kalerkantho


অষ্টম শ্রেণি : গার্হস্থ্য বিজ্ঞান

বহু নির্বাচনী প্রশ্ন

ওয়াজিফা খাতুন, সহকারী প্রধান শিক্ষক বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা, ঢাকা   

৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০১।    মানবীয় সম্পদ কোনটি?

     ক. অর্থ     খ. জ্ঞান

     গ. জমি     ঘ. বাড়ি

২।    বস্তুগত সম্পদের বৈশিষ্ট্য হলো এটি—

     i. মালিকানাধীন

     ii. হস্তান্তরযোগ্য

     iii. পরিমাপযোগ্য

     নিচের কোনটি সঠিক?

     ক. i. ও ii    খ. ii ও iii

     গ. i ও iii   ঘ. i, ii ও iii

৩।    সময় তালিকায় কী থাকতে হবে?

     i. ঘুম  রর. বিশ্রাম

     iii. অবসর সময়

     নিচের কোনটি সঠিক?

     ক. i. ও ii    খ. i ও iii

     গ. ii ও iii       ঘ. i, ii ও iii

৪।    রান্নার সময় ভাপ লাগলে কী লাগাতে হবে?

     ক. গরম পানি, লেবুর রস, টুথপেস্ট

     খ. ঠাণ্ডা পানি, লেবুর রস, লবণ পানি

     গ. বরফ, লবণ পানি, নারিকেল তেল

     ঘ. লবণ পানি, টুথপেস্ট, পেঁয়াজের রস

৫।    স্বাভাবিক অবস্থায় কিশোর-কিশোরীর নাড়ির স্পন্দন মিনিটে—

     ক. ১২০-১৩০ বার  

     খ. ১০০-১২০ বার

     গ. ৮০-৯০ বার    

     ঘ. ৬০-৭২ বার

৬।    সাপে কাটলে দংশিত স্থান কত সেন্টিমিটার গভীর করে কেটে চাপ দিয়ে রক্ত বের করতে হবে?

     ক. এক     খ. দুই

     গ. তিন     ঘ. চার

৭।    কিডনি রোগে কোন জাতীয় খাদ্য উপাদান কমাতে হয়?

     ক. কার্বোহাইড্রেট     খ. প্রোটিন

     গ. স্নেহ পদার্থ ঘ. ভিটামিন

৮।    থার্মোমিটারের গায়ে কত থেকে কত ডিগ্রি পর্যন্ত দাগ কাটা থাকে?

     ক. ৯০-১০০  খ. ৯৪-১০০

     গ. ৯৮-১০৬  ঘ. ৯৪-১০৮

৯।    তাপমাত্রা নির্ণয়ের সময় নির্দিষ্ট স্থানে কত মিনিট থার্মোমিটার রেখে তাপমাত্রা জানতে হয়?

     ক. ১ মিনিট        খ. ২ মিনিট

     গ. ৩ মিনিট  ঘ. ৪ মিনিট

১০।   কৈশোরকালের বয়ঃসীমা হলো—

     ক. ১০/১১ থেকে ১৭/১৮ বছর

     খ. ১০/১১ থেকে ১৬/১৮ বছর

     গ. ১০/১১ থেকে ১৮/১৯ বছর

     ঘ. ১০/১১ থেকে ১৯/২০ বছর

     অনুচ্ছেদটি পড়ো এবং ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও :

     রহিম সাহেবের মাসিক আয় ২৫,০০০ টাকা। তিনি মাসে ২৮,০০০ টাকা খরচ করেন। তিনি প্রতি মাসে বাজেট করেই খরচ করেন।

১১।   রহিম সাহেবের মাসিক বাজেট কোন ধরনের?

     ক. উদ্বৃত্ত     খ. ঘাটতি

     গ. সুষম     ঘ. অসম

১২।   কী ধরনের বাজেট হলে তাঁর জন্য ভালো হতো?

     ক. উদ্বৃত্ত     খ. ঘাটতি

     গ. সুষম     ঘ. অসম

১৩।   মস্তিষ্কের তলদেশে কোন হরমোন অবস্থিত?

     ক. শুক্রাশয়  খ. অগ্ন্যাশয়

     গ. এড্রিনাল   ঘ. পিটুইটারি

১৪।   ডিম্বাশয় থেকে ক্ষরিত হরমোনের নাম—

     ক. গোনাডোট্রপিক    খ. টেস্টোস্টেরন

     গ. ইনসুলিন   ঘ. ইস্ট্রোজেন

১৫।   ছোট শিশুদের দেহের স্বাভাবিক তাপমাত্রা—

     ক. ৯৮.৪ ফারেনহাইট

     খ. ৯৯ ফারেনহাইট

     গ. ৯৯.৪ ফারেনহাইট

     ঘ. ১০০.৪ ফারেনহাইট

১৬।   হামের ভাইরাস শরীরে প্রবেশের কত দিনের মধ্যে রোগটি দেখা দেয়?

     ক. ১০ খ. ১২

     গ. ১৪ ঘ. ১৭

১৭।   ধনুষ্টংকার রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য কোন টিকা দিতে হয়?

     ক. ওপিভি    খ. বিসিজি

     গ. পেন্টাভ্যালেন্ট     ঘ. টিটেনাস ট্রক্সয়েড ভ্যাকসিন

১৮।   বিশ্ব অটিস্টিক সচেতনতা দিবস—

     ক. ২ এপ্রিল  খ. ২ মে

     গ. ২ জুন         ঘ. ২ জুলাই

১৯।   যদি কারো আইকিউ-১৪০ হয়, তাহলে সে—

     ক. বুদ্ধিপ্রতিবন্ধী

     খ. বোকা প্রকৃতির

     গ. সাধারণ বুদ্ধিসম্পন্ন  

     ঘ. প্রতিভাবান

২০।   নিচের কোনটি মাদক?

     ক. চিনি     খ. দুধ

     গ. আফিম    ঘ. পান

 

উত্তর

১. খ ২. ঘ ৩. ঘ ৪. গ ৫. গ ৬. ক ৭. খ ৮. ঘ

৯. খ ১০. গ ১১. খ ১২. ক ১৩. ঘ ১৪. ঘ ১৫. খ

১৬. গ ১৭. ঘ ১৮. খ ১৯. ঘ ২০. গ


মন্তব্য