kalerkantho


প্রাথমিক শিক্ষা সমাপনী বাংলাদেশ ও বিশ্বপরিচয়

বহু নির্বাচনী প্রশ্ন

তাহেরা-বিনতে-রহমান, সিনিয়র শিক্ষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, বেইলি রোড, ঢাকা   

১২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০বাংলাদেশের কয়েকটি ক্ষুদ্র জাতিসত্তা ও তাদের সংস্কৃতি

১।         ত্রিপুরাদের উৎসব—

            ক. বৈসু 

            খ. ফাগুয়া

            গ. ফুংগু মারুং

            ঘ. কের

            উত্তর : বৈসু

২।         গারোদের প্রধান উৎসবের নাম কী?

            ক. ফাগুয়া         

            খ. বৈসু

            গ. ওয়াংগালা     

            ঘ. গরয়া নৃত্য

            উত্তর : ওয়াংগালা

৩।        গারোদের সনাতনী ধর্মের নাম কী?

            ক. উব্লাই নাংথউ

            খ. তোরাই

            গ. কের 

            ঘ. সাংসারেক

            উত্তর : সাংসারেক

৪।         পার্বত্য অঞ্চলে কয়টি জাতিসত্তা অতীতকাল থেকে বসবাস করে আসছে?

            ক. ১০টি            খ. ১১টি

            গ. ১২টি ঘ. ১৩টি

            উত্তর : ১১টি

৫।        গারোদের অধিকাংশ কোন ধর্মের অনুসারী?

            ক. ইসলাম          খ. হিন্দু

            গ. খ্রিস্টান          ঘ. বৌদ্ধ

            উত্তর : খ্রিস্টান

৬।        ‘নাপ্পী’ কোন উপজাতিদের খাবারের নাম?

            ক. গারো            খ. ম্রো

            গ. ত্রিপুরা           ঘ. ওরাওঁ

            উত্তর : ম্রো

৭।         কাদের বাড়ির নাম ‘নকমান্দি’?

            ক. খাসিয়া          খ. গারো

            গ. চাকমা           ঘ. মারমা

            উত্তর : গারো

৮।        কত বছর বয়সে ম্রো সমাজে ছেলে ও মেয়ে উভয়ের কানেই ছিদ্র করা হয়?

            ক. ২ বছর         

            খ. ৩ বছর

            গ. ৪ বছর         

            ঘ. ৫ বছর

            উত্তর : ৩ বছর

৯।        ‘ওয়াংগালা’ কিসের প্রতীক?

            ক. সমুদ্রের         

            খ. নদীর

            গ. পাহাড়ের       

            ঘ. সূর্যের

            উত্তর : সূর্যের

১০।      রাখাইন জনগোষ্ঠী কোন জেলায় বাস করে?

            ক. রংপুর          

            খ. বগুড়া

            গ. বরগুনা         

            ঘ. মাদারীপুর

            উত্তর : বরগুনা

১১।       ‘ওয়াংথাই’ কী?

            ক. একটি ভাষা   

            খ. একটি ধর্মমত

            গ. একটি পোশাক

            ঘ. একটি উৎসব

            উত্তর : একটি পোশাক

১২।       ‘কের’ পূজা কারা করে?

            ক. ত্রিপুরারা       

            খ. মারমারা

            গ. ওরাওঁরা        

            ঘ. চাকমারা

            উত্তর : ত্রিপুরারা

১৩।      খাসিয়াদের ভাষার নাম কী?

            ক. অবেং           

            খ. মনখেমে

            গ. হিন্দি

            ঘ. তামিল

            উত্তর : মনখেমে

১৪।       গারোরা কোথায় বাস করে?

            ক. ময়মনসিংহ   

            খ. মাগুরা

            গ. পটুয়াখালী     

            ঘ. বাগেরহাট

            উত্তর : ময়মনসিংহ

১৫।      কারা পান-সুপারিকে খুবই পবিত্র মনে করে?

            ক. গারো            খ. খাসিয়া

            গ. চাকমা           ঘ. ম্রো

            উত্তর : খাসিয়া

১৬।      চিম্বুক পাহাড় কোন জেলায় অবস্থিত?

            ক. ময়মনসিংহ   

            খ. কক্সবাজার

            গ. রাঙামাটি      

            ঘ. বান্দরবান

            উত্তর : বান্দরবান

১৭।       গারোদের আচরণ ও অনুশীলন পরিবর্তিত হচ্ছে কেন?

            ক. অর্থনৈতিক কারণে                  

            খ. বাঙালিদের প্রভাবে

            গ. ধর্মীয় কারণে 

            ঘ. শিক্ষার প্রভাবে

            উত্তর : বাঙালিদের প্রভাবে

১৮।      গারোদের পোশাকের নাম কী?

            ক. আনফেং

            খ. কাজিম পিন

            গ. রিনাই           

            ঘ. রিসা

            উত্তর : আনফেং

১৯।      খাসিয়ারা অতিথিদের পান-সুপারি খেতে দেয় কেন?

            ক. সস্তা বলে      

            খ. পবিত্র বলে

            গ. সহজলভ্য বলে

            ঘ. স্বাস্থ্যকর বলে

            উত্তর : পবিত্র বলে

২০।       ত্রিপুরাদের কয়টি দফা বাংলাদেশে বাস করে?

            ক. ১২টি খ. ১৪টি

            গ. ১৬টি            ঘ. ২০টি

            উত্তর : ১৬টি

২১।       ত্রিপুরারা তাদের দলকে কী বলে?

            ক. রিফা            খ. দফা

            গ. রফা  ঘ. গিলা

            উত্তর : দফা

২২।       ওরাওঁদের গ্রামপ্রধান কী নামে পরিচিত?

            ক. মাহাতো        

            খ. কাত্রীয়

            গ. সাঙ্গিয়া         

            ঘ. ধরমী

            উত্তর : মাহাতো

২৩।      ওরাওঁদের সমাজব্যবস্থা কেমন?

            ক. পিতৃতান্ত্রিক   

            খ. মাতৃতান্ত্রিক

            গ. গোত্রভিত্তিক   

            ঘ. গ্রামভিত্তিক

            উত্তর : পিতৃতান্ত্রিক

 

বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন

১।         কোথায় বাংলাদেশের প্রাচীনতম ও বৃহৎ নগর পুণ্ড্রনগরের ধ্বংসাবশেষ রয়েছে?

            ক. সোনারগাঁওয়ে

            খ. লালবাগে

            ঘ. পাহাড়পুরে     

            ঘ. মহাস্থান গড়ে

            উত্তর : মহাস্থান গড়ে

২।         কোন নদীর তীরে মহাস্থান গড়ের অবস্থান?

            ক. মেঘনা          খ. করতোয়া

            গ. কর্ণফুলী         ঘ. যমুনা

            উত্তর : করতোয়া

৩।        ‘পুণ্ড্রনগর’ কোন আমলে প্রতিষ্ঠিত হয়?

            ক. পাল  খ. সেন

            গ. মৌর্য ঘ. গুপ্ত

            উত্তর : মৌর্য

৪।         বাংলার প্রাচীনতম শিলালিপির নাম কী?

            ক. ব্রাহ্মী শিলালিপি          খ. অশোকলিপি

            গ. বঙ্গলিপি                    ঘ. কুটিললিপি

            উত্তর : ব্রাহ্মী শিলালিপি


মন্তব্য