kalerkantho


প্রাথমিক শিক্ষা সমাপনী বিজ্ঞান

বহু নির্বাচনী প্রশ্ন

দিলারা ইয়াছমীন, সহকারী শিক্ষক আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় মতিঝিল, ঢাকা   

৩ অক্টোবর, ২০১৬ ০০:০০১।    বর্তমান যুগে কোনো জাতির দ্রুত উন্নয়নের পূর্বশর্ত কী?

     ক. অবকাঠামোগত উন্নয়ন

     খ. শিল্পোন্নয়ন

     গ. তথ্যপ্রযুক্তির উন্নয়ন

     ঘ. সামরিক খাতে উন্নয়ন

     উত্তর : তথ্যপ্রযুক্তির উন্নয়ন

২।    নির্দিষ্ট তথ্যের উৎস খোঁজার জন্য ইন্টারনেটে কী আছে?

     ক. মেন্যু বার

     খ. অ্যাড্রেস বার

     গ. ওয়েব টুলস

     ঘ. সার্চ ইঞ্জিন

     উত্তর : সার্চ ইঞ্জিন

৩।    নিচের কোনটি সার্চ ইঞ্জিন?

     ক. ফায়ারফক্স

     খ. গুগল

     গ. ইন্টারনেট এক্সপ্লোরার

     ঘ. উইন্ডোজ এক্সপি

     উত্তর : গুগল

৪।    সার্চ ইঞ্জিন কোন কাজে লাগে?

     ক. তথ্য সংরক্ষণে

     খ. তথ্য প্রক্রিয়াজাত করতে

     গ. কম্পিউটার সচল রাখতে

     ঘ. তথ্যের উৎস খুঁজতে

     উত্তর : তথ্যের উৎস খুঁজতে

৫।    নিচের কোনটি ব্রাউজিং সফটওয়্যার?

     ক. গুগল

     খ. বিং

     গ. মজিলা ফায়ারফক্স

     ঘ. ইয়াহু

     উত্তর : মজিলা  ফায়ারফক্স

৬।    তথ্যবিনিময়ের জন্য কোনটি ব্যবহার করা হয়?

     ক. প্রিন্টার

     খ. স্ক্যানার

     গ. মেমোরি কার্ড

     ঘ. ল্যাপটপ

     উত্তর : মেমোরি কার্ড

৭।    মাউসের সাহায্যে কাজটি করা হয়—

     ক. ছবি সম্পাদনা করা হয়

     খ. লেখালেখির কাজ করা হয়

     গ. নানা প্রকার নির্দেশনা প্রদান করা হয়

     ঘ. গ্রাফিকসের কাজের মুদ্রণ নেওয়া হয়

     উত্তর : বিভিন্ন প্রকার নির্দেশনা প্রদান করা হয়

৮।    সিপিইউ-এর কাজ কী?

     ক. তথ্য গ্রহণ করা

     খ. তথ্য প্রক্রিয়াকরণ করা

     গ. ফলাফল প্রদান করা

     ঘ. গ্রাফিকসের কাজের মুদ্রণ

     উত্তর : তথ্য প্রক্রিয়াকরণ করা

৯।    মাউস কী?

     ক. সার্চ ইঞ্জিন

     খ. আউটপুট ডিভাইস

     গ. ইনপুট ডিভাইস

     ঘ. ব্রাউজিং সফটওয়্যার

     উত্তর : ইনপুট ডিভাইস

১০। কোন যন্ত্রটি তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে নতুন বিপ্লব এনেছে?

     ক. মোবাইল ফোন

     খ. রেডিও

     গ. টেলিফোন

     ঘ. কম্পিউটার

     উত্তর : কম্পিউটার

১১।   তথ্য পাঠানো ও গ্রহণ করার জন্য চমকপ্রদ পদ্ধতি কোনটি?

     ক. রেডিও

     খ. টেলিফোন

     গ. ইন্টারনেট

     ঘ. গলার স্বর

     উত্তর : ইন্টারনেট


মন্তব্য