kalerkantho


সপ্তম শ্রেণি : বাংলা প্রথম পত্র

বহু নির্বাচনী প্রশ্ন

মো. সুজাউদ দৌলা, প্রভাষক রাজউক উত্তরা মডেল কলেজ উত্তরা, ঢাকা   

২০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০প্রবন্ধ : বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা

এ কে শেরাম

 

১।   বাংলাদেশে বসবাসরত ক্ষুদ্র জাতিসত্তার আনুমানিক সংখ্যা কত?

     খ. ৪৩

     খ. ৪৪

     গ. ৪৫

     ঘ. ৪৬

২।   বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তার বৈশিষ্ট্য হচ্ছে—

            i. তাদের সংস্কৃতি বৈচিত্র্যময়

     ii. তারা ঐতিহ্যকে লালন করে

     iii. তারা জাতীয় মূল ধারারই অংশ

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii  

     খ. ii ও iii

     গ. i ও iii  

     ঘ. i, ii ও iii

 

     নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৩-৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :

     আজ পহেলা বৈশাখ। দিনের বেলা তরুণ-তরুণীরা নৌকায় রঙিন পানি রেখে একে অপরকে ছিটিয়ে খেলা করছে। গত রাতেও ওরা দেবীর আগমন উপলক্ষে আইক্যা অনুষ্ঠানে নৃত্যগীত পরিবেশন করছিল, তৃতীয় দিন দেবীর নির্গমন দিবস পালন করবে।

৩।   উদ্দীপকটির অনুষ্ঠানগুলো কারা পালন করে?

     ক. চাকমা   

     খ. মারমা

     গ. মণিপুরি  

     ঘ. সাঁওতাল

৪।   নববর্ষে পালিত এই অনুষ্ঠানটির মূল নাম কী?

     ক. গর্যাপর্যা  

     খ. ওয়ান গালা

     গ. সাংগ্রাই  

     ঘ. ঘুম চামাড়

৫।   উদ্দীপকে উল্লিখিত অনুষ্ঠানটি—

     i. বর্ণিল ও বৈচিত্র্যপূর্ণ

     ii. ধর্মীয় দিক দিয়ে গুরুত্বপূর্ণ

            iii. কৃষিজীবীদের অপরিহার্য

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii   

     খ. i ও iii

     গ. ii ও iii 

     ঘ. i, ii ও iii

৬।   এ কে শেরাম কোন জেলায় জন্মগ্রহণ করেন?

     ক. হবিগঞ্জ  

     খ. বান্দরবান

     গ. খাগড়াছড়ি 

     ঘ. পটুয়াখালী

৭।   এ কে শেরাম কোন জাতিসত্তার সদস্য?

     ক. চাকমা   

     খ. মণিপুরি

     গ. মারমা   

     ঘ. সাঁওতাল

৮।   চাকমা জাতিরা কোন জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত?

     ক. মঙ্গোলীয় 

     খ. অস্ট্রিক

     গ. ককেশীয়  

     ঘ. অসেলিয়েও

৯।   চাকমা সমাজের প্রধান কে?

     ক. রাজা    

     খ. হেডম্যান

     গ. কারবারি  

     ঘ. সংনি নকসা

১০।  চাকমা মহিলারা কী পরিধান করে থাকে?

     ক. ধুতি    

     খ. রেকিং

     গ. জারন   

     ঘ. পিনন

১১।  বিজু উৎসব কাদের প্রধান ধর্মীয় উৎসব?

     ক. মারমা   

     খ. চাকমা

     গ. গারো   

     ঘ. মণিপুরি

১২।  গারোদের প্রধান দেবতার নাম কী?

     ক. সালজং  

     খ. ছোছুম

     গ. মেন    

     ঘ. তাতারা রাবুগ

১৩।  ‘ওয়ানবালা’ কাদের জনপ্রিয় উৎসব?

     ক. চাকমা   

     খ. মারমা

     গ. গারো   

     ঘ. সাঁওতাল

১৪।  মারমাদের সবেচেয়ে বড় উৎসবের নাম কী?

     ক. বিজু    

     খ. সাংগ্রাই

     গ. রাস উৎসব

     ঘ. বৈসুখ

১৫।  মণিপুরিরা কোথায় বাস করে?

     ক. বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে 

     খ. রাজশাহী অঞ্চলে

     গ. পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে   

     ঘ. বৃহত্তর সিলেট অঞ্চলে

১৬।  মণিপুরিদের প্রতিটি গোত্রকে কী বলা হয়?

     ক. শালাই বায়েক   

     খ. পানচায়

     গ. লৈফানেক 

     ঘ. থাউ

১৭।  মণিপুরিদের প্রাচীন ধর্মের নাম কী?

     ক. আপোকপা

     খ. দাফা

     গ. ইন্নাফি   

     ঘ. কাবা

১৮।  ব্যক্তি, গোষ্ঠী বা সম্প্রদায়ের আত্মপরিচয় পাওয়া যায় এমন বৈশিষ্ট্যকে কী বলা হয়?

     ক. ঐতিহ্য   

     খ. সংস্কৃতি

     গ. নৃতত্ত্ব    

     ঘ. ইতিহাস

১৯।  সাঁওতালদের জনপ্রিয় নাচ কোনটি?

     ক. ঝুমুর    

     খ. দোং

     গ. লাগড়ে   

     ঘ. রিংজা

২০।  ‘বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা’ রচনায় নিম্নলিখিত যে বিষয়গুলো পাওয়া যায় তা হলো—

     i. বাংলাদেশে বসবাসরত সব উপজাতীয় জীবনাচরণ

     ii. উপজাতি সম্পর্কিত নানা তথ্য

     iii. উপজাতিদের জীবনাচরণ ও সংস্কৃতি

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii        

     খ. i ও iii

     গ. ii ও iii  

     ঘ. i, ii ও iii

 

উত্তরগুলো মিলিয়ে নাও

১. ক ২. ঘ ৩. খ ৪. গ ৫. ক ৬. ক

৭. খ ৮. ক ৯. ক ১০. ঘ ১১. খ ১২. ঘ ১৩. গ ১৪. খ ১৫. ক ১৬. ক ১৭. ক ১৮. খ ১৯. খ ২০. গ


মন্তব্য