kalerkantho


প্রাথমিক শিক্ষা সমাপনী : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

বহু নির্বাচনী প্রশ্ন

তাহেরা-বিনতে-রহমান, সিনিয়র শিক্ষক ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ বেইলি রোড, ঢাকা   

১৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০প্রাথমিক শিক্ষা সমাপনী : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

১।   দেশের কত শতাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল?

     ক. ৬০ শতাংশ     খ. ৭০ শতাংশ

     গ. ৮০ শতাংশ     ঘ. ৯০ শতাংশ

     উত্তর : ৮০ শতাংশ

২।    কোন অর্থবছরে বাংলাদেশের মোট জাতীয় আয়ে কৃষির অবদান ২০% ছিল?

     ক. ২০১০-১১ খ. ২০১১-১২

     গ. ২০১২-১৩ ঘ. ২০১৩-১৪

     উত্তর : ২০১১-১২

৩।   ‘ক’ একটি কৃষিপ্রধান দেশ। এর মোট জাতীয় আয়ে কৃষির অবদান ২০%। ‘ক’ দেশটির সাথে কোন দেশের মিল রয়েছে?

     ক. ভারত   খ. মালদ্বীপ

     গ. ইন্দোনেশিয়া    ঘ. বাংলাদেশ

     উত্তর : বাংলাদেশ

৪।   বাংলাদেশে সাধারণত কয় ধরনের ধান চাষ হয়?

     ক. তিন    খ. চার

     গ. পাঁচ     ঘ. ছয়

     উত্তর : তিন

৫।   ওয়াসিফা একটি কৃষিপ্রধান দেশে বাস করে। তার দেশের শতকরা ৮০ ভাগ লোক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। সে কোন দেশটিতে বাস করে?

     ক. ভারতে  খ. বাংলাদেশে

     গ. পাকিস্তানে ঘ. নেপালে

     উত্তর : বাংলাদেশে

৬।   বর্তমানে বাংলাদেশে উৎপাদিত ধান থেকে প্রতিবছর কত মেট্রিক টন চাল পাওয়া যায়?

     ক. ২ কোটি ৪০ লাখ মেট্রিক টন

     খ. ২ কোটি ৫০ লাখ মেট্রিক টন

     গ. ৩ কোটি ৩০ লাখ মেট্রিক টন

     ঘ. ৩ কোটি ৪০ লাখ মেট্রিক টন

     উত্তর : ৩ কোটি ৪০ লাখ মেট্রিক টন

৭।   বাংলাদেশে কখন গম চাষ হয়?

     ক. গ্রীষ্মকালে খ. বর্ষাকালে

     গ. শীতকালে ঘ. বসন্তকালে

     উত্তর : শীতকালে

৮।   বাংলাদেশে গমের তৈরি খাদ্য ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করছে। এর ফলে কী ঘটবে?

     ক. গম চাষের প্রসার ঘটবে

     খ. গমের উৎপাদন মূল্য বৃদ্ধি পাবে

     গ. গমের চাহিদা হ্রাস পাবে

     ঘ. গমের উৎপাদন মূল্য হ্রাস পাবে

     উত্তর : গম চাষের প্রসার ঘটবে

৯।   ওয়াসিফা এ দেশের উত্তরাঞ্চলে বাস করে। সেখানে কোন ফসলটির চাষ বেশি হয়?

     ক. আলু    খ. ধান

     গ. ডাল     ঘ. গম

     উত্তর : গম

১০। সাধারণত এ দেশের কোন জেলাগুলোতে গমের চাষ বেশি হয়?

     ক. উত্তর অঞ্চলের

     খ. উত্তর ও পশ্চিম অঞ্চলের

     গ. দক্ষিণ অঞ্চলের

     ঘ. দক্ষিণ ও পশ্চিম অঞ্চলের

     উত্তর : উত্তর ও পশ্চিম অঞ্চলের

১১। বাংলাদেশে প্রতিবছর কত মেট্রিক টন গম উত্পন্ন হয়?

     ক. ৫ লাখ মেট্রিক টন

     খ. ১০ লাখ মেট্রিক টন

     গ. ১৫ লাখ মেট্রিক টন

     ঘ. ২০ লাখ মেট্রিক টন

     উত্তর : ১০ লাখ মেট্রিক টন

১২।   বাংলাদেশে মোট গমের চাহিদা—

     ক. ১০ লাখ মেট্রিক টন

     খ. ১৫ লাখ মেট্রিক টন

     গ. ২০ লাখ মেট্রিক টন

     ঘ. ২৫ লাখ মেট্রিক টন

     উত্তর : ১৫ লাখ মেট্রিক টন

১৩। বাংলাদেশকে কত লাখ মেট্রিক টন গম আমদানি করতে হয়?

     ক. ২ লাখ মেট্রিক টন

     খ. ৩ লাখ মেট্রিক টন

     গ. ৪ লাখ মেট্রিক টন

     ঘ. ৫ লাখ মেট্রিক টন

     উত্তর : ৫ লাখ মেট্রিক টন

১৪।  বাংলাদেশে প্রতিবছর কত লাখ মেট্রিক টন গমের চাহিদা রয়েছে?

