kalerkantho


নবম ও দশম শ্রেণি : হিসাববিজ্ঞান

সৃজনশীল প্রশ্ন

মো. ময়নুল হক, সিনিয়র শিক্ষক, বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা, ঢাকা   

১২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০প্রশ্ন : ২০১৬ সালের ৩০ জুন তারিখে সাইফুল সাহেবের খতিয়ান হিসাবের উদ্বৃত্ত দ্বারা রেওয়ামিল প্রস্তুতের পর দেখা যায় যে রেওয়ামিলের ডেবিট দিকের মোট যোগফল ক্রেডিট দিকের মোট যোগফল অপেক্ষা ৪,৪০০ টাকা বেশি। হিসাবের বই নিরীক্ষাপূর্বক নিম্নোক্ত ভুলগুলো উদ্ঘাটিত হলো।

(১) ক্রয় হিসাবের যোগফল ২,০০০ টাকা কম দেখানো হয়েছে।

(২) ভাড়া পরিশোধ ৬,০০০ টাকা, নগদান হিসাবে ক্রেডিট করা হলেও ভাড়া হিসাব ডেবিট করা হয়নি।

(৩) আসবাবপত্র বিক্রয় ১০,০০০ টাকা ভুলে বিক্রয় হিসাব ক্রেডিট করা হয়েছে।

(৪) দেনাদার কামরুল থেকে ৪,০০০ টাকার চেকপ্রাপ্তি ভুলে কামরুল হিসাব ৪০০ টাকা ক্রেডিট করা হয়েছে।

 

(ক) নীতিগত ও বাদ পড়া ভুলের পরিমাণ কত?                                                        ২

(খ) অনিশ্চিত হিসাব প্রস্তুতের মাধ্যমে হিসাবটি বন্ধ করো।                                          ৪

(গ) কারণ ছাড়া উপর্যুক্ত ভুলগুলোর সংশোধনী দাখিলা প্রদান করো।                             ৪

উত্তর :

(ক) নীতিগত ও বাদ পড়া ভুলের পরিমাণ নির্ণয় করা হলো—

(খ) অনিশ্চিত হিসাব প্রস্তুতের মাধ্যমে হিসাবটি বন্ধ করা হলো—

                                                      অনিশ্চিত হিসাব

 

(গ)

 


মন্তব্য