kalerkantho


জেএসসি প্রস্তুতি বিজ্ঞান

বহু নির্বাচনী প্রশ্ন

মো. রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, সাভার, ঢাকা   

১৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০১।   মস্তিষ্কের নিচের অংশ কোনটি?

     ক. গুরু মস্তিষ্ক

     খ. লঘু মস্তিষ্ক

     গ. মেডুলা

     ঘ. পনস

২।    কার্বনের পারমাণবিক সংখ্যা কত?

     ক. ৪টি     খ. ৬টি

     গ. ১২টি    ঘ. ১৬টি

৩।   মঙ্গল গ্রহের কয়টি উপগ্রহ আছে?

     ক. ২ খ. ১৩

     গ. ২৭ ঘ. ৩৪

৪।   কোনটি মূলের মাধ্যমে বংশবিস্তার করে?

     ক. কচু

     খ. পটোল

     গ. ফণীমনসা

     ঘ. চুপড়ি আলু

৫।   নিচের কোনটি ক্ষার?

     ক. HCl     খ. CH4

     গ. H2SO4  ঘ. NaOH

৬।   একটি বস্তুর ভর ১০০ কেজি। এর ওজন কত?

     ক. ৯৮০ নিউটন

     খ. ৯৮ নিউটন

     গ. ৯.৮ নিউটন   

     ঘ. ০.৯৮ নিউটন

৭।   কোন শ্রেণির প্রাণীগুলো বুকে ভর দিয়ে চলে?

     ক. মত্স্যকুল

     খ. পক্ষিকুল

     গ. উভচর

     ঘ. সরীসৃপ

 ৮।  কোনটি উৎপাদক?

     ক. মানুষ  

     খ. ছত্রাক

     গ. সবুজ উদ্ভিদ

     ঘ. ব্যাকটেরিয়া

 

উত্তর

১. গ ২. খ ৩. ক ৪. খ ৫. ঘ ৬. ক ৭. ঘ ৮. গ


মন্তব্য