kalerkantho


জেএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

বহু নির্বাচনী প্রশ্ন

মো. জাকির হোসেন, সিনিয়র শিক্ষক বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা, ঢাকা   

৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ 

 

 

১।   একাধিক কম্পিউটারকে একসঙ্গে যুক্ত করার প্রয়োজনীয় যন্ত্রটিকে কী বলে?

     ক. মডেম    খ. ডিএসএল

     গ. ল্যান কার্ড ঘ. ডিভাইস

২।   নিচের কোনটি বাংলা সার্চ ইঞ্জিন?

     ক. বাংলাডটকম খ. বাংলানেট

     গ. পিপীলিকা  ঘ.  প্রজাপতি

৩।   তারবিহীন ওয়্যারলেস সার্ভিসকে কী বলে?

     ক. ইডিজিই   খ. জিপিএস

     গ. ওয়াপ    ঘ. ওয়াইফাই

৪।   বর্তমানে দেশে এক স্থান থেকে অন্য স্থানে টাকা আদান-প্রদান করা সহজ ও দ্রুত করেছে কোনটি?

     i. পোস্টাল ক্যাশ কার্ড      ii. মোবাইল ব্যাংকিং

     iii. ইলেকট্রনিক মানি ট্রান্সফার      

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii   খ. i ও iii

     গ. ii  ও iii ঘ. i, ii ও iii

৫।   ওয়ার্কশিটের ছোট ছোট ঘরকে কী বলে?

     ক. স্মল হাউস      খ. সেল

     গ. কামরা    ঘ. কলাম

৬।   একাধিক কম্পিউটারে যোগাযোগের মাধ্যম দিয়ে তথ্য কিংবা উপাত্ত দেওয়া-নেওয়াকে কী বলে?

     ক. নেটওয়ার্কের ধারণা

খ. সার্ভার

     গ. কম্পিউটার নেটওয়ার্ক    

     ঘ. ক্লায়েন্ট

৭।   কোনটি পৃথিবীর নতুন সম্পদ?

     ক. উপাত্ত    খ. তথ্য

     গ. কম্পিউটার ঘ. ইন্টারনেট

৮।   সরকারি তথ্যাদি এখন কোথায় প্রকাশ করা হয়?

     ক. ই-মেইলে 

     খ. রেডিওতে

     গ. সরকারের জাতীয় ওয়েব পোর্টালে

     ঘ. ইয়াহুতে

৯।   কম্পিউটারে কয় ধরনের প্রোগ্রাম থাকে?

     ক. ২ ধরনের

     খ. ৩ ধরনের

     গ. ৪ ধরনের

     ঘ. ৫ ধরনের

 

উত্তর

১. গ ২. গ ৩. ঘ ৪. ঘ ৫. খ ৬. গ ৭. খ ৮. গ ৯. ক 


মন্তব্য