kalerkantho


মেডিক্যাল ভর্তি প্রস্তুতি

মডেল টেস্ট

ইফফাত কামাল বাপ্পী, জাতীয় মেধা তালিকায় প্রথম (২০১৪-১৫ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী, ঢাকা মেডিক্যাল কলেজ   

৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০রসায়ন

 

১.   ফ্লিন্ট গ্লাসের বৈশিষ্ট্য নয় কোনটি?

     ক. এটি নরম গ্লাস শ্রেণিভুক্ত

     খ. এর ভাঙা টুকরা পুনচক্রায়নযোগ্য

     গ. এর নির্মিত কাচ সামগ্রী পাইরেক্স নামেও পরিচিত

     ঘ. তাপীয় সহতার প্রতি সংবেদনশীল

২.   বুনসেন বার্নারের অংশ নয় কোনটি?

     ক. ভিত্তিমূল

     খ. বার্নার নল

     গ. অগ্নি সংযোজক

     ঘ. বায়ু নিয়ন্ত্রক

৩।   ক্ষার দ্রবণে এসিড-ক্ষার নির্দেশকের বর্ণ পরিবর্তনের ক্ষেত্রে সঠিক নয় কোনটি?

     ক. মিথাইল রেড  হলুদ

     খ. মিথাইল অরেঞ্জ  হলুদ

     গ. ফেনফথেলিন  বর্ণহীন

     ঘ. লিটমাস  নীল

৪.   আইসোমার-এর উদাহরণ কোনটি?

     ক. 14C614N7

     খ. 2Hs ও 3Hs

     গ. 82Br35 ও 32Br35

     ঘ. 14C6 ও 14C8

৫.   বোরের পরমাণু মডেল আবিষ্কৃত হয়—

     ক. ১৮৯৮ সালে

     খ. ১৯১১ সালে

     গ. ১৯১৩ সালে

     ঘ. ১৯১৬ সালে

৬.   কোষ বা Cell-এর মেডিক্যাল ইমেজিংয়ে কত তরঙ্গ দৈর্ঘ্যের UV-রশ্মি ব্যবহার করা হয়?

     ক. 200 nm - 400 nm

     খ. 270 nm - 360 nm

     গ. 280 nm - 400 nm

     ঘ. 300 nm - 320 nm

৭.   শক্তিস্তর n = 6 থেকে n = 1-এ অবনমিত হওয়ার সময় বিকিরিত ফোটন শক্তি হলো

     2.118x10-18Jl, এ শক্তির সঙ্গে সংশ্লিষ্ট বর্ণালিরেখার তরঙ্গ দৈর্ঘ্য কত?

     (h = 6.626×10-34Js)

     ক. 93.79 nm

     খ. 97.39 nm

     গ. 99.37 nm

     ঘ. 97.93 nm

৮.   আগুন নির্বাপক তৈরিতে কোনটি ব্যবহৃত হয়?

     ক. F       খ. Cl           গ. I       ঘ. Br

৯.   পর্যায় সারণির কোন পর্যায়ের বাম থেকে ডানে গেলে ক্রমশ হ্রাস পায় কোনটি?

     ক. পরমাণুর আকার

     খ. আয়নীকরণ বিভব

     গ. ইলেকট্রন আসক্তি

     ঘ. তড়িৎ ঋণাত্মকতা

১০. নিচের কোনটি অটো প্রভাবক নয়?

     ক. Na2 SO3 খ. Mn++

     গ. CH3COOH

     ঘ. AS

১১.  রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য নয় কোনটি?

     ক. উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে অর্জিত হয়

     খ. সম্মুখ ও পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ পরস্পর সমান হয়

     গ. সাম্যাবস্থায় মুক্তশক্তির পরিবর্তন >১।

     ঘ. কেবল সাত আবদ্ধ পরিমণ্ডলে সৃষ্টি হয়।

১২. জেট বিমান বায়ুমণ্ডলের কোন স্তর দিয়ে চলাচল করে?

     ক. ট্রপোমণ্ডল  খ. স্ট্রাটোমণ্ডল

     গ. সেসোমণ্ডল ঘ. তাপমণ্ডল

১৩. H2-এর উত্ক্রম তাপমাত্রা কত?

     ক. -80C    খ. 240C

     গ. 80C     ঘ. -240C

১৪. নিচের কোনটি সত্য নয়?

     ক. গ্যাসসূত্রসমূহ প্রয়োগ করেই গ্যাসকে সিলিন্ডারজাত করা হয়।

     খ. বজ্রপাতের সময় 3000C তাপমাত্রা সৃষ্টি হয়।

     গ. বায়ুমণ্ডলের আয়তনের ৭৮% N2

     ঘ. বায়ুর ঘ২ ফিক্সেশনের মাধ্যমে পুরো জীবচক্রের প্রোটিন চাহিদা মেটায়।

১৫.  5.0g CO2 গ্যাসে অণুর সংখ্যা কত?

     ক. 6.84×1022

     খ. 6.84×1023

     গ. 6.48×1022

     ঘ. 6.48×1023

 

উত্তর

১. গ ২. গ ৩. গ ৪. গ ৫. গ ৬. গ ৭. ক

৮. ঘ ৯. ক ১০. ক ১১. গ ১২. খ ১৩. ক

১৪. খ ১৫. ক


মন্তব্য