kalerkantho


দ্বাদশ শ্রেণি সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র

বহু নির্বাচনী প্রশ্ন

আবুল কালাম আল মাহমুদ, প্রভাষক,অমৃত লাল দে মহাবিদ্যালয়,বরিশাল   

১০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০১।       কোনটি নগর সংস্কৃতির বৈশিষ্ট্য?

            ক. কুসংস্কার   খ. ধর্মানুরাগী

            গ. কৃষি                ঘ. নারী স্বাধীনতা

২।       কাকে বাংলাদেশের সমাজবিজ্ঞানের জনক বলা হয়?

            ক. ড. অনুপম সেনকে

            খ. ড. রঙ্গলাল সেনকে

            গ. এ কে নামুল করিমকে

            ঘ. অগাস্ট কোঁৎকে

৩।      অধ্যাপক ড. এ কে নাজমুল করিম কত সালে জন্মগ্রহণ করেন?

            ক. ১৯১৫ সালে         খ. ১৯১৮ সালে

            গ. ১৯২০ সালে          ঘ. ১৯২২ সালে

৪।       সামাজিক বিজ্ঞানের জন্ম হয়েছে কিভাবে?

            ক. সমাজচর্চার মাধ্যমে

            খ. ধর্মচর্চার মাধ্যমে

            গ. জ্ঞানচর্চার মাধ্যমে

            ঘ. বিজ্ঞানচর্চার মাধ্যমে

৫।       সামাজিক বিজ্ঞান চর্চার অগ্রনায়ক হিসেবে পরিচিতি হলেন—

            i. সক্রেটিস       ii. প্লেটো

            iii. অ্যারিস্টটল

            নিচের কোনটি সঠিক?

            ক.  i ও ii              খ. ii ও iii

            গ. i ও iii             ঘ. i, ii ও iii

 

            নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৬ ও ৭ নম্বর প্রশ্নের  উত্তর দাও :

            শাহানা ঢাকায় বসবাস করেন। এর আগে তিনি বহুদিন আমেরিকায় ছিলেন। দেশে ফিরে সামাজিক রীতিনীতি সম্পর্কে জানার চেষ্টা করছেন।

৬।      শাহানা সামাজিক রীতিনীতি জানার জন্য কোন বিষয়ের সহায়তা নিতে পারেন?

            ক. পৌরনীতি  খ. সমাজবিজ্ঞান

            গ. অর্থনীতি    ঘ. ইতিহাস

৭।       শাহানা সামাজিক রীতিনীতি জানতে পারলে—

            i. অন্যের অভ্যাস বুঝতে পারবেন

            ii. অন্যের সঙ্গে ভালোভাবে মিশতে পারবেন

            iii. অর্থনৈতিক উন্নতি সাধন করতে পারবেন

            নিচের কোনটি সঠিক?

            ক.  i ও ii              খ. ii ও iii

            গ. i ও iii             ঘ. i, ii ও iii

৮।      ‘Changing Society in India and Pakistan’ গ্রন্থটি কার লেখা?

            ক. রঙ্গলাল সেনের

            খ. ড. অনুপম সেনের

            গ. এ কে নাজমুল করিমের

            ঘ. মোকাররম হোসেনের

৯।       বাংলাদেশের সমাজবিজ্ঞান বিকাশে জাতিসংঘের কোন সংস্থা অবদান রেখেছে বলে তোমার মনে হয়?

            ক. ইউনেসকো

            খ. আইএলও

            গ. ইউনিসেফ

            ঘ. বিশ্বস্বাস্থ্য সংস্থা

১০।    সমাজবিজ্ঞানের জনক হিসেবে পরিচিত কে?

            ক. ম্যাকাইভার

            খ. অগাস্ট কোঁৎ

            গ. ইবনে খালদুন

            ঘ. হার্বার্ট স্পেন্সার

১১।     ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ চালু হয় কত সালে?

            ক. ১৭৫৭ সালে          খ. ১৯২১ সালে

            গ. ১৯৫২ সালে          ঘ. ১৯৫৭ সালে

১২।     সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে একজন মানুষ সমাজের—

            i. আত্মসচেতন সদস্য হিসেবে গড়ে ওঠার সুযোগ পায়

            ii. শ্রেণিসচেতন সদস্য হিসেবে গড়ে ওঠার সুযোগ পায়

            iii. উচ্ছৃঙ্খল জীবনযাপনের প্রতি আকৃষ্ট হয়

            নিচের কোনটি সঠিক?

