kalerkantho


প্রাথমিক শিক্ষা সমাপনী : বিজ্ঞান

বিশেষ প্রস্তুতি

দিলারা ইয়াছমীন, সহকারী শিক্ষক আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় মতিঝিল, ঢাকা   

৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০প্রাথমিক শিক্ষা সমাপনী : বিজ্ঞান

স্বাস্থ্যবিধি

 

বহু নির্বাচনী প্রশ্ন

১।   যদি কারো শরীরে স্ট্রেপটোকক্কাস জীবাণুর সংক্রামণ ঘটে তাহলে কোন অংশের ক্ষতির আশঙ্কা বেশি?

     ক. পা      খ. চোখ

     গ. হৃপিণ্ড    ঘ. ফুসফুস

     উত্তর : হৃপিণ্ড

২।   কোনটি বয়ঃসন্ধিকালের পরিবর্তন নয়?

     ক. দ্রুত শারীরিক বৃদ্ধি

     খ. দেহের ওজন বৃদ্ধি

     গ. গলার স্বরের পরিবর্তন

     ঘ. বেশি বেশি খাবার খাওয়ার ইচ্ছা হওয়া

     উত্তর : দেহের ওজন বৃদ্ধি

৩।   নিচের কোনটি পোকামাকড়বাহিত রোগ?

     ক. সোয়াইন ফ্লু খ. বসন্ত

     গ. ম্যালেরিয়া  ঘ. ডায়রিয়া

     উত্তর : ম্যালেরিয়া

৪।   শিমুর বাবার খামারের পশু এইচ ওয়ান এন ওয়ান ভাইরাসে আক্রান্ত। শিমুর বাবা এ খামার পরিচর্যা করায় তিনি কোন রোগে আক্রান্ত হতে পারেন?

     ক. গোদ রোগ খ. ম্যালেরিয়া

     গ. সোয়াইন ফ্লু ঘ. বাতজ্বর

     উত্তর : সোয়াইন ফ্লু

৫।   কোনটি বয়ঃসন্ধিকালের পরিবর্তন বলে তুমি মনে করো?

     ক. বন্ধুভাবাপন্ন হওয়া

     খ. লেখাপড়ায় মনোযোগী হওয়া

     গ. স্বাভাবিক কাজকর্ম করা

     ঘ. শারীরিক, মানসিক ও আচরণিক পরিবর্তন আসা

     উত্তর : শারীরিক, মানসিক ও আচরণিক পরিবর্তন আসা

৬।   নিপার জ্বর হয়ে শরীরে বিভিন্ন জায়গা ফুলে উঠছে। মাথা ব্যথা ও বমি করছে। নিপার রোগটি—

     ক. ডেঙ্গু     খ. ম্যালেরিয়া

     গ. ইনফ্লুয়েঞ্জা  ঘ. সোয়াইন ফ্লু

     উত্তর : ডেঙ্গু

৭।   সংক্রামক রোগ নয় কোনটি?

     ক. সর্দিজ্বর   খ. সোয়াইন ফ্লু

     গ. চুলকানি   ঘ. কলেরা

     উত্তর : কলেরা

৮।   যক্ষ্মা ও বসন্ত রোগের জীবাণু কিভাবে বায়ুতে ছড়ায়?

     ক. পানির মাধ্যমে

     খ. রোগীর ব্যবহৃত জিনিসের মাধ্যমে

     গ. হাঁচি ও কাশির মাধ্যমে

     ঘ. রোগীর মলমূত্রের মাধ্যমে

     উত্তর : হাঁচি ও কাশির মাধ্যমে

৯।   কোনটি যক্ষ্মা রোগের জন্য দায়ী?

     ক. ভাইরাস   খ. ব্যাকটেরিয়া

     গ. ছত্রাক    ঘ. কীটপতঙ্গ

     উত্তর : ভাইরাস

১০।  হাম, বসন্ত রোগ কিসের মাধ্যমে ছড়ায়?

     ক. পানি     খ. বায়ু

     গ. মশা     ঘ. খাদ্য

     উত্তর : বায়ু

১১।  সোয়াইন ফ্লু কিসের মাধ্যমে ছড়ায়?

     ক. পানি     খ. বায়ু

     গ. মশা     ঘ. আক্রান্ত পশুপাখি

     উত্তর : আক্রান্ত পশুপাখি

১২।  কোন ভাইরাসে সোয়াইন ফ্লু হয়?

     ক. HIV     খ. H1N1

     গ. H1V    ঘ. N1H1

     উত্তর : H1N1

১৩।  এইচ ওয়ান এন ওয়ান কী?

