kalerkantho


জেএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয়

বহু নির্বাচনী প্রশ্ন

আল-এমরাতুন সুখী, সহকারী শিক্ষক আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ঢাকা   

১৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০১।   জাতীয় সংসদ ভবন কোথায় অবস্থিত?

     ক. ধানমণ্ডি   খ. মিরপুর

     গ. সাভার    ঘ. আগারগাঁও

২।   রাষ্ট্রের অপরিহার্য মৌলিক উপাদান কয়টি?

     ক. তিনটি    খ. চারটি

     গ. পাঁচটি    ঘ. ছয়টি

৩।   গণতন্ত্র সম্পর্কে প্রযোজ্য উক্তি হচ্ছে—

     i. গণতন্ত্র এক ব্যক্তি বা এক দলের শাসন

     ii. জনগণ সব ক্ষমতার মূল উৎস

     iii. বিশ্বের বেশির ভাগ দেশেই গণতান্ত্রিক সরকার রয়েছে

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii   খ. i ও iii

     গ. ii ও iii    ঘ. i, ii ও iii

৪।   গণপরিষদের প্রথম অধিবেশন বসে—

     ক. ১৯৭২ সালের ২৬ মার্চ

     খ. ১৯৭২ সালের ১০ এপ্রিল

     গ. ১৯৭২ সালের ১৯ এপ্রিল

     ঘ. ১৯৭২ সালের ৩০ অক্টোবর

৫।   এ যাবৎ সংবিধান কতবার সংশোধিত হয়েছে?

     ক. ১০ বার  খ. ১২ বার

     গ. ১৩ বার  ঘ. ১৫ বার

৬।   কোনো কারণে সংসদ ভেঙে গেলে কত দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে?

     ক. ৩০ দিন  খ. ৬০ দিন 

     গ. ৯০ দিন  ঘ. ১২০ দিন

৭।   জাতীয় সংসদের মেয়াদ কত বছর?

     ক. দুই বছর  খ. তিন বছর

     গ. চার বছর  ঘ. পাঁচ বছর

৮।   শাসন বিভাগের কাজ হলো—

     i. দেশের ভেতরের শান্তিশৃঙ্খলা বজায় রাখা

     ii. সরকারের আয়-ব্যয়ের হিসাব-নিকাশ করা

     iii. সংবিধান প্রণয়ন ও সংশোধন করা

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii   খ. i ও iii

     গ. ii ও iii  ঘ. i, ii ও iii

৯।   বিশ্বের প্রতিটি স্বাধীন দেশের রয়েছে নিজস্ব—

     ক. ধর্মব্যবস্থা 

     খ. সমাজব্যবস্থা

     গ. সরকার ব্যবস্থা   

     ঘ. পরিবার ব্যবস্থা

১০।  বাংলাদেশে মহানগর রয়েছে—

     ক. ৭টি খ. ৯টি

     গ. ১০টি     ঘ. ১১টি

১১। ইউনিয়ন পরিষদের কাজ হলো—

     i. এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষা করা

     ii. বিশুদ্ধ পানি সরবরাহ করা

     iii. ক্ষতিগ্রস্তদের সাহায্য ও পুনর্বাসনের ব্যবস্থা করা

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii   খ. i ও iii

     গ. ii ও iii  ঘ. i, ii ও iii

১২। একটি লিখিত দলিল হিসেবে আমাদের সংবিধানে রয়েছে—

     i. ১১টি অধ্যায়

     ii. ১৫৩টি অনুচ্ছেদ

     iii. একটি প্রস্তাবনা

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii       

     খ. ii ও iii

     গ. i ও iii  

     ঘ. i, ii ও iii

১৩। বাঙালি জাতির মধ্যে সুদৃঢ় ঐক্য সৃষ্টি করেছে—

     ক. একই ঐতিহ্য     খ. একই সভ্যতা

     গ. একই ভাষা ও সংস্কৃতি

     ঘ. ভৌগোলিক অবস্থা

১৪।  বাংলাদেশ সরকারের বিচার বিভাগের সর্বোচ্চ কেন্দ্র কোনটি?

     ক. সুপ্রিম কোর্ট

     খ. জজকোর্ট

     গ. বাংলাদেশ সচিবালয়

     ঘ. জাতীয় সংসদ

১৫।  পানি নিষ্কাশন ও ঘরবাড়ি নির্মাণের ব্যবস্থা করে—

     ক. ইউনিয়ন পরিষদ

     খ. পৌরসভা

     গ. উপজেলা পরিষদ

     ঘ. জেলা পরিষদ

১৬।  জেলা পরিষদের ২০ সদস্যের মধ্যে কতজন মহিলা সদস্য হতে হবে?

     ক. ৪ জন   

     খ. ৫ জন

     গ. ১০ জন  

     ঘ. ১৫ জন

 

উত্তর

১. ঘ ২. খ ৩. গ ৪. খ ৫. ঘ ৬. গ ৭. ঘ

৮. ক ৯. গ ১০. ঘ ১১. ঘ ১২. ক

১৩. ঘ ১৪. গ ১৫. খ ১৬. খ


মন্তব্য