kalerkantho


মেডিক্যাল ভর্তি প্রস্তুতি

মডেল টেস্ট

আব্দুল্লাহ আল মাহমুদ, জাতীয় মেধাতালিকায় প্রথম (২০১২-১৩ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী, ঢাকা মেডিক্যাল কলেজ   

২৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০মেডিক্যাল ভর্তি প্রস্তুতি

১।    অন্তরক পরিবাহী নয়—

     ক. মোম     খ. ভেজা কাঠ

     গ. রাবার    ঘ. পোর্সেলিন

২।    চৌম্বক পদার্থ—

     ক. লোহা    খ. নিকেল

     গ. কোবাল্ট   ঘ. সবগুলো

৩।    পানি ও কাচের ভেতরকার স্পর্শ কোণ কত?

     ক. 80 খ. 00

     গ. 900     ঘ. >900

৪।    স্বকীয় আবেশ গুণাঙ্কের একক কোনটি?

     ক. Henry    খ. Vs/A

     গ. wb/A    ঘ. সবগুলো

৫।    কোন বর্ণের রশ্মিকে মধ্যরশ্মি বলে?

     ক. সবুজ    খ. হলুদ

     গ. কমলা    ঘ. আসমানি

৬।    উদ্ভিদে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় ভূমিকা পালন করে কোনটি?

     ক. অবলোহিত রশ্মি

     খ. দৃশ্যমান আলো

     গ. অতিবেগুনি রশ্মি

     ঘ. IR রশ্মি

৭।    গ্যাসের চাপের একক আয়তনের অণুগুলোর গতিশক্তির—

     ক. দ্বিগুণ     খ. অর্ধেক

     গ. তিন গুণ   ঘ. দুই-তৃতীয়াংশ

     ঘ. 321 min-1

৮।    n-type অর্ধপরিবাহিতে অপদ্রব্য হিসেবে কোনটি ব্যবহূত হয় না?

     ক. Al   খ. As

     গ. S   ঘ. Bi

৯।    পয়সনের অনুপাতের মান কোনটি?

   

     ক. - 0.5<Ơ<1 খ. - l< Ơ <0.5 

     গ. ০.5< Ơ <1 ঘ. l< Ơ <2

 

উত্তর 

 

১. খ ২. ঘ ৩. ক ৪. ঘ ৫. খ

৬. খ ৭. ঘ ৮. ক ৯. ক


মন্তব্য