kalerkantho


জেএসসি প্রস্তুতি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

বহু নির্বাচনী প্রশ্ন

মো. আসাদুজ্জামান, প্রভাষক,রাজউক উত্তরা মডেল কলেজ, উত্তরা, ঢাকা   

৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০জেএসসি প্রস্তুতি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

১।       ওআইসি কখন গঠিত হয়?

            ক. ১৯৭৪ সালে

            খ. ১৯৬৭ সালে

            গ. ১৯৬৯ সালে

            ঘ. ১৯৬৮ সালে

২।       ওআইসির সদর দপ্তর কোথায় অবস্থিত?

            ক. জেদ্দা

            খ. দুবাই

            গ. রাবাত

            ঘ. কুয়ালালামপুর

৩।      ওআইসির সদস্য রাষ্ট্র কয়টি?

            ক. ৩৭টি

            খ. ৪৭টি

            গ. ৫৭টি

            ঘ. ৬৭টি

৪।       বাংলাদেশ কখন ওআইসির সদস্যপদ লাভ করে?

            ক. ১৯৭২ সালে

            খ. ১৯৭৩ সালে

            গ. ১৯৭৪ সালে

            ঘ. ১৯৭৫ সালে

৫।       কত সালে স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয়?

            ক. ১৯৪৭ সালে

            খ. ১৯৫৭ সালে

            গ. ১৯৬৭ সালে

            ঘ. ১৯৯২ সালে

৬।      ইউরোপীয় ইউনিয়নের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?

            ক. ব্রাসেলস

            খ. জেনেভা

            গ. স্টকহোম

            ঘ. প্যারিস

৭।       ইউরোপীয় ইউনিয়নের প্রধান কার্যালয় কোন দেশে অবস্থিত?

            ক. ফ্রান্স

            খ. পর্তুগাল

            গ. বেলজিয়াম

            ঘ. নেদারল্যান্ডস

৮।      ইউরোপীয় ইউনিয়নের একক মুদ্রার নাম কী?

            ক. দিনার

            খ. ইউরো

            গ. ইকো

            ঘ. ডলার

৯।       আফ্রিকান ইউনিয়ন কখন গঠিত হয়?

            ক. ২০০০ সালে

            খ. ২০০১ সালে

            গ. ২০০২ সালে

            ঘ. ২০০৩ সালে

১০।    আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত?

            ক. আদ্দিস আবাবা

            খ. জর্জটাউন

            গ. মিসর

            ঘ. দামেস্ক

১১।     বাংলাদেশে কত সালে ইউনেসকো কমিশন গঠিত হয়?

            ক. ১৯৬৫ সালে

            খ. ১৯৬৪ সালে

            গ. ১৯৭২ সালে

            ঘ. ১৯৭৩ সালে

১২।     বাংলাদেশে মোট চাহিদার কত অংশ সিমেন্ট তৈরি হয়?

            ক. ১/৩ অংশ

            খ. ১/২ অংশ

            গ. ১/৪ অংশ

            ঘ. ২/৩ অংশ

১৩।    শিক্ষা মানুষের কোন ধরনের অধিকার?

            ক. আইনগত অধিকার

            খ. রাজনৈতিক অধিকার

            গ. সামাজিক অধিকার

            ঘ. জন্মগত অধিকার

১৪।     মধ্যপ্রাচ্যের দেশ নয় কোনটি?

            ক. কাতার

            খ. মরোক্ক

            গ. জাপান

            ঘ. লিবিয়া

১৫।    মধ্যপ্রাচ্যের দেশ কোনটি?

            ক. কানাডা

            খ. মালয়েশিয়া

            গ. জার্মানি

            ঘ. কুয়েত

১৬।    নিকট ও দূরপ্রাচ্যের দেশগুলোর অন্তর্ভুক্ত নয় কোন দেশটি?

            ক. মালয়েশিয়া

            খ. সিঙ্গাপুর

            গ. কোরিয়া

            ঘ. মিসর

১৭।     বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য মতে, ২০১০ সালের মার্চ মাস পর্যন্ত কতজন বাংলাদেশি বিদেশে কর্মরত ছিল?

            ক. ৩৯ লাখ

            খ. ৪৯ লাখ

গ. ৫৯ লাখ

ঘ. ৬৯ লাখ

১৮।   বিশ্বব্যাংকের হিসাব মতে, ২০০৮ সালে বিশ্বের সর্বোচ্চ রেমিট্যান্সপ্রাপ্ত দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কত ছিল?

            ক. ১০তম

            খ. ১১তম

            গ. ১২তম

            ঘ. ৮তম

১৯।    জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগগুলো হলো—

            ক. গণশিক্ষার প্রাধান্য

            খ. নারী শিক্ষা

            গ. চিকিৎসাসেবা নিশ্চিত করা

            গ. সবগুলো

২০।     স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যেসব অনুষ্ঠান মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করেছিল—

