগ্লোবিন

     গ. পানি

     ঘ. ফুসফুস

     উত্তর : পানি

৭।   তুমি কখন শিলাবৃষ্টি দেখে থাকবে। এ ধরনের বৃষ্টির কারণ কোনটি?

     ক. মেঘের পানির কণা খুব ঠাণ্ডা হয়ে যায়

     খ. মেঘের পানির সঙ্গে বরফ মেশানো হয়

     গ. মেঘের পরিবর্তে বরফ নামে

     ঘ. মেঘের পানি কণা খুব উত্তপ্ত হয়ে যায়

     উত্তর : মেঘের পানির কণা খুব ঠাণ্ডা হয়ে যায়

৮।   কী পোড়ালে সালফার অক্সাইড উত্পন্ন হয়?

     ক. ডিজেল

     খ. কয়লা

     গ. পেট্রল

     ঘ. প্রাকৃতিক গ্যাস

     উত্তর : পেট্রল

৯।   সৌরজগতের কোনটির নিজস্ব আলো আছে?

     ক. পৃথিবী

     খ. চাঁদ

     গ. সূর্য

     ঘ. শুকতারা

     উত্তর : সূর্য

১০।  বিজ্ঞানীর আবিষ্কৃত জ্ঞানকে মানুষের প্রয়োজনে ব্যবহার করাকে কী বলে?

     ক. দক্ষতা

     খ. প্রযুক্তি

     গ. পরীক্ষা

     ঘ. বিজ্ঞান

     উত্তর : প্রযুক্তি

১১।  বিজ্ঞানের অগ্রগতি মূলত কিসের ওপর নির্ভরশীল?

     ক. উপগ্রহ

     খ. ইন্টারনেট

     গ. প্রকৃতি

     ঘ. প্রযুক্তি

     উত্তর : প্রযুক্তি

১২। জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে নিচের কোন ক্ষেত্রটি উন্নত হয়েছে?

     ক. কৃষি

     খ. শিল্প

     গ. পরিবেশ

     ঘ. শিক্ষা

     উত্তর : কৃষি

১৩।  নির্দিষ্ট তথ্যের উৎস খোঁজার জন্য ইন্টারনেটে কী আছে?

     ক. Image

     খ. Manu Bar

     গ. Address Bar

     ঘ. Search Engine

     উত্তর : Search Engine

১৪।  শীতকালে সূর্য দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় কিভাবে কিরণ দেয়?

     ক. তির্যকভাবে

     খ. খাড়াভাবে

     গ. পাশ থেকে

     ঘ. মৃদুভাবে

     উত্তর : খাড়াভাবে

১৫।  কার্বন ডাই-অক্সাইডের শোষণ কমলে কোনটি ঘটবে?

     ক. শীতের তীব্রতা

     খ. বৈশ্বিক উষ্ণায়ন

     গ. গ্রিনহাউস

     ঘ. বৈশ্বিক শীত

     উত্তর : বৈশ্বিক উষ্ণায়ন

১৬।  মানুষের প্রথম ও প্রধান মৌলিক চাহিদা কোনটি?

     ক. বস্ত্র

     খ. বাসস্থান

     গ. খাদ্য

     ঘ. শিক্ষা

     উত্তর : খাদ্য

১৭।  জ্বালানি পোড়ালে বায়ুতে কোনটি বাড়ে?

     ক. অক্সিজেন

     খ. কার্বন ডাই-অক্সাইড

     গ. নাইট্রোজেন

     ঘ. নিয়ন

     উত্তর : কার্বন ডাই-অক্সাইড

১৮। কোন জ্বালানি ব্যবহারে কার্বন ডাই-অক্সাইড গ্যাস নিঃসরণ কমে?

     ক. অনবায়নযোগ্য

     খ. নবায়নযোগ্য

     গ. প্রাকৃতিক

     ঘ. কৃত্রিম

     উত্তর : নবায়নযোগ্য


মন্তব্য