kalerkantho


প্রাথমিক শিক্ষা সমাপনী বাংলাদেশ ও বিশ্বপরিচয়

পাঠ প্রস্তুতি

মো. জয়নাল আবেদীন, প্রধান শিক্ষক ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা   

৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০১।   রাসেলদের দেশটি অর্থনৈতিকভাবে উন্নত। তাদের এ উন্নয়নের অন্যতম শর্ত কোনটি?

ক. অধিক জনসংখ্যা

খ. দক্ষ জনশক্তি

গ. শিক্ষিত জনসংখ্যা

ঘ. কম মূলধন

     উত্তর : খ

২।   বন্যা হলেই সুমিদের এলাকার নদীটির ভাঙন শুরু হয়। এর মূল কারণ কোনটি?

     ক. অতিরিক্ত পানির স্রোত

খ. লঞ্চ চলাচল

গ. কম ঢেউ

ঘ. বেশি বৃষ্টি

     উত্তর : ক

৩।   তুমি যদি গাছ না লাগিয়ে শুধু কেটে ফেল, তবে কোনটি ঘটবে?

     ক. খরা 

খ. ভূমিকম্প

গ. অতিবৃষ্টি

ঘ. ঘূর্ণিঝড়

     উত্তর : ক

৪।   কী কারণে খরা হয়?

     ক. অতিবৃষ্টি

খ. অনাবৃষ্টি

গ. নদী ভাঙন

ঘ. বালি উত্তোলন

     উত্তর : খ

৫।   কাঠ থেকে তৈরি আসবাবপত্রের চাহিদা বেশি। এটি কোন ধরনের শিল্প?

     ক. বৃহৎ শিল্প

খ. কুটির শিল্প

গ. মাঝারি শিল্প

ঘ. ক্ষুদ্র শিল্প

     উত্তর : খ

৬।   তোমার পরিবারে কেউ অটিস্টিক হলে তুমি কী করবে?

     ক. তাকে এড়িয়ে চলব

খ. তাকে সহযোগিতা করব

গ. তার সঙ্গে খেলাধুলা করব না

ঘ. তার সঙ্গে কোথাও যাব না

     উত্তর : খ

৭।   মানবাধিকার সর্বজনীন ঘোষণাপত্র কোন সংস্থা কর্তৃক অনুমোদিত?

     ক. জাতিসংঘ

খ. ইউনিসেফ

গ. সার্ক

ঘ. কমনওয়েলথ

     উত্তর : ক

৮।   ‘বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।’ উক্তিটিতে কী প্রকাশ পেয়েছে?

     ক. নারীদের শ্রেষ্ঠত্ব

খ. নারী-পুরুষের সমতা

গ. পুরুষের শ্রেষ্ঠত্ব

     ঘ. নারী-পুরুষের বৈষম্য

     উত্তর : খ

৯।   ৮ মার্চ কী দিবস?

     ক. নারী দিবস

খ. রোকেয়া দিবস

গ. মজুরি দিবস

ঘ. কৃষি দিবস

     উত্তর : ক

১০। ‘পুরুষের স্বার্থ এবং আমাদের স্বার্থ ভিন্ন নহে, একই’ উক্তিটি কার?

     ক. সুফিয়া কামাল

খ. কামিনী রায়

গ. সুলতানা কামাল

ঘ. বেগম রোকেয়া

     উত্তর : ঘ

১১। ক্লারা জেটকিন কে ছিলেন?

     ক. সমাজকর্মী

খ. রাজনীতিবিদ

গ. সমাজবিজ্ঞানী

ঘ. চিকিৎসক

     উত্তর : গ

১২। ১৯০৮ সালে নিউ ইয়র্কের নারী গার্মেন্টস শ্রমিকরা কত দিন ধরে প্রতিবাদ সমাবেশ

করে?

     ক. ১২ দিন

খ. ১৩ দিন

গ. ১৪ দিন

ঘ. ১৫ দিন

     উত্তর : গ

১৩। মিনু এ বছর নির্বাচনে ভোটদান করেছে। এর ফলে সে কোন ধরনের কর্তব্য পালন করেছে?

     ক. সমাজের প্রতি

     খ. রাষ্ট্রের প্রতি

     গ. পরিবারের প্রতি

ঘ. সরকারের প্রতি

     উত্তর : খ


মন্তব্য