kalerkantho


নবম-দশম শ্রেণি : হিসাববিজ্ঞান

বহু নির্বাচনী প্রশ্ন

এ কে এম হুমায়ূন কবীর, সহকারী শিক্ষক মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় ঢাকা   

২২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০প্রথম অধ্যায়

হিসাববিজ্ঞান পরিচিতি

 

১।    আধুনিক হিসাববিজ্ঞানের জন্মস্থান ধরা হয় কাকে?

     ক. ইংল্যান্ড  

     খ. ইতালি        

     গ. গ্রিস          

     ঘ. আমেরিকা

২।    হিসাববিজ্ঞানের ইতিহাস কেমন?

     ক. মানব সভ্যতার মতোই পুরনো     

     খ. মানব সভ্যতার মতো প্রাচীন

     গ. মানব সভ্যতার মতো বেশ পুরনো   

     ঘ. সভ্যতার সূচনার মতো অতি প্রাচীন

৩।    হিসাববিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কী?

     ক. আর্থিক লেনদেন করা

     খ. আর্থিক সুবিধা নির্ণয় করা

     গ. আর্থিক ফলাফল বের করা

     ঘ. আর্থিক উদ্দেশ্য বের করা

৪।    হিসাববিজ্ঞানের ভিত্তি ধরা হয়—

     ক. ডাবল এন্ট্রিকে

     খ. এন্ট্রিকে

     গ. লেনদেনকে

     ঘ. বিভিন্ন তরফা দাখিলাকে

৫।    বিনিময় প্রথা হিসাববিজ্ঞানের কোন অংশে আছে?

     ক. উত্পত্তি

     খ. ক্রমবিকাশ

     গ. ক+খ

     ঘ. কোনোটিই নয়

৬।    ভ্যাটের সঙ্গে জড়িত কে?

     ক. সরকার

     খ. দেনাদার

     গ. পাওনাদার

     ঘ. শ্রমিক

৭।    ঋণ পরিশোধে সচেতনতা কার সঙ্গে সম্পর্কিত?

     ক. জালিয়াতি

     খ. প্রতারণা

     গ. সমাজ ও পরিবেশ

     ঘ. মূল্যবোধ

৮।    জবাবদিহিতার কার্যক্রম কতটি?

     ক. ৬টি

     খ. ৫টি

     গ. ৪টি

     ঘ. ৩টি

৯।    সামাজিক দায়বদ্ধতার সঙ্গে জড়িত কোনটি?

     ক. বৃত্তি প্রদান

     খ. মশক নিধন

     গ. বহিঃশত্রু দমন

     ঘ. বই বিতরণ

১০।   বর্তমানে সমাজ সচেতনতার কারণে কোন ক্ষেত্রে ব্যয় করতে হয়?

     ক. বায়ুদূষণ রোধে

     খ. মাটিদূষণ রোধে

     গ. পানিদূষণ রোধে

     ঘ. দূষণ রোধে

 

দ্বিতীয় অধ্যায়

 লেনদেন

১১।  লেনদেনের দলিলপত্রাদি কত ধরনের হতে পারে?

     ক. ৮ ধরনের

     খ. ৭ ধরনের

     গ. ৬ ধরনের

     ঘ. ৫ ধরনের

১২।   চালান হস্তান্তর হয় কাদের মধ্যে?

     ক. ক্রেতা-বিক্রেতা

     খ. বিক্রেতা-ক্রেতা

     গ. ক্রয় চালান-বিক্রয় চালান

     ঘ. ক্রয়কারী-বিক্রয়কারী

১৩।   কারবারি বাট্টা নির্ধারণ করে কে?

     ক. ক্রেতা

     খ. বিক্রেতা

     গ. ক্রয়কারী

     ঘ. বিক্রয়কারী

১৪।   কারবারি বাট্টা নির্ধারণ করা হয়—

     ক. মোট মূল্যের ওপর

     খ. ক্রয় মূল্যের ওপর

     গ. বিক্রয় মূল্যের ওপর

     ঘ. নিট মূল্যের ওপর

১৫।   চালান হলো—

     i. ক্রেতার কাছে বহিচালান

     ii. বিক্রেতার কাছে আন্তচালান

     iii. উভয়ের কাছে বহিচালান

     ক. i ও ii

     খ. ii ও iii

     গ. i ও iii

     ঘ. i, ii ও iii

১৬।   ভ্যাট চালান কী?

     ক. প্রমাণ

     খ. দলিল

     গ. লেনদেন

     ঘ. শুল্ক

১৭।   নগদ অর্থের সঙ্গে সম্পর্কিত কোনটি?

     ক. চালান

     খ. ভাউচার

     গ. ক্যাশমেমো

     ঘ. ডেবিট নোট

১৮।   ফেরতযোগ্য পণ্যের জন্য তৈরি হয় কোনটি?

     ক. চালান

     খ. ভাউচার

     গ. ক্রেডিট নোট

     ঘ. ডেবিট নোট

১৯।   প্রাপ্তি স্বীকার পত্র কোনটি?

     ক. ডেবিট নোট

     খ. ভাউচার ডেবিট নোট

     গ. ক্রেডিট নোট

     ঘ. চালান ডেবিট নোট

২০।   ২/১০, নিট ৩০ কোথায় থাকে?

     ক. চালানে

     খ. ভাউচারে

     গ. ক্রেডিট নোটে

     ঘ. ডেবিট নোটে

 

উত্তরগুলো মিলিয়ে নাও

১. খ ২. ঘ ৩. গ ৪. ক ৫. গ ৬. ক

৭. ঘ  ৮. ঘ ৯. ক ১০. ঘ ১১. ঘ

১২. খ ১৩. খ ১৪. ক ১৫. ক ১৬. খ ১৭. গ ১৮. ঘ ১৯. গ ২০. ক


মন্তব্য