kalerkantho


মেডিক্যাল ভর্তি প্রস্তুতি

মডেল টেস্ট

ইফফাত কামাল বাপ্পী, জাতীয় মেধা তালিকায় প্রথম (২০১৪-১৫ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী, ঢাকা মেডিক্যাল কলেজ   

৫ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০রসায়ন

 

১।    নিচের কোনটি মেটা নির্দেশক?

     ক. Br-

     খ. -NO2

     গ. -NH2

     ঘ. -NHCOCH3

২। ফরমিক এসিড তৈরিতে কত তাপমাত্রার প্রয়োজন?

     ক. 2000ºC

     খ. 4000ºC

     গ. 3000ºC

     ঘ. 5000ºC

৩।    DNA ও RNA-এর নিউক্লিওটাইডে বিমস চাক্রিক ক্ষারক হিসেবে থাকে কোনটি?

     ক. অ্যালকোহল

     খ. অ্যামিন

     গ. অ্যালডিহাইড

     ঘ. অ্যামাইড

৪।    সিফ বিকারক পরীক্ষায় কোন রং দেখা যায়?

     ক. লাল     খ. গোলাপি

     গ. সবুজ     ঘ. কমলা

৫।    এলানিনের আইসো ইলেকট্রিক ধ্রুবকের মান কত?

     ক. ৫.৮     খ. ৬.১

     গ. ৬.০     ঘ. ৬.৫

৬।        250cm3 0.4M Na2CO3 দ্রবণে কত গ্রাম Na2Co3 আছে?

     ক. ২৬.৫  গ্রাম

     খ. ১০.৬ গ্রাম

     গ. ৮.৬  গ্রাম

     ঘ. ১.০৬  গ্রাম

৭।    কোনটি জারক-বিজারক উভয়রূপে কাজ করে?

     ক. Fe3+

     খ. Sn4+

     গ. Zn2+

     ঘ. Sn2+

৮।    PH মিটারে কোন কোন ইলেকট্রোড ব্যবহার করা হয়?

     ক. প্রমাণ হাইড্রোজেন তড়িত্দ্বার

     খ. ক্যালোসেল তড়িত্দ্বার

     গ. কাচ তড়িত্দ্বার

     ঘ. ওপরের সব কটি

৯।    প্রভাবকীয় রূপান্তর বিক্রিয়া কয়ভাবে ঘটতে পারে?

     ক. একভাবে 

     খ. দুইভাবে

     গ. তিনভাবে

     ঘ. চারভাবে

১০।   অখ পুনঃচক্রায়নে কত % শক্তি সাশ্রয় করবে?

     ক. ৭৫ %    খ. ৮৫ %

     গ. ৯০ %    ঘ. ৯৫%

 

উত্তর

১. খ ২. ক ৩. খ ৪. খ ৫. খ ৬. খ ৭. ঘ

৮. গ ৯. খ ১০. ঘ


মন্তব্য