kalerkantho


সপ্তম শ্রেণি : সাধারণ বিজ্ঞান

বহু নির্বাচনী প্রশ্ন

জ্যোতি ভূষণ বিশ্বাস, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, উত্তরা, ঢাকা   

২৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ 

     দশম অধ্যায়

     বিদ্যুৎ ও চুম্বকের ঘটনা

 

১।   বৈদ্যুতিক পাখায় রেগুলেটর ব্যবহারের উদ্দেশ্য হলো—

     ক. পাখার আয়ুষ্কাল বৃদ্ধি    

     খ. শব্দ কমানো

     গ. গতি নিয়ন্ত্রণ          

     ঘ. বিদ্যুৎ খরচ কমানো

২।   চৌম্বক ধর্মের ওপর ভিত্তি করে নিচের কোন মৌলগুলো একই দলভুক্ত?

     ক. নিকেল, সিলভার, কপার

     খ. স্বর্ণ, কোবাল্ট, সিলভার

     গ. কোবাল্ট, লোহা, নিকেল

     ঘ. লোহা, পারদ, অ্যালুমিনিয়াম

৩।   চৌম্বক পদার্থ—

     i চুম্বকে রূপান্তরযোগ্য       

     ii সীমিত সংখ্যায় প্রকৃতিতে বিদ্যমান  

     iii একে অপরকে আকর্ষণ করে

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii        

     খ. i ও iii

     গ. ii ও iii             

     ঘ. i, ii ও iii

৪।   চৌম্বক পদার্থটিকে চুম্বকে পরিণত করার প্রক্রিয়ায়—

     i. একটি স্থায়ী চুম্বক প্রয়োজন হলে তাকে স্পর্শ পদ্ধতি বলে   

     ii. বিদ্যুৎ প্রবাহ ব্যবহার করা হলে অস্থায়ী চুম্বক পাওয়া যাবে 

     iii. চৌম্বক পদার্থের যে প্রান্ত থেকে উত্তর মেরু দ্বারা ঘর্ষণ শুরু করা হয়, সে প্রান্তে উত্তর মেরু সৃষ্টি হয়

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii             

     খ. i ও iii

     গ. ii ও iii            

     ঘ. i, ii ও iii

৫।   প্রোটনের চার্জ কী ধরনের?

     ক. ধনাত্মক             

     খ. ঋণাত্মক

     গ. নিউট্রাল             

     ঘ. শূন্য

৬।   সাধারণ অবস্থায় পরমাণু তড়িৎ নিরপেক্ষ হয় কেন?

     ক. সমসংখ্যক ইলেকট্রন-প্রোটন থাকে বলে

     খ. সমসংখ্যক নিউট্রন-প্রোটন থাকে বলে

     গ. সমসংখ্যক নিউট্রন-ইলেকট্রন থাকে বলে

     ঘ. সবগুলো

৭।   যখন দুটি পদার্থকে ঘর্ষণ করা হয়, তখন কী ঘটে?

     ক. আধানের ধ্বংস হয়     

     খ. নতুন আধান সৃষ্টি হয়

     গ. আধান স্থানান্তরিত হয়         

     ঘ. নিউট্রনের সংখ্যা বেড়ে যায়

৮।   বিকর্ষণ ঘটে কখন?

     ক. দুটি আধান সমধর্মী হলে

     খ. দুটি আধান বিপরীতধর্মী হলে

     গ. দুটি আধান নিরপেক্ষ হলে

     ঘ. একটি আধান নিরপেক্ষ ও অপরটি ঋণাত্মক হলে

৯।   ঝুলন্ত অবস্থায় দণ্ড চুম্বক কী নির্দেশ করে?

     ক. পৃথিবীর কেন্দ্র         

     খ. চন্দ্রের দিক

     গ পৃথিবীর দুই মেরু      

     ঘ. পৃথিবীর ব্যাসার্ধ

১০। নিউট্রনের চার্জের প্রকৃতি কী?

     ক. ধনাত্মক             

     খ. ঋণাত্মক

     গ. নিরপেক্ষ            

     ঘ. শূন্য

 

     নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও :

     আধান চার্জের উত্পত্তিসংক্রান্ত পরীক্ষায় একটি কাচের বোতলে এক টুকরা সিল্কের কাপড় দ্বারা ঘর্ষণ করা হয়।

১১। উপরোক্ত ঘটনায় কোনটির স্থানান্তর ঘটবে?

     ক. প্রোটন              

     খ. ইলেকট্রন

     গ. নিউট্রন             

     ঘ. পজিট্রন

১২। উদ্দীপক অনুসারে—

     i. প্রথম বস্তুটি ধনাত্মক আধানযুক্ত হবে      

     ii. দ্বিতীয় বস্তুটির ইলেকট্রন আসক্তি প্রথমটির তুলনায় বেশি

     iii. ঘর্ষণের পর বস্তুদ্বয়ের মোট আধান ঋণাত্মক

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii                  

     খ. i ও iii

     গ. ii ও iii            

     ঘ. i, ii ও iii

১৩। একটি কাচের বোতলকে সিল্কের কাপড় দিয়ে ঘষলে বোতলটি কী ধরনের আধান লাভ করে?

     ক. ধনাত্মক            

     খ. ঋণাত্মক

     গ. অসীম              

     ঘ. শূন্য

১৪। বেলুনকে সোয়েটার দিয়ে ঘষলে কোন ধরনের বিদ্যুৎ উত্পন্ন হয়?

     ক. স্থিরবিদ্যুৎ            

     খ. তাপবিদ্যুৎ

     গ. চলনবিদ্যুৎ           

     ঘ. জলবিদ্যুৎ

১৫। পরমাণুতে থাকে—

     i. ইলেকট্রন       

     ii. নিউট্রন   

     iii. প্রোটন

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii             

     খ. i ও iii

     গ. ii ও iii            

     ঘ. i, ii ও iii

 

উত্তরগুলো মিলিয়ে নাও

১. গ ২. গ ৩. ক ৪. গ ৫. ক ৬. ক  ৭. গ ৮. ক ৯. গ ১০. গ ১১. খ  ১২. ক ১৩. খ ১৪. গ ১৫. ঘ


মন্তব্য