kalerkantho


নবম-দশম শ্রেণি : হিসাববিজ্ঞান

বহু নির্বাচনী প্রশ্ন

এ কে এম হুমায়ূন কবীর, সহকারী শিক্ষক, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ঢাকা   

২১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০পঞ্চম অধ্যায়

হিসাব

 

১।       হিসাব ছক কতটি?

            ক. ১টি

            খ. ২টি

            গ. ৩টি

            ঘ. ৪টি

২।       একটি পরিচিত হিসাব ছক—

            ক. H ছক

            খ. J ছক

            গ. U ছক

            ঘ. T ছক

৩।      হিসাব সমীকরণ অনুসারে হিসাব কত প্রকারের?

            ক. ২

            খ. ৩

            গ. ৪

            ঘ. ৫

৪।       হিসাব সমীকরণ কোনটি?

            ক. A=L+M

            খ. A=L+S

            গ. A=L+U

            ঘ. A=L+P

৫।       হিসাব কী ধরনের হতে পারে?

            ক. ছক

            খ. বিবরণী

            গ. উভয়ই

            ঘ. কোনোটিই নয়

৬।      টাকার কলাম ২টি থাকে কোন ছকে?

            ক. চলমান ছক

            খ. চলমান জের ছক

            গ. U ছক

            ঘ. T ছক

৭।       টাকার কলাম ৪টি থাকে কোন ছকে?

            ক. চলমান ছক

            খ. চলমান জের ছক

            গ. জের ছক

            ঘ. ঞ ছক

৮।      হিসাব সমীকরণের এল বৃদ্ধি পায় কোনটি বেড়ে গেলে?

            ক. ব্যবসায়

            খ. আয়

            গ. ব্যয়

            ঘ. দায়

৯।       সম্পত্তি হিসাব কোনগুলো?

            i. নগদান

            ii. জমি

            iii. মূলধন

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii        খ. ii      

            গ. ii ও iii      ঘ. i, ii ও iii

১০।    হিসাবের কোড থাকে কিসে?

            ক. T ছকে

            খ. চলমান জের ছকে

            গ. উভয় ছকে

            ঘ. কোনোটি নয়

 

তৃতীয় অধ্যায়

দুই তরফা দাখিলা পদ্ধতি

১১।     ব্যয় অপেক্ষা অধিক হয় কোনটি?

            ক. আয়

            খ. ব্যয়

            গ. রেভিনিউ

            ঘ. মুনাফা

১২।     মুনাফা অর্জন ব্যবসায়ের কী ধরনের উদ্দেশ্য?

            ক. মূল

            খ. প্রধান

            গ. একমাত্র

            ঘ. অন্যতম

১৩।    বিনা মূল্যে পণ্য বিতরণ করা হলো কোন উদ্দেশ্যে?

            ক. সামাজিকতা

            খ. বিজ্ঞাপন

            গ. সমাজকল্যাণ

            ঘ. লেনদেন

১৪।     মূলধন আনয়ন ও উত্তোলনে মালিকানাস্বত্বের কী হয়?

            ক. কমে ও বাড়ে

            খ. বাড়ে

            গ. হ্রাস

            ঘ. বাড়ে ও কমে

১৫।    জাবেদা কত ধরনের হতে পারে?

            ক. ৭

            খ. ৮

            গ. ৯

            ঘ. ১০

১৬।    বহু ঘরবিশিষ্ট বিবরণীকে কী বলে?

            ক. কার্যক্রম

            খ. কার্যপত্র

            গ. কার্যপদ্ধতি

            ঘ. কার্যবিবরণী

১৭।     মূলধন আনলে কী বেড়ে যায়?

            ক. ব্যবসায়

            খ. আয়

            গ. ব্যয়

            ঘ. দায়

১৮।   হিসাব সমীকরণের এল বৃদ্ধি পায় কোনটি বেড়ে গেলে?

            ক. ব্যবসায়

            খ. আয়

            গ. ব্যয়

            ঘ. দায়

১৯।    একতরফা দাখিলা পদ্ধতিতে কোন পক্ষের লেনদেন লিপিবদ্ধ করা হয় না?

            i. এক পক্ষের

            ii. দুই পক্ষের

            iii. উভয় পক্ষের

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii        খ. ii      

            গ. ii ও iii      ঘ. i, ii ও iii

২০। প্রারম্ভিক মূলধন = প্রারম্ভিক মোট সম্পদ - প্রারম্ভিক মোট দায়, সমীকরণটি কিসের?

            ক. এক তরফা

            খ. দুই তরফা

            গ. তিন তরফা

            ঘ. বহু তরফা

 

উত্তরগুলো মিলিয়ে নাও

১. খ ২. ঘ ৩. ঘ ৪. ঘ ৫. গ ৬. ঘ  ৭. খ  ৮. ঘ ৯. ক ১০.গ ১১. ঘ  ১২. ক ১৩. খ ১৪. ঘ ১৫. ক ১৬. খ ১৭. ঘ ১৮. ঘ ১৯. ঘ ২০. খ


মন্তব্য