kalerkantho


নবম ও দশম শ্রেণি : হিসাববিজ্ঞান

মডেল টেস্ট

মো. ময়নুল হক, সিনিয়র শিক্ষক বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা, ঢাকা   

৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০নবম ও দশম শ্রেণি : হিসাববিজ্ঞান

সৃজনশীল প্রশ্ন

পূর্ণমান : ৬০

[প্রতিটি প্রশ্নের মান ১০ (২+৪+৪)]

 

‘ক’ বিভাগ (আবশ্যক)  

১। মহসিন এন্টারপ্রাইজের ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখের রেওয়ামিলটি নিচে দেওয়া হলো :

মহসিন এন্টারপ্রাইজ

রেওয়ামিল

৩১ ডিসেম্বর ২০১৫

 

হিসাবের নাম   টাকা   হিসাবের নাম   টাকা

প্রারম্ভিক মজুদ পণ্য    ১০,০০০     বিক্রয়  ৯০,৫০০

ক্রয়   ৭০,০০০     বাট্টা   ১,০০০

বাট্টা   ৫০০  শিক্ষানবিশ সেলামি     ১১,০০০

১৫% ঋণপত্র ক্রয়     ৬০,০০০     ঋণপত্রের সুদ   ৯,০০০

বহিঃপরিবহন   ২,০০০ পাওনাদার    ১৫,০০০

হাতে নগদ    ৪০,০০০     মূলধন  ১,৫০,০০০

বীমা   ২৪,০০০

ইজারা সম্পত্তি ৪৯,০০০

(১০ বছর)   

দেনাদার         ২১,০০০

     ২,৭৬,৫০০        ২,৭৬,৫০০ 

সমন্বয়সমূহ :

১. সমাপনী মজুদ পণ্যের মূল্য ৩০,০০০ টাকা, যার বাজার মূল্য ১০% কম; ২. মালিক ব্যক্তিগত প্রয়োজনে ২,০০০ টাকার পণ্য উত্তোলন করেছেন, যা হিসাবভুক্ত করা হয়নি; ৩. ক্যাশ থেকে ৫,০০০ টাকা চুরি গেছে; ৪. এক মাসের শিক্ষানবিশ সেলামি বাকি আছে; ৫. দেনাদার ও পাওনাদারের ওপরে যথাক্রমে ৩% ও ১.৫% বাট্টা সঞ্চিতি রাখা।

(ক) মহসিন এন্টারপ্রাইজের বিক্রীত পণ্যের মূল্য কত?    

(খ) মোট লাভ ৩৮,৫০০ টাকা ধরে নিট মুনাফা বা ক্ষতি নির্ণয় করো।      

(গ) উপযুক্ত তথ্যের আলোকে একটি আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো।         

 

২।

হাবিব এন্টারপ্রাইজের রেওয়ামিল

৩১ ডিসেম্বর  ২০১৫

 

হিসাবের নাম     ডেবিট টাকা        ক্রেডিট টাকা

মূলধন ও উত্তোলন     ১৫,০০০     ৫০,০০০

দেনাদার ও পাওনাদার  ১৫,০০০     ৯,০০০

হাতে নগদ    ১৫,০০০

৫% ঋণ (১/৭/১৫)         ২০,০০০

ইজারা (১০ বছর)    ৩০,০০০

মজুদ পণ্য (১/১/১৫)   ১০,০০০

পণ্য ক্রয় ও বিক্রয়     ৪০,০০০     ৫৫,০০০

মজুরি  ৪,০০০

বেতন  ৬,০০০

অনাদায়ী  পাওনা ও  সঞ্চিতি     ২,০০০ ৩,০০০

    

     ১,৩৭,০০০   ১,৩৭,০০০ 

 

সমন্বয়সমূহ :

(১) সমাপনী মজুদ পণ্য ৪,০০০ টাকা; (২) অনাদায়ী পাওনা ১০০০ টাকা ও অনাদায়ী পাওনা সঞ্চিতি ৫%; (৩) বাকিতে পণ্য বিক্রয় ২,০০০ টাকা।

