kalerkantho


প্রাথমিক শিক্ষা সমাপনী বিজ্ঞান

বহু নির্বাচনী প্রশ্ন

দিলারা ইয়াছমীন, সহকারী শিক্ষক, আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মতিঝিল ঢাকা   

১ অক্টোবর, ২০১৬ ০০:০০বায়ু

 

সংক্ষিপ্ত প্রশ্ন :

১।       বায়ুর চারটি উপাদানের নাম লেখো।

            উত্তর : বায়ুর চারটি উপাদানের নাম হলো—

            নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই-অক্সাইড, জলীয়বাষ্প।

২।       এসিড বৃষ্টি কী?

            উত্তর : কয়লা পোড়ালে এতে মিশে থাকা সালফার পুড়ে বায়ুতে সালফারের অক্সাইড উৎপন্ন হয়। সালফারের অক্সাইড বৃষ্টির পানিতে মিশে বৃষ্টির পানিকে এসিডযুক্ত করে। এসিডযুক্ত পানি ভূপৃষ্ঠে বৃষ্টিরূপে পতিত হলে, একে এসিড বৃষ্টি বলে।

৩।      কোথায় কোথায় বায়ু আছে?

            উত্তর : আমাদের চারদিকের সব জায়গায় বায়ু আছে। মাটিকণার ফাঁকে ফাঁকে বায়ু থাকে। পানিতেও বায়ু মিশে আছে।

৪।       প্রশ্ন : বায়ুমণ্ডল কী?

            উত্তর : আমাদের চারদিক থেকে ঘিরে আছে বায়ু। বায়ুর এই আবরণকে বায়ুমণ্ডল বলে।

 

যোগ্যতাভিত্তিক :

১।       নিচের কোনটি কয়লা পোড়ালে উৎপন্ন হয়?

            ক. সালফারের অক্সাইড

            খ. ক্যালসিয়ামের অক্সাইড

            গ. নাইট্রোজেনের অক্সাইড

            ঘ. ফসফরাসের অক্সাইড

            উত্তর : সালফারের অক্সাইড

২।       রান্নার চুলায় প্রাকৃতিক গ্যাস বা কাঠ পোড়ানোর সময় নিচের কোন গ্যাসটি উৎপন্ন হয়?

            ক. কার্বন ডাই-অক্সাইড

            খ. কার্বন মনোক্সাইড

            গ. সালফারের অক্সাইড

            ঘ. নাইট্রোজেনের অক্সাইড

            উত্তর : কার্বন মনোক্সাইড

৩।      কোনটির কারণে শ্বাসকষ্ট রোগ হয়?

            ক. পানিদূষণ  

            খ. শব্দদূষণ

            গ. মাটিদূষণ   

            ঘ. বায়ুদূষণ

            উত্তর : বায়ুদূষণ

৪।       আমাদের শ্বাসকার্যের জন্য কোনটি প্রয়োজন—

            ক. নাইট্রোজেন           

            খ. অক্সিজেন

            গ. হিলিয়াম    

            ঘ. আর্গন

            উত্তর : অক্সিজেন

৫।       বাতাসের সাহায্যে কোন রোগটি ছড়ায়?

            ক. যক্ষ্মা         

            খ. ম্যালেরিয়া

            গ. আমাশয়    

            ঘ. ডায়রিয়া

            উত্তর : যক্ষ্মা

৬।      দূষিত বায়ুর কারণে মানবদেহে কোন মারাত্মক রোগটি হতে পারে?

            ক. পলিও        

            খ. বসন্ত

            গ. প্লেগ           

            ঘ. ফুসফুসে ক্যান্সার

            উত্তর : ফুসফুসে ক্যান্সার

৭।       নিচের কোন পদক্ষেপটি গ্রহণের মাধ্যমে বায়ুদূষণ রোধ করা যেতে পারে?

            ক. ইটের ভাটা বন্ধ করা

            খ. যানবাহনের ব্যবহার বন্ধ করা

            গ. কালো ধোঁয়া উৎপাদন করে এমন যানবাহন বন্ধ করা

            ঘ. পাহাড় কাটা বন্ধ করা

            উত্তর : কালো ধোঁয়া উৎপাদন করে এমন যানবাহন বন্ধ করা


মন্তব্য