kalerkantho


প্রাথমিক শিক্ষা সমাপনী : গণিত

পাঠ প্রস্তুতি

মো. জয়নাল আবেদীন, প্রধান শিক্ষক ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ঢাকা   

৪ অক্টোবর, ২০১৬ ০০:০০সঠিক উত্তরটি খাতায় লেখো।

     ১x২৪ = ২৪

 

১।    নিচের কোনটি সঠিক?

     ক. গুণ্য ÷ গুণফল = গুণক

     খ. গুণফল ÷ গুণক = গুণ্য

     গ. গুণ্য X গুণফল = গুণক

     ঘ. গুণক X গুণফল = গুণ্য

     উত্তর : গুণফল ÷ গুণক = গুণ্য

২।    কোনো ভাগ অঙ্কের ভাজ্য ২০১৫০ এবং ভাজক ১০০০ ও ভাগশেষ ১৫০ হলে, ভাগফল কত?

     ক. ২      

খ. ২০

     গ. ২০০    

ঘ. ১০০

     উত্তর : ২০

৩।    বিয়োগের সংক্ষিপ্ত রূপকে কী বলে?

     ক. যোগ

     খ. ভাগ

     গ. গুণ

     ঘ. কোনোটিই নয়

     উত্তর : ভাগ

৪।    পিতা ও পুত্রের বয়সের পার্থক্য ৩০ বছর। পিতার বয়স ১০ বছর পর ৫০ বছর হলে, পুত্রের বয়স কত?

     ক. ১০

     খ. ২০

     গ. ২৫

     ঘ. ৩০

     উত্তর : ৩০

৫।    আয়েশা ৬৪ টাকা দিয়ে ১৬টি পেনসিল কিনল। ২৪টি পেনসিল কেনার জন্য সে কত টাকা দেবে?

     ক. ৭২ টাকা

     খ. ৯৮ টাকা

     গ. ৯৬ টাকা

     ঘ. ৪৮ টাকা

     উত্তর : ৯৬ টাকা

৬।    ৫X৮ ÷ ২৭X১২÷৪; খালি ঘরে সঠিক প্রতীক বসাও—

     ক. =

     খ. >

     গ. ≠

     ঘ. <

     উত্তর : <

৭।    ৩ক + (ক–৪) = ৫৬ হলে, ‘ক’ এর মান কত?

     ক. ১২

খ. ৮

     গ. ৬      

ঘ. ১৮

     উত্তর : ৮

৮।    ১২ এর মৌলিক গুণনীয়ক কোনটি?

     ক. ৪      

খ. ৩

     গ. ২      

ঘ. ৬

     উত্তর : ২

৯।    ¤ + ৫ = ৭ ; শূন্যস্থানে কত হবে?

     ক. ২

     খ. ৭

     গ. ৬

     ঘ. ২

     উত্তর : ২

১০।   মিশ্র ভগ্নাংশে পূর্ণ সংখ্যার সঙ্গে যুক্ত থাকে—

     ক. অপ্রকৃত ভগ্নাংশ

     খ. প্রকৃত ভগ্নাংশ

     গ. পূর্ণ সংখ্যা

     ঘ. সমস্ত সংখ্যা

     উত্তর : প্রকৃত ভগ্নাংশ

১২।   ০.১–০.০১–০.০০১ = কত?

     ক. ০.১

     খ. ০.০০০০০১

     গ. ০.০০০০১

     ঘ. ১.০০০

     উত্তর : ০.০০০০০১

১৩।   ৫টি ডিমের ওজন ৫৬ গ্রাম, ৫৭ গ্রাম, ৫৩ গ্রাম, ৫৫ গ্রাম ও ৫০ গ্রাম হলে গড় ওজন কত?

     ক. ৫৪.২

     খ. ৫৪.৫

     গ. ৫৫.২

     ঘ. ৫৩.২

     উত্তর : ৫৪.২

১৪।   একই মুনাফার জন্য বছর বেশি হলে আসল কী হবে?

     ক. একই থাকবে

     খ. বেশি হবে

     গ. কম হবে

     ঘ. সবগুলো

     উত্তর : কম হবে

১৫।   ০.৩ কে % ব্যবহার করে প্রকাশ করো।

     ক. ৩%

     খ. ৩০%

     গ. ০.০৩%

     ঘ. ৩০০%

     উত্তর : ৩০%

১৬।   রম্বসের ১১৫হ্ন কোণের বিপরীত কোণ কত হবে?

     ক. ২৩০º

     খ. ১০০º

     গ. ১১৫º

     ঘ. ২০০º

     উত্তর : ১১৫º

১৭।   বর্গের কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে উত্পন্ন কোণের মান কত?

     ক. ৩৬০º

     খ. ২৯০º

     গ. ১৮০º

     ঘ. ১০০º

     উত্তর : ৩৬০º

১৮।   হেক্টোমিটার মিটারের কত গুণ?

     ক. লক্ষ     খ. হাজার

     গ. দশ ঘ. শত

     উত্তর : শত

১৯।   এক ইঞ্চি = কত সেন্টিমিটার?

     ক. ২.৫৪    খ. ২.৪৫

     গ. ৫.২৪    ঘ. ৪.২৫

     উত্তর : ২.৫৪

২০।   সকাল ১০টা ১২ মিনিট আন্তর্জাতিক সময়ে কত?

     ক. ১১টা ১২ মিনিট

     খ. ০টা ১২ মিনিট

     গ. ১০টা ১২ মিনিট

     ঘ. ১টা ১২ মিনিট

     উত্তর : গ

২১। রোকেয়ার জন্ম ১৮৮০ সালে। সে কোন শতাব্দীতে জন্মগ্রহণ করে?

     ক. ঊনবিংশ   খ. সপ্তদশ

     গ. অষ্টাদশ   ঘ. বিংশ

     উত্তর : ঊনবিংশ

২৩।   ক্যালকুলেটরে থাকে না কোনটি?

     ক. মাউস    খ. মনিটর

     গ. কিবোর্ড   ঘ. অফ বাটন

     উত্তর : মাউস

২৪। কোনটি ইনপুট ডিভাইস?

     ক. স্পিকার   খ. মাউস

     গ. মেমরি    ঘ. মনিটর

     উত্তর : মাউস


মন্তব্য