kalerkantho


প্রাথমিক শিক্ষা সমাপনী বিজ্ঞান

বহু নির্বাচনী প্রশ্ন

দিলারা ইয়াছমীন, সহকারী শিক্ষক আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় মতিঝিল, ঢাকা   

২ অক্টোবর, ২০১৬ ০০:০০সংক্ষিপ্ত প্রশ্ন

১।   পদার্থ কী দিয়ে গঠিত?

     উত্তর : পদার্থ অবিভাজ্য পরমাণু দ্বারা গঠিত।

২।   পদার্থের দশা পরিবর্তনের কারণ কী?

     উত্তর : পদার্থ কঠিন, তরল ও বায়বীয় দশায় থাকে। এ তিন অবস্থার পদার্থই অসংখ্য পরমাণু দ্বারা গঠিত। প্রত্যেক দশার পদার্থে পরমাণুগুলো নির্দিষ্ট বন্ধন শক্তিতে সাজানো থাকে। এ বন্ধন শক্তির পরিবর্তনের কারণে পদার্থের দশার পরিবর্তন ঘটে।

৩।   পদার্থ পরমাণু দিয়ে তৈরি—এ কথা কে বলেন?

     উত্তর : পদার্থ পরমাণু দিয়ে তৈরি। এ কথা বলেন গ্রিক দার্শনিকরা।

৪।   শক্তি কী?

     উত্তর : শক্তি : কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। শক্তি হচ্ছে পরিবর্তনের সংঘটক বা এজেন্ট। একে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। এটি শুধু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়।

৫।   শক্তির একটি বড় বৈশিষ্ট্য কী?

     উত্তর : শক্তির একটি বড় বৈশিষ্ট্য হলো একে ধ্বংস বা সৃষ্টি করা যায় না।

৬।   পাঁচ রকম শক্তির নাম লেখো।

     উত্তর : পাঁচ রকম শক্তির নাম :

     ক. আলোক শক্তি

     খ. তাপ শক্তি

     গ. বিদ্যুৎ শক্তি

     ঘ. শব্দ শক্তি

     ঙ. চৌম্বক শক্তি

বহু নির্বাচনী প্রশ্ন

১।   পানি জীবাণুমুক্ত করার সর্বোত্তম পদ্ধতি কোনটি?

     ক. ছাঁকন         

     খ. থিতানো

     গ. ফোটানো 

     ঘ. ফিল্টারিং

     উত্তর : ফোটানো

২।   নিচের কোনটি পানি বিশুদ্ধকরণের রাসায়নিক পদার্থ?

     ক. কার্বাইড

     খ. জিঙ্ক ট্যাবলেট

     গ. আর্সেনিক

     ঘ. ব্লিচিং পাউডার

     উত্তর : ব্লিচিং পাউডার

৩।   পানি বিশুদ্ধকরণের রাসায়নিক পদার্থ কোনটি?

     ক. ফিটকিরি

     খ. জিঙ্ক

     গ. আয়রন

     ঘ. ট্যালোরিন

     উত্তর : ফিটকিরি

৪।   পানি ফুটতে শুরু করার পর আরো কতক্ষণ তাপ দিলে পানিতে থাকা জীবাণু মারা যায়?

     ক. ১৫ মিনিট

     খ. ২০ মিনিট

     গ. ৩০ মিনিট

     ঘ. ৪০ মিনিট

     উত্তর : ২০ মিনিট

৫।   দূষিত পানি পান করলে কোন রোগটি হওয়ার আশঙ্কা থাকে?

     ক. পেটের পীড়া

     খ. বসন্ত    

     গ. আর্সেনিকোসিস

     ঘ. হুপিং কাশি

     উত্তর : পেটের পীড়া

৬।   নলকূপের পানিতে আর্সেনিক নামক কী মিশে থাকে?

     ক. খনিজ লবণ

     খ. বিষাক্ত পদার্থ

     গ. জিঙ্ক

     ঘ. কার্বাইড

     উত্তর : বিষাক্ত পদার্থ


মন্তব্য