kalerkantho


প্রাথমিক শিক্ষা সমাপনী : গণিত

বহু নির্বাচনী প্রশ্ন

মাকসুদা বেগম ,প্রধান শিক্ষক আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় মতিঝিল, ঢাকা   

৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০শতকরা

 

যোগ্যতাভিত্তিক :

 

১।    ০.৭ কে শতকরায় প্রকাশ করলে কত হবে?

     ক. ৭%     খ. ১০%

     গ. ১৭%    ঘ. ৭০%

     উত্তর : ৭০%

২।    ৭৫% কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে ভগ্নাংশটি কিরূপ হবে?

     ক. প্রকৃত    খ. অপ্রকৃত

     গ. মিশ্র     ঘ. দশমিক

     উত্তর : প্রকৃত

৩।    ৬০ টাকায় ৩ টাকা লাভ হলে, শতকরা লাভ কত?

     ক. ৩%     খ. ৫%

     গ. ৮০%    ঘ. ১০%

     উত্তর : ৫%

৪।    ৪ এর ৭৫% = কত?

     ক. ৬       খ. ৫

     গ. ৪       ঘ. ৩

     উত্তর : ৩

৫।    বার্ষিক পরীক্ষায় সুমি ৮০০ নম্বরের মধ্যে ৫২০ নম্বর পেল। সে শতকরা কত নম্বর পেল?

     ক. ৬০%    খ. ৬৫%

     গ. ৭০%    ঘ. ৮৫%

     উত্তর : ৬৫%

৬।    শতকরা একটি ভগ্নাংশ প্রতি ক্ষেত্রে যার—

     ক. লব ১০  

     খ. হর ১০

     গ. লব ১০০  ঘ. হর ১০০

     উত্তর : হর ১০০

৭।    শতকরা শব্দটিকে সংক্ষেপে কোন চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়?

     ক. .       খ. %

     গ. :       ঘ. /

     উত্তর : %

৮।    কোন ভগ্নাংশের হর সর্বদা ১০০?

     ক. মিশ্র    

     খ. প্রকৃত

     গ. শতকরা

     ঘ. অপ্রকৃত

     উত্তর : শতকরা

৯।    কোন ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করলে মান ১০০% এর  বেশি হয়?

     ক. প্রকৃত ভগ্নাংশ

     খ. অপ্রকৃত ভগ্নাংশ

     গ. সাধারণ ভগ্নাংশ

     ঘ. দশমিক ভগ্নাংশ

     উত্তর : অপ্রকৃত ভগ্নাংশ

১০।   কোনভাবে হিসাব করলে লাভ কত জানা যায়?

     ক. ক্রয়মূল্য — বিক্রয়মূল্য

     খ. বিক্রয়মূল্য — ক্রয়মূল্য

     গ. ক্রয়মূল্য + বিক্রয়মূল্য

     ঘ. বিক্রয়মূল্য গু ক্রয়মূল্য

     উত্তর : বিক্রয়মূল্য —ক্রয়মূল্য

১১।   কোনটি থেকে লোকসান পাওয়া যাবে?

     ক. ক্রয়মূল্য—বিক্রয়মূল্য

     খ. বিক্রয়মূল্য—ক্রয়মূল্য

     গ. ক্রয়মূল্য—বিক্রয়মূল্য

     ঘ. বিক্রয়মূল্য—ক্রয়মূল্য

     উত্তর : ক্রয়মূল্য—বিক্রয়মূল্য

১২।   কী হলে লাভ হয়?

     ক. ক্রয়মূল্য > বিক্রয়মূল্য

     খ. বিক্রয়মূল্য > ক্রয়মূল্য

     গ. ক্রয়মূল্য = বিক্রয়মূল্য

     ঘ. ক্রয়মূল্য + বিক্রয়মূল্য

     উত্তর : বিক্রয়মূল্য > ক্রয়মূল্য

১৩।   কোন ক্ষেত্রে ক্ষতি হয়?

     ক. বিক্রয়মূল্য > ক্রয়মূল্য

     খ. বিক্রয়মূল্য + ক্রয়মূল্য

     গ. ক্রয়মূল্য > বিক্রয়মূল্য

     ঘ. বিক্রয়মূল্য = ক্রয়মূল্য

     উত্তর : ক্রয়মূল্য > বিক্রয়মূল্য


মন্তব্য