     ক. ছত্রাক    খ. ব্যাকটেরিয়া

     গ. ভাইরাস   ঘ. প্রোটোজোয়া

     উত্তর : ভাইরাস

১৪।  সোয়াইন ফ্লু হলে জ্বর কত ডিগ্রি হবে?

     ক. ১০১ 0    খ.১০২0

     গ. ১০৩0    ঘ. ১০৪0

     উত্তর : ১০৪0

১৫।  সোয়াইন ফ্লু রোগে আক্রান্ত ব্যক্তিকে কী করতে হবে?

     ক. প্রতিষেধক টিকা গ্রহণ করতে হবে

     খ. বেশি বেশি স্যালাইন খেতে হবে

     গ. প্রচুর পানি পান করতে হবে

     ঘ. অল্প সিদ্ধ মাংস খেতে হবে

     উত্তর : প্রচুর পানি পান করতে হবে

১৬।  শিশুর জন্মের পর থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত সময়কে কী বলে?

     ক. শৈশবকাল খ. বাল্যকাল

     গ. বয়ঃসন্ধিকাল ঘ. বার্ধক্য

     উত্তর : শৈশবকাল

 

সংক্ষিপ্ত প্রশ্ন :

১।   সংক্রামক রোগ কী?

     উত্তর : সংক্রামক রোগ : যেসব রোগ আক্রান্ত রোগীর কফ, থুথু, হাঁচি-কাশির মাধ্যমে একজন থেকে অন্যজনে ছড়ায় তাকে সংক্রামক রোগ বলে।

২।   বায়ুবাহিত রোগ কী?

     উত্তর : বায়ুবাহিত রোগ : যেসব রোগের জীবাণু বাতাসের মাধ্যমে ছড়ায় সেগুলোই বায়ুবাহিত রোগ।

৩।   কোন মশার কামড়ে গোদ রোগ হয়?

     উত্তর : কিউলেক্স মশার কামড়ে গোদ রোগ হয়।

৪।   এডিস মশা কখন কামড়ায়?

     উত্তর : এডিস মশা সাধারণত সকাল ও সন্ধ্যার আগে কামড়ায়।

৫।   বাতজ্বরের জীবাণুর নাম কী?

     উত্তর : বাতজ্বরের জীবাণুর নাম স্ট্রেপটোকক্কাস।

৬।   বয়ঃসন্ধিকাল কী?

     উত্তর : দশ বছর পর থেকে উনিশ বছর বয়স পর্যন্ত সময়কে বয়ঃসন্ধিকাল বলে।

৭।   বসন্ত রোগের জীবাণু কিভাবে ছড়ায়?

     উত্তর : বসন্ত রোগের জীবাণু বায়ুর মাধ্যমে ছড়ায়।

৮।   কোন মশার কামড়ে ম্যালেরিয়া হয়?

     উত্তর : অ্যানোফিলিসজাতীয় স্ত্রী মশার কামড়ে ম্যালেরিয়া হয়।

৯।   কোন মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়?

     উত্তর : এডিস মশার কামড়ে ডেঙ্গু হয়।

১০।  প্রতিষেধক বের হয়নি এমন একটি রোগের নাম লেখো।

     উত্তর : ডেঙ্গুর কোনো প্রতিষেধক বের হয়নি।

 

কাঠামোবদ্ধ প্রশ্ন :

১।   প্রশ্ন : বায়ুবাহিত রোগ থেকে রক্ষা পাওয়ার পাঁচটি উপায় লেখো।

     উত্তর : বায়ুবাহিত রোগ থেকে রক্ষা পাওয়ার পাঁচটি উপায় :

     ১. সর্দিজ্বর হলে রোগীর কফ, থুথু মুখবন্ধ কৌটায় ফেলে মাটিতে চাপা দিতে হবে অথবা পুড়িয়ে ফেলতে হবে। কারণ রোগীর কফ, থুথু, হাঁচি, কাশি ইত্যাদির মাধ্যমে এসব রোগের জীবাণু ছড়ায়।

     ২. বসন্ত রোগের জীবাণু বায়ুর মাধ্যমে ছড়ায়, বিশেষ করে বসন্ত গুটি শুকিয়ে যাওয়ার সময়। এ সময় রোগীর কাছের মানুষের সতর্ক থাকতে হবে।

     ৩. যক্ষ্মা প্রতিরোধের জন্য শিশুকে বিসিজি টিকা দিতে হবে।

     ৪. যক্ষ্মা রোগীর বিছানা, থালা-বাসন, গ্লাস ইত্যাদি আলাদা রাখতে হবে।

     ৫. কফ, থুথু যেখানে-সেখানে ফেলা যাবে না। হাঁচি-কাশির সময় মাস্ক বা রুমাল দিয়ে নাক-মুখ ঢেকে রাখতে হবে।

