kalerkantho


একাদশ শ্রেণি হিসাববিজ্ঞান প্রথম পত্র

বহু নির্বাচনী প্রশ্ন

মো. হানিফ চৌধুরী, প্রভাষক ন্যাশনাল আইডিয়াল কলেজ খিলগাঁও, ঢাকা   

১৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০১।   ব্যবসায়ের হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী—

    i. পাওনাদার

     ii. ব্যবস্থাপক

    iii. বিনিয়োগকারী

    নিচের কোনটি সঠিক?

    ক. i খ. i ও ii

গ. i ও iii   ঘ. ii ও iii

২।   একটি সম্পত্তি বৃদ্ধি পায় ও অন্য একটি সম্পত্তি হ্রাস পায়—

    i. নগদে সম্পত্তি ক্রয় করা হলে

    ii. নগদে পণ্য বিক্রয় করা হলে

    iii. নগদ টাকা ব্যাংকে জমা দেওয়া হলে

    নিচের কোনটি সঠিক?

    ক. i ও ii          খ. i ও iii

গ. ii ও iii       ঘ. i, ii ও iii

৩।   ব্যবসায়ের হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী—

    i. মালিক

     ii. ব্যবস্থাপক

    iii. আয়কর কর্তৃপক্ষ

    নিচের কোনটি সঠিক?

    ক. i ও ii    খ. i ও iii

গ. ii ও iii   ঘ. i, ii ও iii

৪।   হিসাববিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য—

    i. আর্থিক ফলাফল নির্ণয়

    ii. আর্থিক অবস্থা নিরূপণ

    iii. মুনাফা বৃদ্ধিকরণ

    নিচের কোনটি সঠিক?

    ক. ii খ. i ও ii

গ. i ও iii   ঘ. ii ও iii

৫।   ব্যবসায় প্রতিষ্ঠানে হিসাব রাখার সুবিধা হলো—

    i. ব্যয় নিয়ন্ত্রণ

    ii. জালিয়াতি ও চুরি প্রতিরোধ

    iii. ব্যবসায় পরিচালনায় সহায়তা

    নিচের কোনটি সঠিক?

    ক. i ও ii    খ. i ও iii

গ. ii ও iii  ঘ. i, ii ও iii

৬।   হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী—

    i. বিনিয়োগকারী

     ii. ব্যবস্থাপক

    iii. হিসাব কর্মকর্তা

    নিচের কোনটি সঠিক?

    ক. i ও ii   খ. i ও iii

গ. ii ও iii    ঘ. i, ii ও iii

৭।   হিসাববিজ্ঞান প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত—

    i. লেনদেন লিপিবদ্ধকরণ

    ii. লেনদেন সংক্ষিপ্তকরণ

    iii. লেনদেন শ্রেণিবদ্ধকরণ

    নিচের কোনটি সঠিক?

    ক. i  ও ii  খ. i ও iii

     গ. ii ও iii    ঘ. i, ii ও iii

৮।   ঘটনা সম্পর্কে যে বিষয়টি সামঞ্জস্যপূর্ণ, তা হলো—

    i. ঘটনা আর্থিক হতে পারে

    ii. ঘটনা অনার্থিক হতে পারে

    iii. ঘটনা লেনদেন হতে পারে

    নিচের কোনটি সঠিক?

    ক. i ও ii   

     খ. i ও iii

গ. i ও iii  

     ঘ. i, ii ও iii

 

উত্তরগুলো মিলিয়ে নাও

১. গ ২. খ ৩. ক ৪. খ ৫. ঘ

৬. গ ৭. ঘ ৮. ক


মন্তব্য