kalerkantho


একাদশ-দ্বাদশ শ্রেণি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

বহু নির্বাচনী প্রশ্ন

শেখ এম মোজাম্মেল হক, প্রভাষক রাজউক উত্তরা মডেল কলেজ উত্তরা ঢাকা   

২২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০প্রথম অধ্যায়

বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত

১।    Robot শব্দটি মূলত এসেছে স্নাভিক শব্দ Robota হতে, যার অর্থ হলো—

     ক. লৌহমানব

খ. শ্রমিক

     গ. স্বয়ংক্রিয় যন্ত্র

ঘ. যন্ত্রচালিত মানুষ

২।    অত্যন্ত নিম্ন তাপমাত্রায় শরীরের অস্বাভাবিক বা রোগাক্রান্ত কোষগুলোকে ধ্বংস করে—

     ক. বায়োটেকনোলজি

     খ. ক্রায়োসার্জারি

     গ. কোল্ড ট্রিটমেন্ট   

     ঘ. কোনোটি নয়

৩।    এক ন্যানো সমান—

     ক. ১০০ কোটি ভাগের এক ভাগ 

     খ. এক কোটি ভাগের এক ভাগ

     গ. ১০ কোটি ভাগের এক ভাগ       

     ঘ. এক হাজার কোটি ভাগের এক ভাগ

৪।    আউটসোর্সিং বলতে কী বোঝায়?

     ক. অন্য দেশের কর্মীদের দ্বারা অনলাইন কাজ করানো

     খ. অন্য দেশে গবেষণার সুযোগ

     গ. চাকরি খোঁজার কেন্দ্র

     ঘ. বহির্গমন

৫।    জিপিএস বলতে কী বোঝায়?

     ক. গ্রোস ডাইস সিস্টেম

     খ. গ্লোবাল পজিশনিং সিস্টেম

     গ. গুড পজিশনিং সিস্টেম

     ঘ. গ্রাউন্ড পজিশনিং সিস্টেম

৬।    রিকম্বিনেট ডিএনএ তৈরি করা হয় কেন?

     ক. মানুষের বৃদ্ধি নিয়ন্ত্রণকারী হরমোন তৈরির জন্য

     খ. মানুষের রোগ মুক্তির জন্য

     গ. ওষুধ তৈরির জন্য

     ঘ. মানুষের জন্মনিয়ন্ত্রণের জন্য

৭।    মলিকুলার পর্যায়ের ফাংশনাল সিস্টেম নিয়ে গঠিত হয় কোন প্রকৌশল?

     ক. ন্যানো টেকনোলজি

     খ. বায়োটেকনোলজি

     গ. বায়োইনফরমেটিকস

     ঘ. ক্রিপটোলজি

৮।    বায়োইনফরমেটিকস সফটওয়্যার বাস্তবায়নের জন্য যেসব প্রোগ্রামিং টুলস ব্যবহূত হয়—

     i. Matlab

     ii. Java

     iii. Visual Basic

      নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii    

খ. i ও iii         

     গ. ii ও iii  

ঘ. i, ii ও iii

৯।    অন্যের কম্পিউটার সিস্টেমকে মোহাচ্ছন্ন করে কম্পিউটার সিস্টেমের বা নেটওয়ার্কের ক্ষতি করাকে কী বলে?

     ক. হ্যাকিং   

খ. স্ক্যানিং

     গ. সাইবার চুরি

ঘ. প্লেজারিজম

১০।   অন্যের লেখা বা গবেষণালব্ধ তথ্য নিজের নামে চালিয়ে দেওয়াকে কী বলে?

     ক. হ্যাকিং   

খ. স্ক্যানিং

     গ. সাইবার চুরি

ঘ. প্লেজারিজম

 

উত্তরগুলো মিলিয়ে নাও

১. খ ২. খ ৩. ক ৪. ক ৫. খ

৬. ক ৭. ক ৮. ক ৯. ক ১০. ঘ


মন্তব্য