২।   প্রশ্ন : তুমি কিভাবে ডেঙ্গু প্রতিরোধ করবে সে ব্যাপারে পাঁচটি উপায় লেখো।

     উত্তর : ডেঙ্গু প্রতিরোধের পাঁচটি উপায় নিম্নরূপ :

     ১. ডেঙ্গু প্রতিরোধ করতে হলে এডিস মশার আবাসস্থল ধ্বংস করতে হবে।

     ২. বাড়ির আশপাশে কোনো ভাঙা জিনিস, ফুলের টব, টায়ার ইত্যাদিতে পানি জমতে দেওয়া যাবে না। কারণ এসব পানিতে এডিস মশার বংশ বৃদ্ধি পায়।

     ৩. এডিস মশা সাধারণত সকাল ও সন্ধ্যার আগে কামড়ায়। এ সময় সতর্ক থাকতে হবে।

     ৪. বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

     ৫. ঘুমানোর আগে অবশ্যই মশারি টাঙাতে হবে।

 

আমাদের জীবনে তথ্য

সংক্ষিপ্ত প্রশ্ন :

১।   সবচেয়ে আধুনিক প্রযুক্তি কী?

     উত্তর : সবচেয়ে আধুনিক প্রযুক্তি হলো তথ্যপ্রযুক্তি।

২।   কম্পিউটারের কয়েকটি ইনপুট ডিভাইসগুলোর নাম লোখো।

     উত্তর : কম্পিউটারের কয়েকটি উল্লেখযোগ্য ইনপুট ডিভাইস হলো—কিবোর্ড, মাউস, ডিজিটাল ক্যামেরা, স্ক্যানার, ভিডিও ক্যামেরা ইত্যাদি।

৩।   তথ্যপ্রযুক্তি বলতে কী বোঝায়?

     উত্তর : তথ্য সংগ্রহ ও এর প্রক্রিয়াই হলো তথ্যপ্রযুক্তি। এ ছাড়া তথ্যকে ধারণ, সংরক্ষণ, তথ্য পুনরুদ্ধার, প্রেরণ, বিশ্লেষণ ও ব্যবহার করাও তথ্যপ্রযুক্তির কাজ।

৪।   তথ্য বিনিময়ে ব্যবহৃত দুটি যন্ত্রের নাম লেখো।

     উত্তর : তথ্য বিনিময়ে ব্যবহৃত দুটি ইলেকট্রনিক যন্ত্র হচ্ছে পেনড্রাইভ ও মেমরি কার্ড।

৫।   উৎপাদন কী?

     উত্তর : তথ্যকে প্রক্রিয়াকরণ করে উন্নততর তথ্য প্রাপ্তি হলো উৎপাদন বা আউটপুট। 

৬।   কম্পিউটারে আউটপুট ডিভাইসগুলোর নাম লেখো।

     উত্তর : কম্পিউটারের কয়েকটি উল্লেখযোগ্য আউটপুট ডিভাইস হলো—মনিটর, প্রিন্টার, স্পিকার, মাল্টিমিডিয়া প্রজেক্টর ইত্যাদি।

৭।   ইন্টারনেট কী?

     উত্তর : কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে তথ্য আদান-প্রদান করার মাধ্যমটির নাম হলো ইন্টারনেট। নেটওয়ার্কিং হলো একটি কম্পিউটারের সঙ্গে অন্য একটি কম্পিউটার এমনভাবে যুক্ত করা, যার ফলে তাদের মধ্যে তথ্য আদান-প্রদান সম্ভব হয়।

৮।   তথ্য বিপ্লব কী?

     উত্তর : তথ্যপ্রযুক্তি ব্যবহারের ফলে বিশ্বে জ্ঞানভাণ্ডার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। একেই তথ্য বিপ্লব বলে।

৯।   উপাত্ত কাকে বলে?

     উত্তর : কোনো বিষয়ের তথ্য যখন সংগৃহীত হয়, তখন তাকে উপাত্ত বা ডাটা বলে। এই উপাত্ত হলো কাঁচামালের মতো। উপাত্ত যখন বিশেষ প্রয়োজনে ব্যবহৃত হয়, তখন তাকে আমরা তথ্য বলি।

১০।  ইনপুট ইউনিট কী?

     উত্তর : কিবোর্ড, স্ক্যানার ও মাউস মিলে ইনপুট ইউনিট গঠিত হয়। এদের মাধ্যমে কম্পিউটার তথ্য গ্রহণ করে।

১১।  আউটপুট ইউনিট কী?