(ক) নিট দেনাদারের পরিমাণ দেখাও।  

(খ) বিশদ আয় বিবরণী মোট লাভ নির্ণয় করো।        

(গ) বিশদ আয় বিবরণী নিট লাভ/ক্ষতি নির্ণয় করো।

 

খ-বিভাগ (যেকোনো ৪টি প্রশ্নের উত্তর দাও।)

 

৩। ২০১৬ সালের জানুয়ারি মাসে জনাব সজিবের প্রতিষ্ঠানে নিম্নলিখিত ঘটনাগুলো সংঘটিত হয়—

জানু.-২ একজন বিক্রয়কর্মী নিয়োগ দেওয়া হলো ৯,০০০ টাকা বেতনে।

জানু.-৫ শিহাবের কাছ থেকে পাওয়া গেল ৭,৫০০ টাকা।

জানু.-৯ বিজ্ঞাপন বাবদ পরিশোধ ৩,২০০ টাকা।

জানু.-১৭ ধারে পণ্য বিক্রয় ২৫,০০০ টাকা।

জানু.-২৪ মনিহারি ক্রয় ৬০০ টাকা।

জানু.-২৬ জনাব সজিবের মেয়ের বিয়েতে ব্যক্তিগত তহবিল থেকে খরচ করলেন ৬০,০০০ টাকা।

(ক) লেনদেন নয় এমন ঘটনাগুলো চিহ্নিত করে মোট টাকার পরিমাণ নির্ণয় করো।          

(খ) জনাব সজিবের লেনদেনগুলো সমীকরণ পদ্ধতিতে কারণসহ ব্যাখ্যা করো।      

(গ) জনাব সজিবের লেনদেনগুলোর দ্বারা হিসাব সমীকরণের উপাদানগুলোর প্রভাব দেখাও।   

 

৪। জনাব রাকিব একজন ব্যবসায়ী। তাঁর ব্যবসায়ে ২০১৬ সালের মে মাসে নিম্নলিখিত লেনদেনগুলো সংঘটিত হয়—

মে-১  জনাব রাকিব ব্যবসায়ে ৫০,০০০ টাকার আসবাবপত্র নিয়ে আসেন।

মে-৭ নাসিরের কাছ থেকে পণ্য ক্রয় ৩,০০০ টাকা।

মে-৯ হাবিবের কাছে পণ্য বিক্রয় ৫০,০০০ টাকা।

মে-১৪ কমিশন পাওয়া গেল ৯,০০০ টাকা।

মে-১৮ সবুজের কাছ থেকে ঋণ গ্রহণ ৩৫,০০০ টাকা।

মে-২৫ পণ্য ফেরত পাওয়া গেল ৪,০০০ টাকা।

(ক) জনাব নাজিবের মালিকানাস্বত্বের পরিমাণ নির্ণয় করো। 

(খ) প্রতিটি লেনদেনের সংশ্লিষ্ট হিসাব ও হিসাবের শ্রেণি উল্লেখ করো।            

(গ) লেনদেনগুলো দ্বারা কারণসহ ডেবিট-ক্রেডিট নির্ণয় করো।     

 

৫। জনাব আমির খান একজন ব্যবসায়ী। তাঁর ব্যবসায়ে ২০১৬ সালের জুন মাসের লেনদেনগুলো নিম্নরূপ :

জুন-১  নগদ ১,০০,০০০ টাকা ও ৮০,০০০ টাকার যন্ত্রপাতি এবং ৫০,০০০ টাকার ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন।

জুন-৬ মনিহারি দ্রব্য ক্রয় ১,৫০০ টাকা।

জুন-৮ ইমরানের কাছ থেকে ৬২,৫০০ টাকার পণ্য ক্রয় করে চেক প্রদান।

জুন-১৮ ৫% বাট্টায় কাজল ট্রেডার্সের কাছে ৭৫,০০০ টাকার পণ্য বিক্রয়। চালান নং ২০১।

