kalerkantho


সপ্তম শ্রেণি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

বহু নির্বাচনী প্রশ্ন

সৈয়দ আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা   

১১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০১।       তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করা হয়—

            ক. শুধু ব্যাংকিং প্রয়োজনে

            খ. শুধু রাষ্ট্রীয় প্রয়োজনে

            গ. শুধু গবেষণায়     

            ঘ. মানুষের বিভিন্ন প্রয়োজনে

২।       সর্বপ্রথম কোন কাজে তথ্যপ্রযুক্তির ব্যবহার হয়েছিল?

            ক. ছাপার কাজে       

            খ. বৈজ্ঞানিক গবেষণায়

            গ. ব্যক্তিগত যোগাযোগে      

            ঘ. এটিএম বুথে

৩।      ধীরে ধীরে বুদ্ধিমান একটি যন্ত্র হয়ে দাঁড়াচ্ছে কোনটি?

            ক. রোবট                   

            খ. মোবাইল টেলিফোন

            গ. কম্পিউটার                       

            ঘ. স্কেনার

৪।       GPS-এর পূর্ণ রূপ হচ্ছে—

            ক. Global Positioning System

            খ. Gate Passing System

            গ. Global Passing Server

            ঘ. Global Pointing System

৫।       নিউট্রিনো সম্পর্কে চমৎকার একটি লেখা সাগর কোথায় পড়ে নিল?

            ক. ই-বুক রিডারে      খ. গুগল প্লাসে

            গ. পিপীলিকায়                        ঘ. উইকিপিডিয়ায়

৬।      আমাদের দেশে কাগজ ছাড়া সবচেয়ে চমকপ্রদ কাজটি হচ্ছে—

            ক. ছবি তোলা                      

            খ. লেখা ছাপানো

            গ. ভোটের মেশিন

            ঘ. ভর্তি কার্যক্রম সম্পন্ন করা

৭।       যারা কাজ করছে তারা সশরীরে কেউ অফিসে নেই; কিন্তু অফিসের কাজ চলছে—এ রকম অফিসের নাম কী?

            ক. কাগজবিহীন অফিস       

            খ. ভার্চুয়াল অফিস

            গ. অটোমেটিক অফিস        

            ঘ. ডিজিটাল অফিস

৮।      ভার্চুয়াল অফিসে কাজ চলে—

            ক. রাতে ১২ ঘণ্টা   

            খ. দিনে ১২ ঘণ্টা

            গ. রাত-দিনের প্রথম ১৬ ঘণ্টা     

            ঘ. রাত-দিন ২৪ ঘণ্টা

৯।       আউটসোর্সিংয়ে কাজ করার জন্য যা দরকার—

            i. কম্পিউটার

            ii. ইন্টারনেট সংযোগ

            iii. প্রোগ্রামিংয়ে দক্ষতা

            ওপরের তথ্যের আলোকে নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii                   খ. ii ও iii     

            গ. i ও iii                  ঘ. i, ii ও iii

১০।    বিপজ্জনক কাজগুলো করার জন্য আস্তে আস্তে দায়িত্ব দেওয়া হচ্ছে—

            ক. রোবটদের            

            খ. অভিজ্ঞদের

            গ. সাহসী মানুষদের 

            ঘ. দরিদ্র মানুষদের

১১।     শিক্ষক ক্লাসরুমে পড়াবেন, ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন জায়গার অসংখ্য শিক্ষার্থী ক্লাসে অংশ নিতে পারবে—এ ধরনের ক্লাসের নাম কী?

            ক. ই-ক্লাসরুম             খ. ই-লেসন

            গ. ই-এডুকেশন                        ঘ. সবগুলো

১২।     সামাজিক চাহিদা পূরণের ব্যাপারগুলোকে হাতের মুঠোয় নিয়ে এসেছে কোনটি?

            ক. কম্পিউটার                      

            খ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

            গ. মোবাইল                

            ঘ. টেলিফোন ও টেলিগ্রাম

১৩।    ছবি আপলোড করার জন্য ইন্টারনেটে যেসব সাইট রয়েছে এর মধ্যে জনপ্রিয় হচ্ছে—

            i. picasa.google.com   

            ii. www.yahoo.com

            iii. www.flickr.com

            ওপরের তথ্যের আলোকে সঠিক কোনটি—

            ক. i                           খ. i ও ii 

            গ. i ও iii                      ঘ. i, ii ও iii

১৪।     ভিডিও শেয়ারিংয়ের জন্য গুরুত্বপূর্ণ সাইট কোনটি?

            ক. www.facebook.com          

            খ. www.myspacc.com

            গ. www.twitter.com    

            ঘ. www.youtube.com

১৫।    সামাজিক যোগাযোগের সাইটগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোনটি?

            ক. মাইস্পেস   

            খ. ফেসবুক    

            গ. লিংকডইন 

            ঘ. গুগল প্লাস

উত্তর

১. ঘ  ২. গ ৩. খ ৪. ক ৫. খ ৬. গ ৭. খ ৮. ঘ ৯. ঘ ১০. ক ১১. ক ১২. খ ১৩. গ ১৪. ঘ ১৫. খ


মন্তব্য