     উত্তর : আউটপুট ইউনিটে সব কাজের ফলাফল পাওয়া যায়। যেমন—কম্পিউটারের মনিটর ও প্রিন্টার।

 

কাঠামোবদ্ধ প্রশ্ন :

১।   তথ্যপ্রযুক্তির পাঁচটি কাজ লেখো।

     উত্তর : তথ্যপ্রযুক্তি বলতে তথ্য সংগ্রহকরণ ও তথ্যের প্রক্রিয়াকরণ বোঝায়। তথ্যপ্রযুক্তির কাজ হচ্ছে—

     i. তথ্য ধারণ।

     ii. ধারণকৃত তথ্য সংরক্ষণ।

     iii. সংরক্ষিত বা হারানো তথ্য পুনরুদ্ধার।

     iv. তথ্য প্রেরণ।

     v. তথ্য বিশ্লেষণ করে তা ব্যবহার উপযোগী করা।

 

২।   আধুনিক ল্যাপটপ কম্পিউটারের তিনটি সুবিধা লেখো।

     উত্তর : সনাতন কম্পিউটার ব্যবহারে যে সমস্যাগুলো হতো বর্তমানে তা সমাধান করা সম্ভব হয়েছে আধুনিক ল্যাপটপ কম্পিউটার আবিষ্কারের ফলে।

     আধুনিক ল্যাপটপ কম্পিউটারের তিনটি সুবিধা হলো—

     i. এটি অল্প জায়গায় অনেক তথ্য প্রক্রিয়াজাত করতে পারে।

     ii. এতে বিদ্যুৎ খরচ কম হয়।

     iii. এটি খুব সহজে বহন করা যায়।

 

৩।   বিভিন্ন ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির প্রভাব বর্ণনা করো।

     উত্তর : আমাদের ব্যক্তি, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে তথ্যপ্রযুক্তির প্রভাব অপরিসীম। যেমন—সমুদ্র উপকূলে বায়ুচাপ ভীষণ হ্রাস পেল। এই উপাত্তকে বিশ্লেষণ করে আবহাওয়া বিজ্ঞানী জানালেন যে প্রচণ্ড জলোচ্ছ্বাস হবে। এ তথ্য রেডিওতে প্রচারিত হলে সমুদ্র উপকূলের অনেকের জীবন রক্ষা পাবে। এতে ব্যক্তিগত জীবন যেমন রক্ষা পেল, তেমনি এলাকাবাসী তাদের সম্পদ ও জীবন রক্ষার কাজে এই তথ্য ব্যবহার করে উপকৃত হলো। সমুদ্রের জাহাজগুলোও নিরাপদ আশ্রয়ে থেকে নিজেদের রক্ষা করতে পারল।

 

জীব ও আমাদের পরিবেশ

বহু নির্বাচনী প্রশ্ন

১।   উদ্ভিদের কোথায় সবুজ কণিকা থাকে?

     ক. কাণ্ডে     খ. মূলে

     গ. পাতায়    ঘ. ফুলে

     উত্তর : পাতায়

২।   উদ্ভিদের খাদ্য তৈরিতে সহায়তা করে কোনটি?

     ক. অক্সিজেন

     খ. ক্লোরোফিল

     গ. নাইট্রোজেন

     ঘ. কার্বন ডাই-অক্সাইড

     উত্তর : ক্লোরোফিল

৩।   উদ্ভিদের সবুজ পাতার ক্লোরোফিল সূর্যের আলোক শক্তিকে কী করে?

     ক. শোষণ    খ. বিকিরণ

     গ. সংশ্লেষণ   ঘ. সংযোজন

     উত্তর : শোষণ

৪।   সালোকসংশ্লেষণে উদ্ভিদ বাতাসে কী ছাড়ে?

     ক. জলীয় বাষ্প

     খ. কার্বন ডাই-অক্সাইড

     গ. অক্সিজেন  ঘ. হিলিয়াম

     উত্তর : অক্সিজেন

৫।   খাদ্য প্রস্তুত করতে পারে না কোন উদ্ভিদটি?

     ক. শৈবাল    খ. ফার্ন

     গ. স্পাইরোগাইরা    ঘ. ছত্রাক

     উত্তর : ছত্রাক

৬।   সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কী তৈরি করে?

     ক. অক্সিজেন  খ. নাইট্রোজেন

     গ. খাদ্য     ঘ. কার্বন ডাই-অক্সাইড

     উত্তর : খাদ্য


মন্তব্য