জুন-২৩ ব্যবসায়ে ব্যবহারের জন্য আলমারি ক্রয়ের পরিবহন খরচ ২,০০০ টাকা।

জুন-২৫ কাজল ট্রেডার্সের কাছ থেকে ৫,০০০ টাকার পণ্য ফেরত এলো। ক্রেডিট নোট নং ১০৫।

জুন-২৭ ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন ১,২০০ টাকা।

(ক) জনাব আমির খানের প্রারম্ভিক মূলধন নির্ণয় করো।    

(খ) জনাব আমির খানের লেনদেন অবলম্বনে একটি চালান তৈরি করো।     

(গ) জুন মাসের ১, ৮, ১৮ ও ২৫ তারিখের লেনদেনগুলো সাধারণ জাবেদায় লিপিবদ্ধ করো।      

 

৬। রিফাত সুপার স্টোরের ২০১৬ সালের মার্চ মাসের লেনদেনসমূহ—

মার্চ-১ ব্যবসায়ের প্রারম্ভিক মূলধন নগদ ৮০,০০০ টাকা।

মার্চ-২ রাব্বী এন্টারপ্রাইজের কাছ থেকে চেকে পণ্য ক্রয় ২০,০০০ টাকা।

মার্চ-৭ ঢাকা ব্যাংকে ২০,০০০ টাকা দিয়ে হিসাব খোলা হলো ।

মার্চ-১২ সামির স্টোরের কাছ থেকে বিক্রয় বাবদ চেক প্রাপ্তি ৩০,০০০ টাকা।

মার্চ-১৬ কমিশন প্রাপ্য ৫,০০০ টাকা।

মার্চ-২০ অগ্রিম ভাড়া প্রদান ১০,০০০ টাকা।

মার্চ-২২ ব্যাংক থেকে উত্তোলন ১৫,০০০ টাকা।

মার্চ-২৫ রাব্বী এন্টারপ্রাইজকে পূর্ণ নিষ্পত্তিতে ১৯,৫০০ টাকা প্রদান।

ক. অনগদ লেনদেনের মোট পরিমাণ নির্ণয় করো। 

খ. রিফাত সুপার স্টোরের মে মাসের তিন ঘরা নগদান বহি তৈরি করো।    

খ. প্রযোজ্য লেনদেনসমূহের ভিত্তিতে নগদ প্রদান জাবেদা প্রস্তুত করো।          

 

৭। জনাব মামুন ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে খতিয়ান হিসাবের উদ্বৃত্ত নিম্নরূপ :

মূলধন ১,০০,০০০ টাকা, উত্তোলন ১০,০০০ টাকা, হাতে নগদ (১/১/২০১৫) ২৫,০০০ টাকা, সুুনাম ২০,০০০ টাকা, সঞ্চিতি তহবিল ১৬,০০০ টাকা, পাওনা ২৬,০০০ টাকা, প্রারম্ভিক মজুদ পণ্য ৫৫,০০০ টাকা, মজুদ পণ্য (৩১/১২/২০১৪) ২৪,০০০ টাকা, বিক্রয় ৭৫,০০০ টাকা, ক্রয় ৬০,০০০ টাকা, সমাপনী ব্যাংক জমা ১৮,০০০ টাকা, বিনিয়োগের সুদ ৫,০০০ টাকা, ব্যাংক জমার সুদ ২,৫০০ টাকা, আসবাবপত্র ৩০,০০০ টাকা, অগ্রিম বেতন ৮,০০০ টাকা, কমিশন প্রাপ্তি ১২,০০০ টাকা, শিক্ষানবিশ সেলামি ৪,০০০ টাকা, বিনিয়োগ ২০,০০০ টাকা, শুল্ক ৪,৫০০ টাকা।

ক. রেওয়ামিলে যে উদ্বৃত্তগুলো অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো।              