     ক. ২০ থেকে ২৫ লাখ মেট্রিক টন

     খ. ২৫ থেকে ৩০ লাখ মেট্রিক টন

     গ. ৩০ থেকে ৩৫ লাখ মেট্রিক টন

     ঘ. ৩৫ থেকে ৪০ লাখ মেট্রিক টন

     উত্তর : ৩৫ থেকে ৪০ লাখ মেট্রিক টন

১৫।  বাংলাদেশ প্রতিবছর কেন প্রচুর ডাল আমদানি করে?

     ক. ডাল উত্পন্ন হয় না বলে

     খ. ডালের দাম বেশি বলে

     গ. ডালের ঘাটতি রয়েছে বলে

     ঘ. বিদেশি ডাল উত্কৃষ্ট বলে

     উত্তর : ডালের ঘাটতি রয়েছে বলে

১৬।  পৃথিবীর অনেক দেশের প্রদান খাদ্য কোনটি?

     ক. গম     খ. আলু 

     গ. সয়াবিন  ঘ. ডাল

     উত্তর : আলু

১৭। নাগরিকের প্রধান কর্তব্য কী?

     ক. ভোট দেওয়া   

     খ. অনুগত থাকা

     গ. কর প্রদান করা  

     ঘ. ধর্মীয় সহিষ্ণুতা

     উত্তর : অনুগত থাকা

১৮। কোনটি নাগরিকের গুরুত্বপূর্ণ দায়িত্ব?

     ক. ভোট দেওয়া   

     খ. কাজ করা

     গ. আইন মেনে চলা 

     ঘ. মতামত প্রকাশ

     উত্তর : ভোট দেওয়া

১৯। কে বিভিন্ন আইন প্রণয়ন করে?

     ক. প্রতিষ্ঠান  খ. পরিবার

     গ. ক্লাব     ঘ. সরকার

     উত্তর : সরকার

২০।   নাগরিকদের নিয়মিত কোনটি প্রদান করতে হয়?

     ক. ঋণ     খ. সুদ

     গ. কর     ঘ. ভাতা

     উত্তর : কর

২১।   নিচের কোনটির মাধ্যমে নাগরিকরা রাষ্ট্রের শাসনকাজে অংশগ্রহণ করে?

     ক. ঋণ     খ. নির্বাচন

     গ. ভোট    ঘ. কর

     উত্তর : ভোট

২২।   নিচের কোনটি সমাজের সম্পদ?

     ক. বাতাস   খ. সমুদ্র

     গ. গাছপালা ঘ. পাহাড়  

     উত্তর : গাছপালা

২৩। ওভারব্রিজ ব্যবহার করতে হবে কেন?

     ক. দুর্ঘটনা এড়াতে 

     খ.  খরচ কমাতে

     গ. তাড়াতাড়ি যেতে

     ঘ. ভাড়া বাঁচাতে

     উত্তর : দুর্ঘটনা এড়াতে

২৪।   বিপাশা ও তার মা কিসের সঙ্গে ধাক্কা খায়?

     ক. রিকশা   খ. বাস

     গ. ট্রাক     ঘ. বেবিট্যাক্সি

     উত্তর : বাস

২৫।   আইন অমান্য বা ভঙ্গ করলে কী ভোগ করতে হয়?

     ক. শাস্তি    খ. পুরস্কার

     গ. আনন্দ   ঘ. সুখ

     উত্তর : শাস্তি

২৬। রাকিবকে আটকে রেখেছিল কেন?

     ক. আইসক্রিম খাওয়ানোর জন্য

     খ. মুক্তিপণ আদায়ের জন্য

     গ. খেলনা কিনে দেওয়ার জন্য

     ঘ.  গল্প করার জন্য

     উত্তর : মুক্তিপণ আদায়ের জন্য

২৭।   রাকিবকে কত দিন পর উদ্ধার করা হয়?

     ক. ৬ দিন   খ. ৮ দিন

     গ. ১০ দিন  ঘ. ১২ দিন

     উত্তর : ১০ দিন

২৮। কী হিসেবে আমরা সবাই রাষ্ট্রের বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করি?

     ক. রাজনীতিবিদ  

     খ. বিচারক  গ. শিক্ষক  

     ঘ. নাগরিক

     উত্তর : নাগরিক

২৯। আমরা সমাজের বিভিন্ন নিয়মকানুন মেনে চলব কেন?

     ক. জীবনকে সুন্দর ও সুশৃঙ্খল করতে

     খ.  স্বাধীনতা রক্ষা করতে

     গ. ধর্ম পালন করতে

     ঘ. মত প্রকাশ করতে

     উত্তর : জীবনকে সুন্দর ও সুশৃঙ্খল করতে

৩০। রাকিবের পরিবারের কাছে কত টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল?

     ক. ৫ লাখ   খ. ১০ লাখ

     গ. ১৫ লাখ  ঘ. ২০ লাখ

     উত্তর : ১০ লাখ


মন্তব্য