kalerkantho


সপ্তম শ্রেণি : বাংলা প্রথম পত্র

বহুনির্বাচনী প্রশ্ন

মো. সুজাউদ দৌলা, প্রভাষক রাজউক উত্তরা মডেল কলেজ উত্তরা, ঢাকা   

৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০নাটিকা : সেই ছেলেটি

মামুনুর রশীদ

 

১।   আরজু তার বন্ধুদের সঙ্গে স্কুলে যেতে যেতে বসে পড়ে কেন?

     ক. সে স্কুলে যেতে চায় না

     খ. স্যার তাকে বকুনি দিতে পারে

     গ. তার স্কুল ফাঁকি দেওয়ার ইচ্ছা ছিল

     ঘ. রোগের কারণে সে হাঁটতে পারে না

২।   আরজু পাখিকে নিচে নামতে বলে—

     র. কথা বলার জন্য  

ii. গান শোনার জন্য

     iii. তার ডানায় ভর দিয়ে উড়ে যাওয়ার জন্য

     নিচের কোনটি সঠিক?

     ক. i 

খ. ii

     গ. i ও ii       

ঘ. i ও iii

৩।   লতিফ স্যার সপুকে বললেন, তোমাদের বন্ধু না? এর কারণ—

     i. সপু ও তার বন্ধুদের কর্তৃক আরজুকে ফেলে যাওয়া

     ii. আরজুর পা চিকন হয়ে গেছে তা খেয়াল না করা

     iii. আরজুর পা চিকন হওয়ার কারণে হাঁটতে না পারা

     নিচের কোনটি সঠিক?

     ক. i 

খ. ii ও iii

     গ. i ও ii         

ঘ. i, ii ও iii

৪।   মা বোঝে কিন্তু কাঁদে—

     আরজুর মা কী বোঝে?

     ক. ছেলের পা চিকন হয়ে যাচ্ছে

     খ. ছেলের পা একদিন পঙ্গু হয়ে যেতে পারে

     গ. ছেলের পায়ের কোনো চিকিৎসা হচ্ছে না

     ঘ. আরজুর মা অসহায়

 

     নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৫-৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :

     রেবেকা কাছের জিনিস দেখতে পায় কিন্তু দূরের জিনিস ঝাপসা দেখে।

     একদিন সে লক্ষ করল দূরের ঝাপসা জিনিস অর্ধেক দেখা যাচ্ছে, আর অর্ধেক পুরো অন্ধকার। মাকে জানালে তিনি বললেন, চোখে পানি দিলে ঠিক হয়ে যাবে। কিন্তু তা হয়নি বরং অবস্থা আরো খারাপ হচ্ছে।

৫।   রেবেকা ও ‘সেই ছেলেটি’র আরজু কোন ধরনের শিশু?

     ক. স্বাভাবিক 

খ. পুষ্টিহীন

     গ. সুবিধাবঞ্চিত

ঘ. বুদ্ধিহীন

৬।   আরজু ও রেবেকার জন্য প্রয়োজন—

     i. মাতা-পিতার সহানুভূতি    

ii. সমাজের সহানুভূতি

     iii. স্বাস্থ্য সম্পর্কিত বিজ্ঞানসম্মত ধারণা

     নিচের কোনটি সঠিক?

     ক. i 

খ. ii

     গ. i ও iii  

ঘ. i ও iii

৭।   মামুনুর রশীদ কবে জন্মগ্রহণ করেন?

     ক. ১৯৪৭ সালের ২৯ ফেব্রুয়ারি

     খ. ১৯৪৭ সালের ২৯ জুন

     গ. ১৯৪৮ সালের ২৯ ফেব্রুয়ারি

     ঘ. ১৯৪৯ সালের ২৯ ফেব্রুয়ারি

৮।   নিচের কোন নাটকটি মামুনুর রশীদের রচনা নয়?

     ক. ওরা কদম আলী  

খ. তরঙ্গভঙ্গ

     গ. লেবেদেফ 

ঘ. গিনিপিগ

৯।   ‘সেই ছেলেটি’ নাটিকাটি কয়টি দৃশ্যে বিভক্ত?

     ক. এক

খ. দুই

     গ. তিন    

ঘ. চার

১০।  স্কুলের দিকে যেতে যেতে হঠাৎ থেমে যায় কে?

     ক. সোমেন  

খ. সাবু

     গ. আরজু   

ঘ. মিঠু

১১। আরজু থেমে গেলে কে আবার আরজুর কাছে ফিরে আসে?

     ক. মোমেন  

খ. সাবু

     গ. মিঠু

ঘ. লতিফ স্যার

১২। আইসক্রিমওয়ালা চলে গেলে আরজু আবার কাকে ডাকে?

     ক. হাওয়াই মিঠাইওয়ালাকে   

খ. চানাচুরওয়ালাকে

     গ. বাদামওয়ালাকে   

ঘ. আচারওয়ালাকে

১৩। নাটিকাটির দ্বিতীয় দৃশ্যে ছেলেমেয়েরা টিফিন পিরিয়ডে কী করছিল?

     ক. হাওয়াই মিঠাই খাচ্ছিল   

খ. খেলছিল

     গ. আইসক্রিম খাচ্ছিল 

ঘ. ক্লাসে বসে ছিল

১৪। লতিফ স্যার আরজুর কথা জিজ্ঞেস করেন কোন পিরিয়ডে?

     ক. প্রথম পিরিয়ডে   

খ. দ্বিতীয় পিরিয়ডে

     গ. টিফিন পিরিয়ডে  

ঘ. শেষ পিরিয়ডে

১৫। লতিফ স্যার কয়জনকে নিয়ে রওনা দেন?

     ক. একজনকে 

খ. দুইজনকে

     গ. তিনজনকে 

ঘ. চারজনকে

 

উত্তরগুলো মিলিয়ে নাও

১.ঘ ২. ঘ ৩. গ ৪. গ ৫. গ ৬. ঘ ৭. গ ৮. খ ৯. গ ১০. গ ১১. খ ১২. ক ১৩. খ ১৪. গ ১৫. খ


মন্তব্য