খ. উপযুক্ত তথ্যের আলোকে একটি রেওয়ামিল প্রস্তুত করো। 

গ. উক্ত তথ্যের ভিত্তিতে মুনাফাজাতীয় আয় ও ব্যয়ের পরিমাণ নির্ণয় করো।  

 

৮। জনাব ফাহিম সাহেব এক লাখ ইট তৈরির জন্য নিম্নবর্ণিত খরচসমূহ করেন :

মাটি ক্রয় ২,০০,০০০ টাকা; কয়লা ক্রয় ২,৫০,০০০ টাকা; অফিসের ভাড়া ১৬,০০০ টাকা; বিজ্ঞাপন খরচ ৮,০০০ টাকা; মাটি বহন খরচ ৫৫,০০০ টাকা; শ্রমিকের মজুরি ৪০,০০০ টাকা; ইটখোলার ভাড়া ও বিদ্যুৎ খরচ ১৫,০০০ টাকা; মাটি ছানা করার খরচ ২৫,০০০ টাকা; বিক্রয়কেন্দ্রে ইট রাখার খরচ ৫,০০০ টাকা; বিক্রয়কেন্দ্রে ইট আনার খরচ ১০,০০০ টাকা; বিক্রয়কর্মীর বেতন ৫,০০০ টাকা।

(ক) ইট প্রস্তুতের মুখ্য ব্যয় নির্ণয় করো।       

(খ) এক লাখ ইট প্রস্তুত করতে মোট ব্যয় কত হবে?              

(গ) ১৫% লাভে প্রতি হাজার ইটের বিক্রয়মূল্য নির্ণয় করো।

 

৯। জানুয়ারি-০১, ২০১৬ তারিখে জনাব আহমেদ সাঈদ সাহেবের পারিবারিক অবস্থা ছিল নিম্নরূপ :

ঘরবাড়ি ১০,০০,০০০ টাকা; স্বর্ণালংকার ১,০০,০০০ টাকা; আসবাবপত্র ৮০,০০০ টাকা; বিনিয়োগ ২০,০০০ টাকা; ব্যাংক ঋণ ৮,০০০ টাকা; হাতে নগদ ৬,০০০ টাকা।

 

জনাব আহমেদ সাঈদের পারিবারিক প্রাপ্তি প্রদান হিসাব

ডিসেম্বর ৩১, ২০১৫ তারিখে সমাপ্ত বছরের হিসাব—

 

প্রাপ্তিসমূহ     টাকা   পরিশোধসমূহ   টাকা

হাতে নগদ    ৬,০০০ খাদ্যসামগ্রী ক্রয় ৮৫,০০০

(০১/০১/২০১৬)

বেতন  ৩,৯০,০০০   টেলিভিশন ক্রয়  ৪০,০০০

বিনিয়োগের সুদ ২,৫০০ দৈনন্দিন বাজার ১,৫০,০০০

রোগী দেখে প্রাপ্তি ২,১৫,০০০   শিক্ষা খরচ    ৩৫,০০০

           গ্যাস, পানি ও বিদ্যুৎ   ২৫,০০০

           খবরের কাগজ  ১,৫০০

           যাতায়াত খরচ  ৮,০০০

           ব্যাংকে স্থায়ী    ২,৬০,০০০

           আমানত

           উদ্বৃত্ত   ৯,০০০

    

     ৬,১৩,৫০০         ৬,১৩,৫০০                   

 

অন্যান্য তথ্যাবলি 

(১) শিক্ষা খরচ ৫,০০০ টাকা বকেয়া আছে।

(২) বিনিয়োগের সুদ ৫০০ টাকা পাওয়া যায়নি।

ক. জনাব আহমেদ সাঈদের পারিবারিক তহবিলের পরিমাণ নির্ণয় করো।              

খ. ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরে তাঁর পরিবারের আয়-ব্যয় বিবরণী প্রস্তুত করো।                 

গ. উক্ত তারিখে জনাব আহমেদ সাঈদের পরিবারের আর্থিক অবস্থার বিবরণ তৈরি করো।


মন্তব্য