kalerkantho


প্রাথমিক শিক্ষা সমাপনী : বাংলা

পাঠ প্রস্তুতি

মো. শামীম আকতার, সহকারী শিক্ষক তেঁতুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেঁতুলিয়া, পঞ্চগড়   

৪ অক্টোবর, ২০১৬ ০০:০০যুক্তবর্ণ বিভাজন ও বাক্যে প্রয়োগ

ষ্ট = ষ + ট - সৃষ্টিকর্তা তাঁর সৃষ্ট জীবকে ভালোবাসেন।

চ্ছ = চ + ছ - ইচ্ছা থাকলে উপায় হয়।

দ্ভ = দ + ভ - উদ্ভিদের প্রাণ আছে।

ন্ধ = ন + ধ - রাখাল বন্ধুর বাঁশির সুরে রাজপুত্রের মন আনন্দে ভরে উঠত।

ন্ম = ন + ম - কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালে জন্মগ্রহণ করেন।

ক্স = ক + স - কক্সবাজার পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্রসৈকত।

ম্প = ম + প  - ১৮৯৭ সালে এ দেশে প্রচণ্ড ভূমিকম্প হয়।

ক্ত = ক + ত - আল্লাহ সর্বশক্তিমান।

প্ত = প + ত - বাঘকে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে হবে।

শ্ন = শ + ন - আমার মনে অনেক প্রশ্ন।

ল্প = ল + প - ভালো কাজ করার জন্য সংকল্প করা উচিত।

ঙ্গ = ঙ + গ - বঙ্গবন্ধু সেতু বাংলাদেশের দীর্ঘতম সেতু।

স্ত = স + ত – পাকিস্তানিরা বুঝেছিল যে, তাদের পরাজয় অবধারিত।

ন্য = ন + ্য (য - ফলা) - অন্যের মতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত।

ণ্য = ণ + ্য (য - ফলা) -  মুক্তিযুদ্ধে অনেক বরেণ্য শিক্ষক প্রাণদান করেন।

ত্ম = ত + ম - অধ্যবসায় আর আত্মবিশ্বাসের ওপর ভর করে সফলতা অর্জন করা যায়।

স্প = স + প-  সবাই আমরা পরস্পরের বন্ধু।

প্র = প +  ্র (র - ফলা) - প্রাণী বৃক্ষলতা সব কিছুই প্রকৃতির দান।

দ্ধ = দ + ধ -  প্রত্যেকেরই বড়দের প্রতি শ্রদ্ধাশীল হওয়া  উচিত।

ত্র = ত +  ্র (র - ফলা) - বাংলাদেশের জনজীবন ভারী  বৈচিত্র্যময়।

ম্ভ = ম + ভ - প্রকৃতির অপার সম্ভার সুন্দরবন।

ঙ্ক = ঙ + ক - বাঘ দেখতে যেমন সুন্দর, তেমনি ভয়ংকর।

ন্দ = ন + দ - বাংলাদেশ অপার সৌন্দর্যে ভরপুর।

ষ্প = ষ + প - গণ্ডার কালো রঙের চতুষ্পদ প্রাণী।

ন্ত = ন + ত - প্রতিবেশী অসৎ হলে অশান্তি লেগেই থাকে।

ব্দ = ব + দ - গ্রামের চেয়ে শহরে শব্দদূষণ বেশি হয়।

ষ্ঠ = ষ + ঠ - মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য সাতজনকে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়েছে।

স্থ = স + থ - মহাস্থানগড় বগুড়া জেলায় অবস্থিত।

ম্ভ  = ম + ভ - সবাই সচেতন হলে আমাদের সংস্কৃতি রক্ষা করা সম্ভব।

ণ্ড = ণ + ড - কাণ্ডজ্ঞান না থাকলে বিপদ হয়।

ণ্ট = ণ + ট - চব্বিশ ঘণ্টায় এক দিন হয়।

শ্ব = শ + ব - আশ্বিনে শিউলি ফোটে।


মন্তব্য