kalerkantho


প্রাথমিক শিক্ষা সমাপনী বাংলাদেশ ও বিশ্বপরিচয়

মো. জয়নাল আবেদীন, প্রধান শিক্ষক ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা   

৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০১।    রাষ্ট্র পরিচালনার অর্থ কোনটি থেকে সরবরাহ করা হয়?

     ক. ব্যবসায়ীদের দেওয়া কর

খ. চাকরিজীবীদের দেওয়া কর

গ. নাগরিকের দেওয়া কর

ঘ. কৃষকদের দেওয়া কর

     উত্তর : গ

২।    বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতি কী?

     ক. ধর্মনিরপেক্ষতা

খ. সমাজতন্ত্র

গ. গণতন্ত্র

     ঘ. জাতীয়তাবাদ

     উত্তর : গ

৩।    গণতন্ত্রে কোনটি গ্রহণযোগ্য নয়?

     ক. জোর করে মত চাপিয়ে দেওয়া

খ. পরমতসহিষ্ণুতা

গ. সহনশীলতা

ঘ. শান্তি ও সম্প্রীতি

     উত্তর : ক

৪।    জীবনের সব ক্ষেত্রে আমরা কিরূপ আচরণ করব?

     ক. সহনশীল

খ. পরমতসহিষ্ণু

গ. গণতান্ত্রিক

ঘ. সহযোগিতামূলক

     উত্তর : গ

৫।    ৪০০ বছর পূর্বে তিব্বত থেকে আসা নৃগোষ্ঠীর নিজস্ব ভাষা কী?

     ক. মনথেমে

খ. ম্রো

গ. আচিক

ঘ. ককবরক

     উত্তর : গ

৬।    বান্দরবানের চিম্বুক পাহাড়ে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম কী?

     ক. খাসি

খ. ম্রো

গ. গারো

ঘ. ওঁরাও

     উত্তর : খ

৭।    ‘মনখেমে’ কী?

     ক. ধর্ম

খ. ভাষা

গ. জাতি

     ঘ. গোষ্ঠী

     উত্তর : খ

৮।    বর্তমানে বেশির ভাগ গারো কোন ধর্মাবলম্বী?

     ক. হিন্দু

খ. খ্রিস্টান

গ. বৌদ্ধ

ঘ. সনাতনী

     উত্তর : খ

৯।    জাতিসংঘের কোন পরিষদ বিশ্বের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করে?

     ক. সাধারণ পরিষদ

খ. অছি পরিষদ 

গ. নিরাপত্তা পরিষদ 

ঘ. সচিবালয়

     উত্তর : ক

১০।   বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সংঘ গঠিত হয়, যার সদস্য সংখ্যা ১৯৩। এর নাম কী?

     ক. জাতিসংঘ

খ. জাতিপুঞ্জ

গ. ইউনেসকো

ঘ. ইউএনডিপি

     উত্তর : ক

১১।   জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কী?

     ক. কফি আনান

খ. বান কি মুন

গ. বারাক ওবামা

ঘ. কুট ওয়ার্ল্ড হেইম

     উত্তর : খ

১২।   বর্তমানে জাতিসংঘের কোন পরিষদের কাজ নেই বললেই চলে?

     ক. সাধারণ পরিষদ

খ. অছি পরিষদ 

গ. নিরাপত্তা পরিষদ 

ঘ. সামাজিক পরিষদ

     উত্তর : খ

১৩।   ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত?

     ক. নিউ ইয়র্ক

খ. জেনেভায়

গ. লন্ডনে

ঘ. ওয়াশিংটনে

     উত্তর : ক

১৪।   নেপাল ও ভারত সার্কের সদস্য। এতে দুটি দেশের ক্ষেত্রে কোনটি ঘটবে?

     ক. ভ্রাতৃত্ব সৃষ্টি

খ. ঝগড়া সৃষ্টি

গ. দ্বন্দ্ব সৃষ্টি

ঘ. মতবিরোধ সৃষ্টি

     উত্তর : ক

১৫।   জাতিসংঘের কোন পরিষদ বিশ্বের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করে?

     ক. সাধারণ পরিষদ

খ. অছি পরিষদ 

গ. নিরাপত্তা পরিষদ 

ঘ. সচিবালয়

     উত্তর : ক

১৬।   খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তর কোথায়?

     ক. রোমে

খ. জেনেভায়

গ. লন্ডনে

ঘ. ওয়াশিংটনে

     উত্তর : ক


মন্তব্য