            i. সংবাদ পরিক্রমা

            ii. চরমপত্র

            iii. বজ্রকণ্ঠ

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

২১।     ১৯৭১ সালের ৮ ও ৯ ডিসেম্বরের মধ্যে           অঞ্চল মিত্রবাহিনীর দখলে আসে—

            i. কুমিল্লা         

ii. নোয়াখালী

            iii. যশোর

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

২২।     ১৯৭১ সালের ১১ থেকে ১২ ডিসেম্বরের মধ্যে যেসব অঞ্চল শত্রুমুক্ত হয়—

            i. রাজশাহী

            ii. খুলনা

            iii. ময়মনসিংহ

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

২৩।    বাংলাদেশের শেরাটন হোটেল বিভিন্ন সময় যেসব নামে পরিচিত হয়—

            i. হোটেল ইন্টারকন্টিনেন্টাল

            ii. হোটেল সুন্দরবন

            iii. রূপসী বাংলা

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

২৪।     মুক্তিযুদ্ধের সময় যেসব অঞ্চলে অপারেশন জ্যাকপট পরিচালিত হয়—

            i. চট্টগ্রাম বন্দর

            ii. বাংলাবান্দা বন্দর

            iii. মংলা বন্দর

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

২৫।     মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা বিরোধিতাকারীদের নির্যাতনের ধরন ছিল—

            i. হত্যা

            ii. অগ্নিসংযোগ

            iii. নারী নির্যাতন

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

২৬।    মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা বিরোধিতাকারীরা যাদের তালিকা পাক বাহিনীর কাছে দিত—

            i. মুক্তিযোদ্ধা

            ii. মুক্তিকামী বাঙালি

            iii. রক্ষণশীল বাঙালি

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

২৭।     ১৯৭১ সালে গঠিত ঢাকা নাগরিক শান্তি কমিটির অন্তর্ভুক্ত দল ছিল—

            i. জামায়াতে ইসলামী

            ii. পিপিপি

            iii. মুসলিম লীগ

            নিচের কোনটি সঠিক?

 ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

২৮।    বাংলায় সুলতানি শাসন প্রতিষ্ঠিত হয় কত সালে?

            ক. ১২৩৮

            খ. ১৩৩৮

            গ. ১৬৪৮

            ঘ. ১২০৪

২৯।    ওয়েস্টফালিয়ার চুক্তি কত সালে সম্পাদিত হয়?

            ক. ১২৩৮

            খ. ১৩৩৮

            গ. ১৬৪৮

            ঘ. ১২০৪

৩০।    বার্নিয়ার কোন দেশের নাগরিক?

            ক. ইংল্যান্ড

            খ. জার্মানি

            গ. ফ্রান্স

            ঘ. ইরান

৩১। শায়েস্তা খাঁ কত বছর বাংলার সুবাদার ছিলেন?

            ক. ১০ বছর

            খ. ১১ বছর

            গ. ১২ বছর

            ঘ. ১৩ বছর

৩২।    সিরাজউদ্দৌলা কত বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন?

            ক. ১৮ বছর

            খ. ২০ বছর

            গ. ২২ বছর

            ঘ. ২৩ বছর

৩৩। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয়?

            ক. ১৩৯৮

            খ. ১৬০০

            গ. ১৬১৬

            ঘ. ১৬৪৮

৩৪।    নবাব আলীবর্দী খাঁ কত সালে মৃত্যুবরণ করেন?

ক. ১৭৫৭

            খ. ১৫৬৫

            গ. ১৫৫৬

            ঘ. ১৭৫৬

৩৫।    চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রচলিত হয়?

            ক. ১৭৮৬

            খ. ১৭৮৭

            গ. ১৭৯৩

            ঘ. ১৭৬৮

৩৬।   ব্রিটিশ পার্লামেন্ট কত সালে বাংলায় ভূমি রাজস্ব ব্যবস্থা গভর্নর জেনারেলের ওপর অর্পণ করে?

            ক. ১৭৮৬     খ. ১৭৮৭

            গ. ১৭৯৩       ঘ. ১৭৬৮

৩৭।    ছিয়াত্তরের মন্বন্তরের আগে কত সাল থেকে খরা ও অনাবৃষ্টি শুরু হয়?

            ক. ১৭৮৬       খ. ১৭৮৭

            গ. ১৭৯৩       ঘ. ১৭৬৮

৩৮।   কত সালে বাংলা প্রদেশকে বিভক্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়?

            ক. ১৮৫৩     খ. ১৮২১

            গ. ১৯০৩      ঘ. ১৯০৫

৩৯।   শ্রীরামপুরে কত সালে মুদ্রণযন্ত্র স্থাপন করা হয়?

            ক. ১৮৫৩     খ. ১৮২১      

            গ. ১৭৯১       ঘ. ১৮৫৭

৪০।    কত সালে বাংলা প্রদেশকে বিভক্ত করা হয়?

            ক. ১৮৫৩

            খ. ১৮২১

            গ. ১৯০৩

            ঘ. ১৯০৫

উত্তরগুলো মিলিয়ে নাও

১. গ ২. ক ৩. গ ৪. ঘ ৫. খ ৬. ক ৭. গ ৮. খ ৯. গ ১০. খ ১১. ঘ ১২. খ ১৩. ঘ ১৪. গ ১৫. ঘ ১৬. ঘ ১৭. গ  ১৮. গ ১৯. ঘ ২০. গ ২১. ক ২২. ঘ ২৩. খ ২৪. খ ২৫. ঘ ২৬. ক ২৭. খ ২৮. খ ২৯. গ ৩০. গ ৩১. খ ৩২. গ ৩৩. খ ৩৪. ঘ ৩৫. গ ৩৬. ক ৩৭. ঘ ৩৮. গ ৩৯. খ ৪০. ঘমন্তব্য