kalerkantho


প্রাথমিক শিক্ষা সমাপনী বাংলাদেশ ও বিশ্বপরিচয়

পাঠ প্রস্তুতি

তাহেরা-বিনতে-রহমান, সিনিয়র শিক্ষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, বেইলি রোড, ঢাকা   

১১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০জলবায়ু ও দুর্যোগ

সংক্ষিপ্ত প্রশ্ন

১।       বিশ্বের বিভিন্ন দেশে কেন নানা ধরনের দুর্যোগ ঘটে?

            উত্তর : প্রাকৃতিক ও সামাজিক কারণে বিশ্বের বিভিন্ন দেশে নানা ধরনের দুর্যোগ ঘটে।

২।       আবহাওয়া কাকে বলে?

            উত্তর : কোনো স্থানের স্বল্প সময়ের অর্থাৎ ১ থেকে ৭ দিনের বায়ু, তাপ, বৃষ্টিপাত প্রভৃতির গড় অবস্থাকে ওই স্থানের আবহাওয়া বলে।

৩।      জলবায়ু কাকে বলে?

            উত্তর : সাধারণত কোনো অঞ্চলের ৩০ বছরের বেশি সময়ের আবহাওয়ার গড়কেই জলবায়ু বলা হয়।

৪।       কিভাবে প্রকৃতির ক্ষতি হয়?

            উত্তর : কলকারখানা, যানবাহনের ধোঁয়া, বন-জঙ্গলের পরিমাণ কমে যাওয়া, নদী ধ্বংস হওয়া, জলাধার ভরাট করা ইত্যাদি কারণে প্রকৃতির ক্ষতি হয়।

৫।       জলবায়ু পরিবর্তনের ফলে কৃষিজমির কিভাবে ক্ষতি হয়?

            উত্তর : জলবায়ু পরিবর্তনের ফলে মাটির লবণাক্ততা বেড়ে কৃষিজমির ক্ষতি হয়।

৬।      বাংলাদেশ নানা দুর্যোগের সম্মুখীন হচ্ছে কেন?

            উত্তর : প্রতিনিয়ত জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ নানা দুর্যোগের সম্মুখীন হচ্ছে।

৭।       জলবায়ুর পরিবর্তন কেন ঘটছে?

            উত্তর : প্রাকৃতিক এবং মানুষের নানা ধরনের কর্মকাণ্ডের ফলে জলবায়ুর পরিবর্তন ঘটছে।

৮।      বাংলাদেশ কেন পৃথিবীর অন্যতম দুর্যোগপ্রবণ দেশে পরিণত হয়েছে।

            উত্তর : জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ পৃথিবীর অন্যতম দুর্যোগপ্রবণ দেশে পরিণত হয়েছে।

৯।       জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে কী ঘটছে?

            উত্তর : জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে প্রতিবছর অতিবৃষ্টি, বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন, খরা ইত্যাদি ঘটছে।

১০। জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশের কিভাবে ক্ষতি হচ্ছে?

            উত্তর : জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশের ক্ষতি হচ্ছে। যেমন—বন ধ্বংস হচ্ছে, কৃষিজমির উর্বরতা নষ্ট হচ্ছে, পানি ও বাতাস দূষিত হচ্ছে।

১১। জলবায়ু পরিবর্তনের ফলে কত সালের মধ্যে বাংলাদেশের ২০ শতাংশ এলাকা সমুদ্রে তলিয়ে যেতে পারে?

            উত্তর : জলবায়ু পরিবর্তনের ফলে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের ২০ শতাংশ এলাকা সমুদ্রে তলিয়ে যেতে পারে।

১২।     জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগের কারণে বাংলাদেশে কোন সমস্যাগুলো বহু গুণ বেড়ে যাচ্ছে।

            উত্তর : জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগের কারণে বাংলাদেশে মানুষের দারিদ্র্য, জনসংখ্যার ঘনত্বের মতো সমস্যাগুলো বহুগুণ বেড়ে যাচ্ছে।

১৩।    বন্যা ও ঘূর্ণিঝড়ের সময় মানুষ কোন ধরনের সংকটে পড়ে?

            উত্তর : বন্যা ও ঘূর্ণিঝড়ের সময় মানুষ আশ্রয়, পানি, খাদ্য, চিকিৎসা, কর্মসংস্থানের অভাবসহ বিভিন্ন সংকটে পড়ে।

১৪। বন্যা ও ঘূর্ণিঝড়ের সময় কোন ধরনের রোগ বেশি হয়?

            উত্তর : বন্যা ও ঘূর্ণিঝড়ের সময় পানিবাহিত রোগই বেশি হয়। যেমন—ডায়রিয়া, আমাশয়, চর্মরোগ ইত্যাদি।

১৫।    দুর্যোগের ফলে অনেক মানুষ কিভাবে জীবনযাপন করতে বাধ্য হয়?

