kalerkantho


জেএসসি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

বহু নির্বাচনী প্রশ্ন

মো. জাকির হোসেন, সিনিয়র শিক্ষক , বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা, ঢাকা   

১২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০১।        তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশের ফলে সমাজে বিভিন্ন ধরনের পরিবর্তন সূচিত হয়েছে। যেমন—

            ক. বেকারের সংখ্যা বেড়ে গেছে            

            খ. কর্মক্ষেত্র কমে গেছে

            গ. নতুন নতুন কর্মক্ষেত্রের সৃষ্টি হয়েছে   

            ঘ. সমাজে অদক্ষ লোকের সংখ্যা বেড়ে গেছে

২।         আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) অধ্যাপক—

            ক. ড. জামিলুর রেজা চৌধুরী   

            খ. ড. মুহাম্মদ জাফর ইকবাল

            গ. ড. ইকবাল কাদির   

            ঘ. ড. মোস্তাফা জব্বার

৩।        প্রযুক্তিতে জনগণের সংযুক্তি বাড়লে তাদের উৎপাদনশীলতা বাড়ে, ফলে কী হয়?

            ক. জনগণ অলস হয়ে পড়ে        

            খ. উৎপাদন খরচ বেড়ে যায়

            গ. মানুষের কর্মস্পৃহা কমে যায় 

            ঘ. নতুন কাজের সুযোগ তৈরি হয়

৪।        তথ্যপ্রযুক্তির ব্যবহারের ফলে একজন কর্মী—

            ক. কর্মস্পৃহা হারিয়ে ফেলে

            খ. দক্ষ হয়ে ওঠে

            গ. কর্মহীন হয়ে পড়ে

            ঘ. যন্ত্রমানবে পরিণত হয়

৫।        ব্যাংকের এটিএম মেশিনের মাধ্যমে কী করা যায়?

            ক. এক স্থান থেকে অন্য স্থানে টাকা পাঠানো যায়

            খ. যেকোনো সময় নগদ অর্থ তোলা যায়

            গ. পণ্যের মূল্য পরিশোধ করা যায়

            ঘ. যেকোনো সময় টাকা জমা করা যায়

৬।        মোবাইল ফোনের বিল পরিশোধের জন্য দেশে কতগুলো বিল পরিশোধকেন্দ্র রয়েছে?

            ক. প্রায় বিশ সহস্রাধিক

            খ. প্রায় ত্রিশ সহস্রাধিক

            গ. প্রায় চল্লিশ সহস্রাধিক

            ঘ. প্রায় পঞ্চাশ সহস্রাধিক

৭।        আউটসোর্সিং কী?

            ক. বৈদেশিক মুদ্রা অর্জন

            খ. প্রবাসীদের অর্থ উপার্জন

            গ. ইন্টারনেটের মাধ্যমে কাজ করে অর্থ উপার্জন           

            ঘ. ইন্টারনেটের মাধ্যমে গবেষণার তথ্যাদি সংগ্রহ

৮।       আউটসোর্সিং করতে কী লাগবে?

            ক. মোবাইল      খ. প্রিন্টার

            গ. ইন্টারনেট সংযোগ

            ঘ. মডেম

৯।        বাংলাদেশে ফ্রিল্যান্সারের আনুমানিক সংখ্যা—

            ক. প্রায় পাঁচ হাজার

            খ. প্রায় দশ হাজার

            গ. প্রায় বিশ হাজার      

            ঘ. ত্রিশ সহস্রাধিক

১০।      আউটসোর্সিংয়ের জন্য জনপ্রিয়—

            ক. www.esourcing.com          

            খ. www.yahoo.com

            গ. www.odesk.com

            ঘ. www.outsource.com

১১।      প্রতি এক হাজার ইন্টারনেট সংযোগের জন্য কতটি নতুন কাজের সুযোগ তৈরি হয়?

            ক. ৭৫   খ. ৮০

            গ. ৮৫  ঘ. ৯০

১২।      কোনটি আবিষ্কারের ফলে ঘরে বসেই অফিসের কাজের সুযোগ হয়েছে?

            ক. মোবাইল ফোন খ. কম্পিউটার

            গ. ইন্টারনেট     ঘ. অপটিক্যাল

উত্তর

গ ২. গ ৩. ঘ, ৪. খ ৫. খ ৬. খ ৭. গ ৮. গ ৯. ঘ ১০. গ ১১. খ ১২. গ


মন্তব্য