kalerkantho


দ্বাদশ শ্রেণি : হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র

বহু নির্বাচনী প্রশ্ন

মো. হানিফ চৌধুরী, প্রভাষক ন্যাশনাল আইডিয়াল কলেজ খিলগাঁও, ঢাকা   

৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০১।   কোন ধরনের শেয়ারের মালিকরা কম্পানির প্রকৃত মালিক?

     ক. সাধারণ

     খ. অগ্রাধিকার

     গ. বিলম্বিত দাবিযুক্ত

     ঘ. অংশগ্রহণকারী

২।   ১০০ টাকার শেয়ার ৯০ টাকায় ইস্যু করলে মূলধন হিসাবে কত টাকা লিখতে হবে?

     ক. ৯০ টাকা খ. ১০০ টাকা

     গ. ১১০ টাকা ঘ. ১৯০ টাকা

৩।   কোনটি উৎপাদন ব্যয়ের অন্তর্ভুক্ত হয়?

     ক. বেতন খ. মজুরি

     গ. অফিস ভাড়া ঘ. বিজ্ঞাপন

৪।   কোন প্রকারের অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ ও পরিচালনায় অংশগ্রহণ করে।

     ক. সক্রিয় খ. নিষ্ক্রিয়

     গ. সীমিত ঘ. নামমাত্র

৫।   মালিক প্রতি ৩ মাস পর পর ১,৫০০ টাকা উত্তোলন করলে ১০% হারে সুদ কত হবে?

     ক. ২২৫     খ. ২৫০

     গ. ২৭৫     ঘ. ৩২৫

৬।   নিচের কোনটি অনার্থিক সুবিধা?

     ক. ওভারটাইম

     খ. বিনোদনের ব্যবস্থা

     গ. টিফিন ভাতা    

     ঘ. ছুটির দিনের বেতন

৭।   কোনো একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানে সপ্তাহে ৫০ ঘণ্টা কাজ হয়। উৎপাদনের প্রমাণ সময় ৬ মিনিট প্রতি একক। সাপ্তাহিক প্রমাণ উৎপাদন কত একক হবে?

     ক. ২৫০     খ. ৩০০

     গ. ৫০০     ঘ. ২১০০

    

     নিচের উদ্দীপকটি পড়ো এবং ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :

     শরিফ লি. ৫০,০০০ শেয়ার প্রতিটি ১০০ টাকা মূল্যে ৫% বাট্টায় ইস্যু করল। ৬০,০০০টি আবেদনপত্র পেল। অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হলো। বিলীকৃত সব পাওনা টাকা ব্যাংক আদায় করেছে।

৮।   কম্পানির ব্যাংকে কত টাকা জমা হবে?

     ক. ৩২,০০,০০০ খ. ৩৫,০০,০০০

     গ. ৪৭,৫০,০০০ ঘ. ৫০,০০,০০০

৯।   তলবকৃত শেয়ার মূলধনের পরিমাণ কত?

     ক. ২০,০০,০০০ খ. ৩০,০০,০০০

     গ. ৪০,০০,০০০ ঘ. ৫০,০০,০০০

১০।  অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রাপ্তি-প্রদান হিসাবে কোন দফাটি অন্তর্ভুক্ত হয় না?

     ক. অবচয় খ. চাঁদা ও অনুদান

     গ. অগ্রিম আয় ঘ. ভর্তি ফি

১১।  কন্ট্রিবিউটরি বা অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে জমা করে—

     i. নিয়োগ কর্তা

     ii. কর্মী     iii. ব্যাংক

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii     

     খ. i ও iii 

     গ. ii ও iii  

     ঘ. i, ii ও iii

১২।  প্রতিষ্ঠানের সম্পত্তি ব্যবহার করে কোন খাত থেকে  আয় হয়?

     ক. হল ঘর ভাড়া   

     খ. চাঁদা

     গ. প্রবেশ ফি 

     ঘ. ভর্তি ফি

 

উত্তর

১. ক ২. খ ৩. খ ৪. ক ৫. ক  ৬. খ ৭. গ ৮. গ ৯. ঘ ১০. গ ১১. ক ১২. ক


মন্তব্য