            ক.  i ও ii              খ. ii ও iii

            গ. i ও iii             ঘ. i, ii ও iii

১৩।    সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে অর্জিত জ্ঞান যেসব ক্ষেত্রে ভূমিকা রাখে—

            i. বাল্যবিবাহ প্রতিরোধ

            ii. যৌতুক প্রথা নিরসন

            iii. নারী নির্যাতন প্রতিরোধ

            নিচের কোনটি সঠিক?

            ক.  i ও ii              খ. ii ও iii

            গ. i ও iii             ঘ. i, ii ও iii

১৪।     অগাস্ট কোঁৎ কোন দেশের সমাজবিজ্ঞানী ছিলেন?

            ক. যুক্তরাষ্ট্র     খ. যুক্তরাজ্য

            গ. ফ্রান্স           ঘ. ইতালি

১৫।    বাংলাদেশের সমাজবিজ্ঞান বিকাশের অগ্রপথিক কে ছিলেন?

            ক. ফজলুল করিম

            খ. ড. নাজমুল করিম

            গ. ড. রঙ্গলাল সেন

            ঘ. ড. সৈয়দ আহম্মেদ

১৬।    বর্তমানে কোন বিষয়টি মানবতাবাদী বিজ্ঞান হিসেবে বিশ্বে স্বীকৃত?

            ক. রাষ্ট্রবিজ্ঞান           খ. নৃবিজ্ঞান

            গ. মনোবিজ্ঞান           ঘ. সমাজবিজ্ঞান

১৭।     বাংলাদেশে সমাজবিজ্ঞান বিভাগ কত সালে একটি স্বতন্ত্র বিভাগের মর্যাদা অর্জন করে?

            ক. ১৯৫৬ সালে        খ. ১৯৫৭ সালে

            গ. ১৯৫৮ সালে         ঘ. ১৯৫৯  সালে

১৮।   ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান চালু হয় কোন আন্তর্জাতিক সংস্থার সহায়তায়?

            ক. ওআইসির  খ. জাতিসংঘের

            গ. ইউনিসেফের          ঘ. ইউনেসকোর

 

            নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও :

            কামরুল হাসান বিশ্ববিদ্যালয়ে যে বিষয়টি পড়ান সেটি ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউনেসকোর যৌথ সহযোগিতা ও সাহায্যে ১৯৫৭-৫৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্র বিভাগ হিসেবে প্রথম আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে।

১৯।    অনুচ্ছেদে কোন বিষয়টির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

            ক. সমাজকল্যাণ         খ. সমাজবিজ্ঞান

            গ. রাষ্ট্রবিজ্ঞান            ঘ. অর্থনীতি

২০।     উক্ত বিষয় সম্পর্কে প্রযোজ্য তথ্য হলো—

            i. সমাজের বিজ্ঞান

            ii. মানুষের বিজ্ঞান

            iii. বিজ্ঞানভিত্তিক অধ্যয়ন

            নিচের কোনটি সঠিক?

            ক.  i ও ii              খ. ii ও iii

            গ. i ও iii             ঘ. i, ii ও iii

২১।     অগাস্ট কোঁৎ তাঁর প্রধান গ্রন্থে মানবজ্ঞানকে ভাগ করে—

            i. ধর্মকেন্দ্রিক 

            ii. অতীন্দ্রিয়

            iii. দৃষ্টবাদী

            নিচের কোনটি সঠিক?

            ক.  i ও ii              খ. ii ও iii

            গ. i ও iii             ঘ. i, ii ও iii

উত্তর

ঘ ২. গ ৩. ঘ ৪. ক ৫. খ ৬. খ ৭. ক ৮. গ ৯. ক ১০. খ ১১. ঘ ১২. ক ১৩. ঘ ১৪. গ ১৫. খ ১৬. ঘ ১৭. খ ১৮. ঘ ১৯. খ ২০. গ ২১. ঘ


মন্তব্য