kalerkantho


মেডিক্যাল ভর্তি প্রস্তুতি

মডেল টেস্ট

ইফফাত কামাল বাপ্পী, জাতীয় মেধা তালিকায় প্রথম (২০১৪-১৫ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী, ঢাকা মেডিক্যাল কলেজ   

৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০জীববিজ্ঞান

১।    ট্রান্সলেশন শুরু হয় কোনটি দ্বারা?

     ক. মেথিওলিন খ. থিওলিন

     গ. প্রোলিন   ঘ. হিস্টিডিন

২।    লিয়োসিস বিভাজনের কোন পর্যায়ে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়?

     ক. প্রোফেজ-১

     খ. মেটাফেজ-১

     গ. প্রোফেজ-২

     ঘ. মেটাফেজ-২

৩।    কোনটি আদিকোষী?

     ক. Riccia    খ. Ulofluix

     গ. Mucou   ঘ. E.coli

৪।    Agaricus-এর সঞ্চিত খাদ্য কোনটি?

     ক. সেলুলোজ  খ. গ্লাইকোজেন

     গ. স্টার্চ     ঘ. তৈল বিন্দু

৫।    লিভারওয়ার্ট কোনটি?

     ক. Riccia    খ. Agaricus

     গ. Mucou   ঘ. Cycos

৬।    কোন ফুলের গর্ভাশয় অধিগর্ভ?

     ক. সরিষা    খ. কুমড়া

     গ. পেয়ারা   ঘ. গোলাপ

৭।    বাস্ট ফাইবার নামে পরিচিত—

     ক. জাইলেম ফাইবার

     খ. ফ্লোরেম ফাইবার

     গ. কোলেনকাইমা

     ঘ. ক্লোরেন কাইমা

৮।    নিচের কোনটি অ্যাপোপ্লাস্ট?

     ক. কোষপ্রাচীর

     খ. কোষঝিল্লি

     গ. প্রোটোপ্লাজম

     ঘ. নিউক্লিয়াস

৯।    ভ্রূণ থলিতে কয়টি নিউক্লিয়াস থাকে?

     ক. ২টি     খ. ৩টি

     গ. ৭টি ঘ. ৮টি

১০। কোথায় ইস্ট্রোজেন তৈরি হয়?

     ক. শুক্রাশয়

     খ. ডিম্বাশয়

     গ. অগ্ন্যাশয়

     ঘ. বৃক্ক

১১।   মিশ্র প্রকৃতির স্নায়ু হলো—

     ক. অপটিক   খ. ট্রকলিয়ার

     গ. ফেসিয়াল  ঘ. অস্টিরি

১২।   ভ্রূণীয় এন্ডোডার্ম হতে উত্পত্তি হয় কোন অঙ্গের?

     ক. হৃপিণ্ড    খ. চুল

     গ. রক্তনালি   ঘ. ফুসফুস

১৩।   মানবদেহে জ্বর সৃষ্টিকারী যৌগসমূহকে কী বলা হয়?

     ক. প্রোস্টাগ্ল্যান্ডিন

     খ. মনোঅ্যামাইন

     গ. হিমোজারন

     ঘ. পাইরোজেন

১৪।   কোনটি সেক্স লিংকড ইনহেরিটেন্সের উদাহরণ?

     ক. মূক বধিরতা খ. থ্যালাসেমিয়া

     গ. হিমোফিলিয়া ঘ. বহুমূত্র

১৫।   মস্তিষ্কের কোন অংশে শ্বাস প্রশ্বাসকেন্দ্র অবস্থিত?

     ক. সেরেবেলাস

     খ. সেরেব্রাম  গ. পনস্

     ঘ. মেডুলা অবলংগাটা

১৬।   করোটির একমাত্র নড়নক্ষম অস্থি কোনটি?

     ক. ম্যান্ডিবল  খ. ম্যাক্সিলা

     গ. প্যালাটাইন ঘ. ন্যাসাল

১৭।   পেসমেকার কোথায় থাকে?

     ক. হৃদপিণ্ডের ডান অ্যাট্রিয়ামে

     খ. হৃদপিণ্ডের বাম অ্যাট্রিয়ামে

     গ. হৃদপিণ্ডের ডান ভেন্ট্রিকলে

     ঘ. হৃদপিণ্ডের বাম ভেন্ট্রিকলে

 

উত্তর

১. ক ২. ঘ ৩. ঘ ৪. ঘ ৫. ক ৬. ক ৭. খ

৮. ক ৯. ঘ ১০. খ ১১. গ ১২. ঘ ১৩. ঘ

১৪. গ ১৫. ঘ ১৬. ক ১৭. ক


মন্তব্য