            উত্তর : দুর্যোগের ফলে অনেক মানুষ সর্বস্ব হারিয়ে গ্রাম থেকে শহরে ভাসমান জনগোষ্ঠী হিসেবে জীবনযাপন করতে বাধ্য হয়।

১৬।    বাংলাদেশে কত ভাগ এলাকায় বিভিন্ন ধরনের দুর্যোগ ঘটে?

            উত্তর : বাংলাদেশে শতকরা প্রায় ৬৪ ভাগ এলাকায় বিভিন্ন ধরনের দুর্যোগ ঘটে।

১৭।     বাংলাদেশে বেশি দুর্যোগপ্রবণ এলাকা কোনগুলো?

            উত্তর : বাংলাদেশে বেশি দুর্যোগপ্রবণ এলাকাগুলো হলো—দক্ষিণের সমুদ্র উপকূলীয় অঞ্চল, উত্তরাঞ্চল, চর, হাওর ও নদীবর্তী অঞ্চল।

১৮।   নদীভাঙনের প্রাকৃতিক কারণগুলো কী কী?

            উত্তর : নদীভাঙনের প্রাকৃতিক কারণগুলো হলো জোয়ার-ভাটা, ভূমিকম্প ইত্যাদি।

১৯।    নদীভাঙনের মানবসৃষ্ট কারণগুলো কী কী?

            উত্তর : নদীভাঙনের মানবসৃষ্ট কারণগুলোর মধ্যে রয়েছে অপরিকল্পিত নদী খনন, বালু উত্তোলন, নদীতীরবর্তী গাছপালা কাটা ইত্যাদি।

২০।     নদীভাঙনের অন্যতম কারণ কোনটি?

            উত্তর : মারাত্মক বন্যা নদীভাঙনের অন্যতম কারণ।

২১।     বাংলাদেশের নদীগুলোর পাড় ভেঙে যায় কেন?

            উত্তর : জোয়ার-ভাটা, ভূমিকম্প ইত্যাদি প্রাকৃতিক কারণ এবং অপরিকল্পিত নদী খনন, বালু উত্তোলন ও নদীতীরবর্তী গাছপালা কাটা ইত্যাদি মানবসৃষ্ট কারণে বাংলাদেশের নদীগুলোর পাড় ভেঙে যায়।

২২।     বাংলাদেশে প্রতিবছর কী পরিমাণ জমি নদীভাঙনের শিকার হয়?

            উত্তর : বাংলাদেশে প্রতিবছর প্রায় ১০,০০০ হেক্টর জমি নদীভাঙনের শিকার হয়।

২৩।    খরা কেন হয়?

            উত্তর : দীর্ঘকাল ধরে শুষ্ক আবহাওয়া ও অপর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে খরা হয়।

২৪।     বাংলাদেশে কী কী কারণে বায়ুমণ্ডল শুষ্ক হয়?

            উত্তর : বাংলাদেশে অতিরিক্ত জনসংখ্যা, অপরিকল্পিত উন্নয়ন, গাছপালা কেটে ফেলা, বায়ুদূষণ ইত্যাদি বায়ুমণ্ডলকে শুষ্ক করে ফেলে।

২৫।     বাংলাদেশের কোন জেলাগুলোতে খরার প্রবণতা বেশি?

            উত্তর : বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলো যেমন—দিনাজপুর, রংপুর, বগুড়া ও রাজশাহী অঞ্চলে খরার প্রবণতা বেশি।

২৬। জলবায়ু পরিবর্তনের ফলে কোন অঞ্চল তপ্ত হয়ে ওঠে?

            উত্তর : জলবায়ু পরিবর্তনের ফলে খরাপীড়িত অঞ্চল তপ্ত হয়ে ওঠে।

 

 

বাংলাদেশের কয়েকটি ক্ষুদ্র জাতিসত্তা ও তাদের সংস্কৃতি

বহু নির্বাচনী প্রশ্ন

১।       কোন ক্ষুদ্র জাতিসত্তা ‘আচিকমান্দি’ নামে পরিচিত?

            ক. ম্রো খ. গারো

            গ. ত্রিপুরা         ঘ. ওঁরাও

            উত্তর : গারো

২।       ম্রো সমাজের মানুষ প্রধানত কোন ধর্মাবলম্বী?

            ক. খ্রিস্ট          খ. সনাতন

            গ. সাংসারেক  ঘ. বৌদ্ধ

            উত্তর : বৌদ্ধ

৩।      বাংলাদেশে ওঁরাওদের কয়টি দল আছে?

            ক. একটি         খ. দুইটি

            গ. তিনটি        ঘ. চারটি

            উত্তর : তিনটি

৪।       ‘বৈসু’ উৎসবের আকর্ষণীয় অনুষ্ঠান হলো—

            ক. গরয়া নৃত্য           খ. ফাগুয়া

            গ. ওয়াংগালা   ঘ. কের

            উত্তর : গরয়া নৃত্য


মন্তব্য